-
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও মূল্যবান একটা পোস্ট করার জন্য।তবে হ্যাঁ আমরা যারা ফোরামের বোনাস কে ডিপোজিট হিসেবে ব্যবহার করে ফরেক্স মার্কেটের ট্রেডিং করি। তারাও অন্যান্য ট্রেডারদের মতো এক ডলার প্রফিট করতে পারলেও সেই এক ডলার উইথড্র করা যাবে। এবং উইথড্র করার পরে ফোরামের দেয়া বোনাস আমাদের অ্যাকাউন্টে থাকবে। কারণ ফোরামের দেওয়া বোনাস আমরা কখনোই উইথড্র করতে পারব না। সুতরাং আমরা যদি কোন ট্রেডে লস না করি তাহলে আমাদের প্রফিট কৃত ডলার উইথড্র করার পরেও আমাদের ব্যালেন্স জিরো হবে না।
-
বোনাস বাদে আপনি যদি ১ ডলার ও লাভ করে থাকেন তাহলে সেটা আপনি উত্তোলন করতে পারবেন । আবার বোনাস উত্তোলন এর পরে একাউন্ট ব্যালেন্স জিরো ও হয়ে যাবে না । যদি ফোরাম কতৃপক্ষ আপনার কোন ভুল বা দোষ ত্রুটি পায় তখন ই আপনার বোনাস জিরো হয়ে যাবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি যদি এক ডলারও প্রফিট করতে পারেন তাহলে তা উত্তলন করতে পারবেন। যদিও এত কম প্রফিট সাধারণত কেউ উইথড্র করে না। প্রফিট উইথড্র করতে পারলেও বোনাসের ডলার উইথড্র করা যায় না। তাই বোনাসের ডলারটা একাউন্টেই থেকে যাবে। এই ক্ষেত্রে উইথড্র এর পর একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার কোন সুযোগ নেই। কারণ এটাই আপনার মুলধন এবং এটা পরবর্তীতে বিনিয়োগ করে আবার ট্রেড করতে পারবেন।
-
ফোরাম পোস্ট করে যে বোনাস আমরা পাচ্ছি তা আমরা উত্তোলন করতে পারব না। কিন্তু সেই ডলার দিয়ে ট্রেড করে লাভ উঠাতে পারব। আমরা যে বোনাস পাব তা থেকে একাউন্ট বেশি ডলার হতে হবে। আমরা যদি বোনাস ৫০ ডলার পাই। তাহলে ট্রেড করে যদি তা ৫৫ ডলার করতে পারি তাহলে আমরা ৫ ডলার উঠাতে পারব।
-
ভাগ্যের উপর নির্ভর করে না আপনার জ্ঞান এবং দক্ষতা সর্বদা ট্রেড মার্কেটে ব্যবহার করুন। ধৈর্য রাখুন এবং একটি কোর্স করুন এবং এটি অনুসরণ করুন। ভাগ্যের উপর কখনই নির্ভর করে না। না, আমি এটা মনে করি না। সাফল্য ভাগ্যের চেয়ে আপনার কঠোর পরিশ্রম এবং শেখার উপর নির্ভর করে। আপনি যদি ট্রেডিং কৌশলগুলি সম্পর্কে সঠিক জ্ঞান না বুঝে এবং ফরেক্স মার্কেটে প্রবেশ করেন তবে কোনও বিনিয়োগ করা আপনার পক্ষে খুব ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকারক
-
বোনাসের জন্য ফোরাম পোষ্ট খুবই গুরুত্বপূন ভুমিকা পালন করে থাকে।আপনি ফোরাম হতে যে বোনাস পাবেন তাহা দিয়ে ইনেক্সটা ফরেক্স এ ট্রান্সফার করে ট্রেড করতে পারবেন।ইনেক্সটা ফরেক্সে ট্রেড করে যে ডলার গুলো প্রফিট করবেন তাহা আপনি উত্তলন করতে পারবেন।
-
আমি ফরেক্স ট্রেডিং এ নতুন সদস্য।আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম ১ ডলার লাভ করলেই সেটা উওোলন করা যাবে।কিন্তুু আমার জানা দরকার আমরা প্রফিটের টাকা কোন কোন উপায়ে উওোলন করতে পারব???
-
আমরা ফোরাম থেকে যে বোনাস পাই তার দ্বারা ট্রেডিংয়ের মাধ্যমে প্রফিট হলে তা উত্তোলন করতে পারি। মনে করেন আপনি ১০০ ডলার বোনাস পেলেন এখন এই ১০০ ডলার দিয়ে আপনি ৫০ ডলার প্রফিট করলেন আপনার ব্যালেন্স হলো ১৫০ তখন আপনি এই ৫০ ডলার উইড্র করতে পারবেন আর আপনার বোনাস ১০০ ডলার আপনার একাউন্টে থেকে যাবে যা দিয়ে আবার ট্রেডিং করতে পারবেন এবং লাভলস করে তা প্রফিটে আসলে নিয়মিত উইড্র করতে পারবেন।
-
প্রতি মাস এ যেই পোস্টিং করবেন সেই পোস্টিং এর ব্যালেন্স আপনার একাউন্ট এ যোগ হবে প্রতি মাস এর ১৫ তারিখ এর মধ্যে আর এই অর্থ দিয়ে যেই টাকা প্রফিট করবেন সেটা আপনি উত্তলন করতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়া র দেশের এমন অনেকেই আছে যারা প্রথম দিকে বিভিন্ন অর্থনৈতিক কারণে ডিপজিট করে ট্রেড করতে পারে না এই বোনাস দিয়ে তারা খুব সহজেই শুরু করতে পারে ঐই বোনাস থেকে বোনাস অতিরিক্ত যা আয় হবে তার সবটুকু আপনি তুলতে পারবেন ।
-
পুরষ্কারটি নতুন দালালের একটি আশ্রয়স্থল। এটি সরাসরি বিনিময় শেখা মূল্যবান valuable তদুপরি, আমাদের জাতির এমন অসংখ্য ব্যক্তি আছেন যারা বিভিন্ন আর্থিক কারণে শুরু থেকে সঞ্চয় করে বিনিময় করতে পারবেন না। এই পুরষ্কারের সাথে তারা কোনও সমস্যা ছাড়াই শুরু করতে পারে। এই পুরষ্কার থেকে আপনার পুরস্কার থেকে সমস্ত অতিরিক্ত বেতন নেওয়ার বিকল্প থাকবে। এছাড়াও, কোনও ইভেন্টে আপনার পুরষ্কারটি রেকর্ডে থাকবে সুবিধাটি পিছনে টানার পরে। আমি বলেছিলাম ইন্সটাফরেক্সের গাইডলাইনস।