ফরেকস এ যারা নুতন তাদের জন্য আমার পরামর্শ এই যে ফরেকস সম্পর্কে আগে বিস্তারিত জানতে হবে তার পর ডেমো প্যাকটিস করতে হবে কমপক্ষে ৫ মাস এর পর মার্কেট সম্পর্কে ভাল ধারনা হলেই তার পর রিয়েল ট্রেড করা উচিৎ তা নাহলে এই মার্কেটে না আসাই ভাল ।
Printable View
ফরেকস এ যারা নুতন তাদের জন্য আমার পরামর্শ এই যে ফরেকস সম্পর্কে আগে বিস্তারিত জানতে হবে তার পর ডেমো প্যাকটিস করতে হবে কমপক্ষে ৫ মাস এর পর মার্কেট সম্পর্কে ভাল ধারনা হলেই তার পর রিয়েল ট্রেড করা উচিৎ তা নাহলে এই মার্কেটে না আসাই ভাল ।
ফরেক্স ট্রেডিংয়ে আপনি যেহেতু একবারেই নতুন সেই কারনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি মনে করি ফরেক্সের রিয়াল ট্রেডিংযের জগতে প্রবেশের পূর্বে আপনাকে অবশ্যই ট্রেডিংয়ের উপর দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে আর তার জন্য পারফেক্টপ্লেস হল ফরেক্সের ডেমো ট্রেডিংপ্লাট ফর্ম যেখান থেকে ফরেক্স ট্রেডিংয়ের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করা অনেক বেশি সহজ।
আপনি ফোরামে যুক্ত থাকেন এবং সবার লেখা গুলো পড়ে পড়ে নিজেও লেখার চেষ্টা করেন। একটা নোট খাতা বানাতে হবে ফোরামের যে বিষয় গুলো নতুন লাগবে তা নোট খাতায় লিখে রাখতে হবে। ফোরামে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখানে প্রায় ট্রেড নিযে গুরুত্ব প্ুর্ন লে খালেখি হয় । ডেমো একাউন্ট করে প্রাকটিস চালিয়ে যেতে হবে।
নতুনদের জন্য প্রথমেই বলবো ফরেক্স সম্পর্কে আগে বেসিক ধারনা নিতে হবে। ফরেক্সের বেসিক বিষয়ক অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে ধারনা নেওয়া যায়। ফোরাম থেকে ফরেক্স সম্পকে অনেক কিছু জানা সম্ভব। ইউটিউব অথবা অন্য কোন ওয়েবসাইট থেকে ফরেক্সের বাংলা টিউটোরিয়াল দেখে ফরেক্স শেখা যায়। ফরেক্সে দক্ষতা বারানোর জন্য ডেমো ট্রেড করতে হবে। এছাড়াও অভিজ্ঞ কেউ পরিচিত থাকলে তার সাহায্য নেওয়া যেতে পারে।
যেহেতু ফরেক্স মার্কেটে একেবারে নতুন সেহেতু ফরেক্স মার্কেটে আপনি সরাসরি ট্রেড না করে আগে আপনি ফরেক্স ডেমো ট্রেড করে নিজেকে ভাল করে জ্ঞান লাভ করে দিন তাহহলে আপনি এই অবিজ্ঞতা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনি মনে হয় কিছু লাভ করতে পারবেন।
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একেবারেই নতুন সেহেতু আপনি কয়েক মাস ফরেক্স ডেমো ট্রেড করেন। কারন ফরেক্স ট্রেড শিখতে হলে প্রতমে আপকনাকে ডেমো ট্রেড করতেই হবে। আর কি করলে ট্রেড করে আপনি লাভ করতে পারবে আর লস কম হবে তা শিখুন।
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একেবারেই নতুন সেহেতু আপনি কয়েক মাস ফরেক্স ডেমো ট্রেড করেন। কারন ফরেক্স ট্রেড শিখতে হলে প্রতমে আপকনাকে ডেমো ট্রেড করতেই হবে। আর কি করলে ট্রেড করে আপনি লাভ করতে পারবে আর লস কম হবে তা শিখুন।
আমি নিজেও নতুন তবুও বলব নতুন ট্রেডার দের যেটা করতে হবে তা হলঃ তাদের প্রথমে ফরেক্স সমন্ধে ভালভাবে জানতে হবে যে ফরেক্স টা কি। তারপর তাদের ফরেক্স সমন্ধে ভালভাবে পড়াশুনা করতে হবে। তারপর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে ফরেক্স নিয়ে। তারপর টাকা ডিপেজিট করে রিয়াল ট্রেড শুরু করতে হবে।
ফ্ররেক্স এ নতুন হলে আপনাকে করনিয় হল-
১।প্রথমে ডেমো একাউন্ট খুলুন আর মনযোগ সহকারে ট্রেড করতে হবে
২।মানি ম্যানেজম্যান্ট শিখতে হবে
৩।মার্কেট এনালাইসিস করা শিখতে হবে
৪।ট্রেড নিয়ে বেশি লোভ করা যাবে না
৫।প্রথম অবস্থাই কম ইনভেস্ট করবেন অন্তত ২০ ডলার
ফরেক্স মার্কেটে আপনি ব্যবসা করতে হলে আগে আপনার মেন্টালিটি ঠিক করতে হবে।আপনার টরগেট নিতে হবে কিছু না হলেও ৪ বছর পরিশ্রম করতে হবে লাভের আশা বাদ দিয়ে।আর নতুন অবস্থাই কিছু না হলেও ৬ মাস ডেমো একাউন্টে প্রাওক্টিস করতে হবে।