-
আমি সব সময় ফরেক্স মার্কেট থেকে স্কাল্পিং করতে অনেক বেশী পছন্দ করি আমি মনে করি এই মার্কেট থেকে স্কাল্পিং করে অনেক সহজে ভাল ভাবে ট্রেড করা যায় এ জন্য আমাদের কে যে কোন সিস্টেম শিখতে হবে কারন কোন সিস্টেম না শিখে ফরেক্স মার্কেট থেকে স্কাল্পিং করা যায় না ।
-
স্ক্যালপিং আমার ব্যক্তিগতভাবে খুবেই পছন্দের। কারন বিভিন্ন পেশাজীবিরা যেমন আমার মত চাকুরীজিবিরা সাধারানত ফরেক্স এ বেশি সময় দিতে পারে না। তাদের জন্য দিনের একটা সময় নির্দিষ্ট কিছু সময় নিয়ে স্ক্যাপিং করলে চাকুরীর পাশাপাশি বেশ ভালো একটা বেনিফিট ফরেক্স থেকে পাওয়া যাবে। অবশ্যই স্ক্যালপিং এ যেমন লাভ আছে তেমনি ক্ষতিও আছে। যে পরিমান লাভের সম্ভাবনা রয়েছে সেই একই পরিমান ক্ষতির সম্ভবনা ও আছে। তাই একটু ভালোভাবে মার্কেট ট্রেন্ড বুঝে নিয়ম মেনে স্ক্যালপিং করতে হবে। সাবধান।
-
আপনি যদি স্ক্যাল্পিং পছন্দ করেন তবে আপনার উচিত m1, m5 অথবা m15 এ ট্রেড করা। আপনি যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করতে চান, তবে আপনার m30, h1 অথবা h4 এ ট্রেড করা উচিত। সুইং বা পজিশন ট্রেড করতে আগ্রহী হলে আপনার সপ্তাহ অথবা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করা উচিত
-
স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। তাছাড়া স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় ।
-
নাহ, শর্ট টাইম ট্রেডিং আমার পছন্দ না। আমি ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি। শর্ট টাইম ট্রেড এ সময় অনেক কম থাকে বলে নির্দিস্ট সময়ের মধ্যে ট্রেড ক্লোজ করতে না পারার ঝুকি থাকে যা লস এর কারন হতে পারে। এর জন্যই আমি লং টাইম ট্রেড পছিন্দ করি।
-
হ্যা আমি স্কাপ্লিং পছন্দ করি এবং নিজেও স্কেপ্লিং করি তবে স্কেপ্লিংয়ে প্রফিট বেশি হলেও ঝুকি ও স্পেড ব্যয় দুইটাই বেশি। ধন্যবাদ।
-
নিউজ টাইম ছাড়া স্কাল্পিং করে ফরেক্স থেকে খুব সহজেই অল্প অল্প করে ভাল প্রফিট করা সম্ভব আমি মনে করি যে কেউ চাইলে এই মার্কেট থেকে ভাল প্রফিট করতে পারব তবে কেউ যদি সিস্টেম না বুঝে স্কাল্পং করে তবে এতে লস ই বেশী হবে বলে আমি মনে করি ।
-
আমি স্ক্যাল্পিং ট্রেডিং করতে খুব পছন্দ করি এবং আমার ফরেক্স বাজারের অবস্থা সম্পর্কে বুঝতে অনেক সুবিধা হয় স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেডিং করলে। এছাড়া আমরা সবাই জানি যে স্ক্যাল্পিং ট্রেডিং এ লস বা ক্ষতি হওয়ার ঝুকি অনেক কম থাকে।
-
যদিও স্কাল্পাররা স্কাল্পিংএর মাধ্যমে বেশ ভালো পিপ্স আয় করতে করতে পারে কিন্তু আমার কাছে এটা বেশ বিরক্তিকর লাগে।কারন এখানে অনেক বেশী ট্রেড করতে হয় বিদায় অনেক্ষন পিসির সামনে বসে থাকতে হয়।তাছাড়া ২-৪ পিপ্সের জন্য অনেক মেন্টালি প্রেশার নিতে হয়।তাই আমি মূলত এই ধরণের ট্রেড করি না।আমার কাছে লংটার্ম ট্রেডই বেশী ভালো লাগে।এক ট্রেডেই অনেক পিপ্স নেয়া যায়।
-
আমি আগে স্ক্যাল্পিং খুব পছন্দ করতাম,কিন্ত এখন পছন্দ করিনা,কারন স্ক্যাল্পিং করে খুব কম সময়ে ভাল প্রফিট করা গেলেও অনেক সময় অনেক ঝুকিও বহন করতে হয়,আমি অনেক সময়ে স্ক্যাল্পিং খুব কম সময়ে অধিক লাভ করেছিলাম আবার অনেক সময় অনেক লসও করেছিলাম,এটি একটি লোভনীয় কাজ তাই আমি এটি পছন্দ করিনা।