-
ফরেক্স একটা ব্যবসা হিসেবে এখানে লাভ লস থাকবে এটাই স্বাভাবিক । আসলে অামরা সবসময় লাভকে প্রত্যশা করি বলেই লসকে মেনে নিতে পারি না । কেননা মানুষ তার প্রত্যশার বিপরীতে কোন কিছুকে মেনে নিতে পারে না । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে টিকে থাকতে হলে অামাদেরকে নিজেদের দক্ষতাকে শণিত করতে হবে । আর দক্ষতা যত বৃদ্ধি পাবে আমাদের লাভের পরিমাণও তত বেশি বৃদ্ধি পাবে ।
-
আপনি যে কনো ব্যবসায় করতে যান তাতে লাভ লস আছে। ফরেক্স এ ও তেমন আপনি দক্ষ হয়ে ফরেক্স এ কাজ করুন অর্থত ভাল করে ট্রেড শিখে রিয়েল ট্রেড করুন দেখবেন আপনার লস হবে না আপনি ফরেক্স থেকে অনেক লাভ করতে পারবেন ।
-
আমরা জানি প্রতিটি বিজনেসে লাভ বা লস হতে পারে। তেমনি ফরেক্স মার্কেটে লাভ বা লস হতে পারে। তবে আমরা যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবো। ফরেক্স মার্কেটে যারা না বুঝে ট্রেড করে তারা লস করে। তাই ফরেক্স মার্কেট থেকে লাভ করতে চাইলে ফরেক্স সম্পর্কে ভালভাবে যেনে ট্রেড করতে হবে। তাহলে আমরা এখান থেকে লাভ করতে পারবো।
-
আসলেই তাই! মার্কেট এ লাভ লস দুটোই হবে এটা নিশ্চিত।
তাই লাভ লস মেনেই ট্রেড করতে হবে এবং সেই মত করে ঠিকে থাকার জন্য ঠিকে থাকতে হবে।
-
যে কোন ব্যাবসায় লাভ লস আছে। একই ব্যবসায় যদি একই পরিমান মুলধন নিয়ে দুইজন ব্যাবসায়ী এক সাথে ব্যবসায় শুরু করে তবে এক বছর পরে দেখা যাবে দুই ব্যবসায়ির লাভ লস একই পরিমান নয়। তাই ফরেক্সে লাভ লস আছে এখানেও লাভ লস নির্ভর করে ট্রেডারের ট্রেডিং অভিজ্ঞতা, দক্ষতা, মার্কেট এ্যানালাসিস এর উপর।
-
হ্যা ভাই ফরেক্স ব্যবসায়ে লাভ ও লস হওয়ার সম্ভাবনা সর্বদা সমান হয়ে থাকে। কারন আপনি কখনও বলতে পারবেন যে কখন বা কোন নির্দিষ্ট সময়ে আপনি লাভ বা লস করবেন, আপনি এই বাজারে যে কোন সময় যে কোন মুহুর্তে লাভ বা লস করতে পারেন।
-
আমরা জানি ফরেক্স একটি ব্যবসা আর ব্যবসা মানেই লাভ এবং লস এর সমন্নয়। একটি ব্যবসায় লাভ এবং লস দুটোই থাকবে এটাই সাভাবিক। কিন্তু আপনার যদি ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকে এবং এই জ্ঞান যদি আপনি কাজে লাগাতে পারেন তাহালে অবশ্যই এই ব্যবসায় আপনি সফল হতে পারবেন।
-
ফরেক্সে আপনার লাভ আর লস হতে পারে। আপনি যদি ফরেক্সে দক্ষ হন তা হলে লাভ করবেন আর যদি দক্ষ না হয়ে ট্রেড করেন তাহলে লস করে বসবেন। আপনাকে ফরেক্স শখতে তারপর ট্রেড ওপেন করতে হবে । ট্রেড করে আপনি লাভ করে আয় করতে পারেন আর যদি লস করেন তাহলে আয় করতে পারবেন না।
-
ভাই একটা কথা কি ব্যবসা বলতেই লস।আপনি ব্যবসা করবেন আর লস করবেননা সেটা কি হয়।ব্যবসা করতে হলে লসতো করতেই হবে।না হয় আপনি ব্যবসার গুরুত্ত কি বুজবেন।তাই ফরেক্স মার্কেট এও লাভ লস দুইটাই রয়েছে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করলে আমি ভই পাইনা।কারণ আমি মনে করি লস থেকেই আমাদেরকে সিখা নিতে হবে।আমি জতবারি ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি ততবারি আমি কিছু না কিছু সিকহে থাকি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে লাব লস দুনটাই দেখতে হবে। আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এটা চিন্তা করি না যে লাভ হোল আর লস হোল।আমি শুধু এতাই চিন্তা করি আমার ট্রেড টি কি সফল হোল না হোল না। আমি আসলে সব ব্যবসাতেই লাব লস দুনটাই রয়েছে। তাই ফরেক্স মার্কেট এও লাব লস দুনটাই রয়েছে।তবে ফরেক্স মার্কেট এ সফলতার পরিমাণটা একটু কম।তাই অনেকেই ফরেক্স মার্কেট থেকে দুরে সরে পড়ে।