ফরেক্স আবেগের কোন স্থান নেই। ধৈর্যের কোন বিকল্প নেই। কাজ ভাল ভাবে শিখে ধৈর্যের সাথে ধীর-স্থির মস্তিষ্কে করলেই শুধুমাত্র লস ঠেকানো সম্ভব
Printable View
ফরেক্স আবেগের কোন স্থান নেই। ধৈর্যের কোন বিকল্প নেই। কাজ ভাল ভাবে শিখে ধৈর্যের সাথে ধীর-স্থির মস্তিষ্কে করলেই শুধুমাত্র লস ঠেকানো সম্ভব
আপনি সঠিক কথা বলেছেন । ফরেক্স মার্কেটে আবেগের কোনো স্থান নাই । ফরেক্স মার্কেটে প্রয়োজন অনেক পরিশ্রম এবং ধৈর্য্য ধারণ করে নিজেকে কন্ট্রোলে রাখা ও লোভ থেকে বিরত থাকা । এই বিষয়গুলো যদি কোনো ট্রেডারের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেই ট্রেডার কখনো তার ট্রেড গুলোকে লচের হাত থেকে রক্ষা করতে পারবে নতুবা কোনো ভাবেই সম্ভব নয়,,,,,, ধন্যবাদ ।
ফরেক্সে আবেগ নিয়ে আসলে ট্রেড করা যাবে না। ট্রেড করতে হলে আপনাকে ঝুকি নিতে হবে কিন্তু আবেগ থাকা যাবে না। আবেগ অনেক ধরনের হয়ে থাকে। এখানে ভয় থাকতে পারে, জেদ থাকতে পারে, লোভ থাকতে পারে কিংবা অন্য কোন ধরনের আবেগ বা ফিলিংস থাকতে পারে। আবেগ মানেই আপনার ট্রেডের প্রতি একটা হুমকি। এখন না হোক কোন এক সময় সেটা বড় আকারে দেখা দিবেই। তাই অনুরোধ করবো আবেগ বাদ দিয়ে ট্রেড করা শিখুন
ফরেক্স এক্সচেঞ্জিংয়ে অনুভূতির কোনও মূল্য নেই cost আপনি যদি উত্সাহের সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় করেন, সেই মুহুর্তে আপনি আপনার সুযোগটি হারাবেন যে আপনাকে উপযুক্ত বণিক হতে হবে এবং আপনার অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করতে হবে। এই মুহুর্তে আপনি একটি শালীন ব্রোকার হতে পারেন। আমাদের সবার অনুভূতি যতটা প্রত্যাশা করা যায় ততই নিয়ন্ত্রণ করা উচিত, সেই মুহুর্তে আপনি আরও ভাল এবং ফরেক্স আরও ভাল। এছাড়াও, বিনিময় করার জন্য আপনার নিজের অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করার দরকার নেই, আপনাকে অবশ্যই ফরেক্সে অভিজ্ঞ হতে হবে।
অতিরিক্ত আবেগী হয়ে ট্রেড করা উচিত নয়। ক্ষেত্রে কখনো কখনো অনিয়ন্ত্রিত ট্রেড হয়ে যেতে পারে। যেটা ফরেক্সে ব্যর্থতার মূল কারণ।
ফরেক্স এ লাভবান হতে হলে আপনাকে আবেগ বরজন করতে হবে। বেশির ভাগ ট্রেডার রা আবেগের কারনে ফরেক্স এ লস এর মুখ দেখেন। ফরেক্স একটি ব্যবসায়। আর ব্যবসায়ে ঝুকি না নিলে লাভের আশাও করা যাই না। তাই ব্যবসায়ে ঝুকি গ্রহন করুন। আর আবেগ কে বরজন করুন। তাহলে আপনি লাভের মুক দেখতে পারেন। আবেগ ছাড়া আপনি যতটুকু লাভ করতে পারবেন । আর এখন এর মানে বুঝি আর তা হলো আবেগ বাদে যা লাভ করা যাবে তাই প্রকৃত লাভ আর আর আবেগ দিয়ে যেমন লাভ করা যাবে সেমন লচের পরিমান ও বেশি হবে। কারন যখন লাভ হবে আপনি আবেগ দিয়ে লাভ করলে আরো লাভ করার কথা ভাববেন আর তখনি লচ খাবেন । আর আবেগ ছাড়া লাভই প্রকৃত লাভ ।
আমরা আসলে ফরেক্স মার্কেট থেকে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারি না বেশিরভাগ ভুল ই আমাদের সংঘটিত হয় আমাদের আবেগ এর জন্য। আবেগ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন একটা কাজ ফরেক্স মার্কেটে । আসলে কারণটা হলো মার্কেটে অধিক মুনাফা লাভের হাতছানি থাকে যারা লোভের বশীভূত হয়ে তাদের আবেগকে হারিয়ে ফেলে তারা তাদের ট্রেডে লস করে। আরে সংখ্যা দিন দিন বহুগুণে বৃদ্ধি পাচ্ছে সফল ফরেক্স ট্রেডার এর সংখ্যা খুঁজে পাওয়া খুবই কঠিন একটা কাজ।আমার জানা মতে বাংলাদেশে হাতেগোনা 20 থেকে 30 জন সফল ফরেক্স ট্রেডার আছে।
ফরেক্স থেকে ভুল করে টাকা আয় করা সম্ভব কিন্থু সহজে আয় করা অনেক কঠিন।আপনি যদি ফরেক্স থেকে আয় করতে চান তাহলে আপনাকে ফরেক্স সম্মন্ধে অনেক পড়তে হবে তা না হলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন নাহ।কারন অনেকে বেশী লাভের আশায় বেশী করে ইনভেস্ট করে। এতে করে মার্কেট হঠাৎ নিচে নেমে আসলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভবনা থাকে। তাছাড়া নতুনরা না জেনে ইনভেস্ট করে এর ফলে লস হতে পারে
আবেগ ছাড়া লাভ পাড়া কথার অর্থ হল আরেক সাবেক না নিয়ে কাজ করা উচিত এবং বুঝেশুনে ট্রেড নেওয়া এবং মার্কেট এবং নিউজ এনালাইজ করে ট্রেড নিয়ে যেতে লোকসান না হয়।
ভয় ছাড়াই এবং কোন ঝুঁকি ছাড়াই আপনার লাভের পূর্ণবিস্তার যে জানতে চান. অবশ্যই ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ সম্ভাবনা সবসময়।