-
আপনি যখন লিভারেজ নিবেন তখন যতটা সম্ভব সর্বোচ্চ লিভারেজ নেয়ার চেষ্টা করবেন । লিভারেজ নেয়াতে ঝুকির কিছু নাই । তবে ট্রেড করার সময় আপনাকে কম লটে ট্রেড করতে হবে যেন কোন ট্রেড আপনার বিপরীত এ গিয়ে আপনাকে ফতুর করে না দিতে পারে । আমরা যদি বেশি লিভারেজ দিয়ে ট্রেড করতে পারি তাহলে আমদের অল্প মার্জিন লাগবে ট্রেড করার জন্য আর লিভারেজ কম হলে বেশি মার্জিন লাগবে ট্রেড করার জন্য । তাই আপনি বেশি লিভারেজ নিবেন কিন্তু অল্প লটে ট্রেড করবেন ।
-
ফরেক্স এ লিভারেজ বেশি বা কম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় । লিভারেজ নিয়ে ব্যবসা করার যেমন সুবিধা ও অসুবিধাও আছে । লিভারেজ বেশি নিলে লাভ বেশি আবার লস ও বেশি হওয়ার সম্ভাবনা থাকে । তাই আমার মতে লিভারেজ ১ঃ১০০ হওয়া ভাল ।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে যদি আপনি নগদ অর্থ ডিপোজিট করে ট্রেড করে থাকেন তাহলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো লেভারেড নিয়ে ট্রেড করতে পারবেন । আর যদি ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস ডিপোজিট করে ট্রেড করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে ব্রোকার ১:৫০ লেভারেজ নির্ধারণ করে দিবে এবং সেই লেভারেজ দিয়েই আপনাকে ট্রেড করতে হবে । আর এর থেকে যদি এই লেভারেজের বিষয়ে আপনাদের ভালো করে কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন । তাহলে আমরা খুবই উপকৃত হবো,,,,, ধন্যবাদ ।
-
আমি যেমন ভাবতে চাই, আপনার প্রভাবের সাথে এক টন ব্যবসা করার বিকল্প থাকতে পারে, তবে আপনি যখন প্রভাবের উপর প্রচুর সংযোজন দেখেন, তখন আপনি আপনার রেকর্ডে নগদ পরিমাণ যোগ করেছেন তা বিরক্তিকর হতে পারে। আপনি যদি প্রয়োজন হয় তবে আপনি আমার মতো সামান্য প্রভাব নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।
-
লিভারেজ খুবই গুরুত্বপুর্ন একটা বিষয়। আপনাকে অবশ্যই সঠিক ভাবে লিভারেজ ঠিক করে নিতে হবে। লিভারেজ জিনিসটা হলো কিছুটা লোন টাইপ। লিভারেজ কম হলে রিস্ক কম থাকে আবার লিভারেজ বেশি হলে লাভ বেশি হয়। তাই আমারফ মনে হয় লিভারেজ টা মাঝামাঝি পর্যায়ের হলে ভালো হয়। আমি ১ঃ৫০ লিভারেজ ব্যবহার করি। আমার মতে এটাই পার্ফেক্ট।
-
লিভারেজ সব সময় কম নেওয়াই ঠিক সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। কারন বেশি লিভারেজ নিলে যখন দেখা গেলে লস হবে তখন বেশি লটে ট্রেড নিতে মনে চাইবে আর তাছারা মার্জিন বেশি পাওয়ায় ট্রেডও বেশি নিতে মনে চাইবে আর তখনই লস খাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই কম লিভারেজ মোটামুটি ১ঃ১০০ হলে ভালো হবে।
-
লিভোজের যত কম নেওয়া হবে ততই একাউন্ট এর জন্য ভালো। কেননা লিভারেজ বেশি থাকলে অনেক সময় দেখা যায় েএকাউন্ট এর ৫০% এর বেশি রিস্ক নিয়ে ফেলা হয়। এতে দেখা যায় লস হলে একাউন্ট ৫০% লস হয়ে একাউন্ট খারাপ অবস্থা পরিনত হয়। তাতে আর রিকভার করা কস্ট হয়ে যায়।
-
লিভারেজ যত কম নিবেন তত আপনার জন্য ভালো। কেননা লিভারেজ বেশি থাকলে আপনি বড় ট্রেড দিয়ে বসবেন। আর বড় লট দিয়ে ট্রেড দিলে এমন আছে আপনার একটা ট্রেডই আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। সেজন্য আমি নিজে 1:50 লিভারেজ নিয়ে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেটে একাউন্ট করার সময় একটি নির্দিষ্ট পরিমানের লেভারেজ নিয়ে একাউন্ট করতে হয় সেই লেভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় লেভারেজ অনেক ধরনের আছে ১;২০০ থেকে সুরু করে অনেক আছে এর মধে ভাল হয় ১;৫০০ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা আমার মনে হয় ভাল বেশি নেয়া ভাল না আবার কম নিয়ে ট্রেড করা ভাল না ।
-
কারো এনালাইসিস এর অপেক্ষায় থাকতে হবে না। নিজের ডিসিশন অপরের প্রভাব ছাড়া নিতে পারবেন। ট্রেড করার আগে প্রত্যেক ট্রেডারেরই উচিত সঠিকভাবে এনালাইসিস করা। কারন ফরেক্স মার্কেটে কখন কিভাবে কত পিপসের মুভমেন্ট হতে পারে তা এনালাইসিস ছারা জানা সম্ভব নয়। আর যদি এনালাইসিস ছারাই ট্রেড করেন তাহলে খুব বেশিদিন ফরেক্সে টিকে থাকতে পারবেন বলে আমার মনে হয় না। তাই আগে এনালাইসিস পরে ট্রেড তাহলেই ফরেক্সে গেইন করা সম্ভব হবে।