-
আমার মতে ডেপোজিট সাধারণতো ছোট কিনবা বড় কোনোটাই ভালো না । আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে যদি ১০-২০ ডলার ডেপোজিট করেন তাহলে ২ দিনেই জিরো হয়ে যাবেন । আবার কয়েক হাজার ডলার ডেপোজিট করেছেন কিন্তু আপনি ফরেক্স মার্কেটে অভিজ্ঞ না তাহলেও পরো ডেপোজিট লস করবেন । তাই নতুন ট্রেডারদের জন্য আমার মতে ৩০০-৫০০ ডলার ডেপোজিট ভালো ।
-
আমি মনে করি বড় ডিপোজিট করেই ব্যাবসা শুরু করা উচিৎ। ছোট ডিপেজিট নিয়ে টিকে থাকা য়ায় না। কারন ফরেক্স মার্কেটে অনেক মুভমেন্ট যেটা আপনি মাঝে মাঝে আপনার সব ধারনার বাইরে চলে যায় তাই আপনি ছোট ডিপোজিট নিয়ে টিকে থাকতে পারবেনা। তাই বড় ডিপোজিট হলে সেটি আপনি সহজে কভার করতে পারবেন কারন ফরেক্স মার্কেট বিপিরত দিকে গেল সে আবার আপনার দিকেই ফেরত আসবে তাই আপনি বড় ডিপোজিল করে আপনি ফরেক্সএ টিকে থাকতে পারবেন সহজেই।
-
ফরেক্স মার্কেটে ডিপোজিট বড় কিবা ছোট সেটা আসল বিষয় নয়।আসল বিষয় হল আপনি ফরেক্স মার্কেটে কতটুকু দক্ষতা অর্জন করেছেন।আপনি যদি ফরেক্স মার্কেটে দক্ষ না হন তাহলে ছোট বা বড় ডিপজিট যে ডিপজিট থাকুকনা কেন আপনি লস খাবেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটে দক্ষ হন তাহলে আপনি অবশ্যই লাভ করবেন।এক্ষেত্রে আপনার ডিপোজিট যদি বড় হয় আপনি বেশি লাভ করবেন এবং ডিপোজিট ছোট হলে কম লাভ করবেন।তবে আমি বড় ডিপোজিট পছন্দকরি।
-
ডিপোজিট করতে অনেক বেশি সতর্কতার সাথে করতে হবে । কেননা ইচ্ছামত ডিপোজিটের মাধ্যমে একাউন্টের ক্ষতি হতে পারে । আর তা ছাড়া অবশ্যই ডিপোজিট হতে হবে ভাল মানের । তবে ডিপোজিট করতে হলে বেশকিছু বিষয়ের উপর নির্ভর করতে হবে । আর তার মধ্য অন্যতম হল ট্রেডারের কোয়ালিটি , ট্রেডারের কোয়ালিটি যত বেশি হবে তত বেশি ডিপোজিট সে ভাল ম্যানেজ করতে পারবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ডলার ইনভেস্ট করতে হবে সেটা কি পরিমান ইনভেস্ট করতে চান আপনার উপর নির্ভর করে।। ফরেক্স মার্কেটে বড় ডিপোজিট ভাল কারন বড় ডিপোজিল হলে আপনার ট্রেড করতে সুবিদা একাউন্ট জিরো হওয়ার ভয় থাকেনা।
-
আপনি যদি আগে ফরেক্স করে থাকেন আর আপনার যদি ফরেক্স সম্পর্কে ভাল ধরনা থাকে তাহলে আপনি ছোট অথবা বড় যেকোনো পরিমাণ ডিপোজিট দিয়ে শুরু করতে পারেন । তবে আপনি যদি নতুন এবং ফরেক্স সম্পর্কে আপনার ধরনা কম থাকে তাহলে আমি বলবো আপনি প্রথমে কম ডিপোজিট দিয়ে শুরু করেন ।
-
ফরেক্স ট্রেড ডিপোজিট বড় হলে বড় ট্রেড ওপেন করা যায় এবং লং টাইম ট্রেড করতে সুবিধা হয়। আর ডিপোজিট ছোট হলে ট্রেড সাইজ ছোট হয় তবে তা পরিচালন করতে সুবিধা হয়। ডিপোজিট ছোট হলে রিস্কের পরিমাণ কম থাকে এবং লাভের পরিমাণও কম হয়। নতুন ট্রেডার হিসেবে আমার কাছে ছোট ডিপোজিট পছন্দ। তবে যারা দক্ষ ট্রেডার তারা বড় ডিপোজিট নিয়ে ট্রেড করতেই পছন্দ করে।
-
ডিপোজিট যদি ছোট হয় তবে মার্কেট একবার বিপরীতে গেলে একাঊন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ডিপোজিট যদি বড় হয় তাহলে মার্কেট বিপরীতে গেলেও আবার অনুকুলে ফিরে আসার সম্ভবনা থাকে। ফলে একাঊন্ট জিরো হওয়ার সম্ভবনা থাকেনা। তাই ডিপোজিট বেশি হওয়াই ভাল।
-
আমি সব চাইতে বড় ডিপোজিট পছন্দ করি কারণ বড় ডিপোজিট করলে কোন সন্দেহের অবকাশ থাকে না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য বড় ডিপোজিট করব তাহলেই সফলকাম হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা করার জন্য বড় ডিপোজিট করব ।
-
আমি আপনার সাথে একমত। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে আপনি অনেক কম ব্যালেন্স নিয়ে ট্রেড করতে পারেনএবং ভালোভাবে চেষ্টা করলে অল্প ডিপোজিট দিয়েও ছোট ছোট লটে ট্রেড করতে পারবেন। আবার আপনি বড় ডিপোজিট নিয়েও ভালোভাবে বড় বড় ট্রেড করে বেশি প্রফিটের চেষ্টা করতে পারেন।যাই ডিপোজিট করেন না কে দক্ষতার সহিত মার্কেটে টিকে থাকার চেষ্টা করুন।