ইন্সটাফরেক্স শুধু ইংরেজি ফোরাম পোস্টং করতে হতো। কিন্তু এখন বাংলায় করতে পেরে আমি খুবই আনান্দদিত। কারন সব কথা ইংরেজীতে অনেক সময় আমরা বুঝাতে পারি না। তাই এখন আমি বাবংলায় পোস্টিং করে থাকি।ব্যক্তিগতভা ে আমার পক্ষ থেকে ইন্সটাফোরেক্সকে অবশ্যই অনেক ধন্যবাদ, আমরা আমাদের ভাষায় এট সম্পর্কে লিখতে পারতাছি কিছু বলতে পারতাছি শিখতে পারতাছি, একে অন্যের সাথে ভাবআদান প্রদান করতে পারতাছি এটাই বা কম কীসে।শুরুর দিকে যখন ফোরাম পোস্টিং করে যখন ট্রেড করতাম তখন শুধু ইংরেজি ফোরামটাই ছিল। ওখানেই পোস্ট করে করে উপার্জিত ডলার দিয়ে ট্রেড করতাম। নিজের ভাষায় লেখালেখি করার মজাই আলাদা। সহজে সবাই নিজের মত করে এখানে মত প্রকাশ করতে পারি।