-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং ফরেক্স শিখতে হবে । ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার সফল হয় না। তার কারন হলো লোভ । যেসব ট্রেডারের ধৈর্য নেয়, যারা রাতারাতি বড়লোক হয়ার স্বপ্ন দেখে ্*, আর যাদের ফরেক্স সম্পর্কে জ্ঞান স্বল্প তারাই মূলত লুসার হয়। তারা ফরেক্স এ টিকে থাকতে পারেনা
-
ফরেক্স মার্কেটের ৯৫% ট্রেডাররাই সফল হতে পারে না কারণ ফরেক্স ব্যবসা করতে গিয়ে লোভ করা যাবে না । যে ট্রেডার যত বেশী লোভ করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আগে দক্ষতা তারপর ট্রেড । অতএব আমাদের আগে দক্ষতা অর্জন করতে হবে তারপর ট্রেড করলেই সফলকাম হতে পারবে ।
-
এর অনেক কারন রয়েছে কেন যে তারা সফল না তা আমি জানি কিন্তু আমি নিজেও তা মানি না। ফরেক্স মার্কেটে লসের সংখ্যা বেশি হবার প্রথম কারন হচ্ছে আমদের মানি মেনেজমেন্ট ভাল করে নাকরে ট্রেড করা আর বেশি লোভের আশায় বেশি ট্রেড অনেক করা এই গুলি বাদ দিয়ে ট্রেড করতে হবে।
-
আমার মনে হয় ফরেক্সে অধিকাংশ মানুষ রাতারাতি বড় লোক হতে চায়। ফলে তারা নিয়ম নিতি না মেনে ইচ্ছা মত ট্রেড করে। মানি মেনেজমেনট মানে না,অতিরিক্ত ট্রেড করে। ফলে অতি অল্প সময়ে মূলধন লস করে এ মার্কেট সম্পর্কে বাজে ধারনা সৃষ্টি করে।ফরেক্সে তিক থেকে নিয়মিত আয় করতে হলে প্রস্তুতি নিতে হবে।
-
আমার মতে ফরেক্স মার্কেটে 95% ট্রেডার সফল না হওয়ার কারণ যারা নতুন ফরেক্স শিখে তারা ট্রেড দিতে পারলেই মনে করে ফরেক্সের কাজ শিখে গেছে। ফলে তারা কিছু দিন ট্রেড করে যখন লস করে তখন তাদের কাছে মনে হয় ফরেক্স মার্কেট খুব কঠিন এখানে সফল হওয়া সম্ভব না তখন তারা ফরেক্স মার্কেট থেকে বিদায় নেয়।
-
ফরেক্স মার্কেটের ৯৫% ট্রেডার সপল না এটি বলার কোন যেৌক্তি কারন আছে বলে আমার কাছে মনে হয় না কারন এই রকম কোন নির্দিষ্ট তথ্য আমার জানা নেই।এটি সত্য যে যাদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা বলে কিছু নেই তারাই এখান থেকে ব্যার্থ হয় কিন্তু তাই বলে সবাই যে একেবারেই ব্যাথ্য এটি বলার বা ভাবার কোন কারন আছে বলেতো আমার কাছে মনে হয় না।
-
ফরেক্সে ৯৫% ট্রেডার সফল না হওয়ার পেছনে অনেক কারন থাকতে পারে । ফরেক্স মার্কেটে কাজ করে শুধু লাভ করা যায় একথা ঠিক নয় । এহানে যেমন লাভ হয় তেমনি আবার লস ও বেশি হয় । লস হওয়ার কারন ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান না থাকা , ফরেক্সে না বুঝে ট্রড করা , বেশি লাভের আশায় বেশি পরিমানে ট্রেড করা , ফরেক্সে দক্ষতা বা অভিজ্ঞতা না থাকা । এসমস্ত থাকলে ফরেক্সে কোন দিন লাভ করা যাবে না । ফরেক্স থেকে টাকা আয় করা যায় বলেই যে ফরেক্স থেকে শুধু আয় হবে তা নয় । ভালো ভাবে বুঝে ট্রেড করতে না পারলে কোন ট্রেডারি লাভ করতে পারবে না ফরেক্স থেকে ।
-
ফরেক্স খুভই রিস্কি ব্যাবসা।। আমি মনেকরি,, ফরেক্স থেকে প্রতিমাসে প্রায় ডিপোজিট এর সম পরিমাণ ইনকাম করা প্রতিমাসে সম্ভব।। ফরেক্স থেকে ইনকাম করতে হলে ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করতে হবে তারপর রিয়েল ট্রেড করতে হবে।।
-
আসলে আমি মনে করি আপনার কথা সঠিক। ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার সফল না। কিন্তু আপনাকে জানতে হবে এই ৯৫% ট্রেডার কোন শ্রেণীর। এরা সবাই মূলত নতুন ট্রেডার যারা কিনা কিছু না বুঝে লোভের বশবর্তী হয়ে ফরেক্স মার্কেটে আসে এবং মুলধন খোয়ায়।
-
ফরেক্সে অনেকেই প্রবেশ করে।অনেকেই শুনে থাকে ফরেক্স থেকে খুব সহজেই টাকা আয় করা যায়।এজন্য অনেকেই গুজবে পড়ে না জেনে না বুঝে না শিখে ফরেক্সে ট্রেডিং করতে চায়। এবং না জেনে না বুঝে আন্দাজে ট্রেড করার কারনে অধিকাংশ নতুন ট্রেডারই লস করে।তারপর লস করে তারা ফরেক্স বুঝতে চাই।আর কেউ কেউ ভাগ্যের দোহাই দিয়ে ফরেক্স থেকে বিদায় নেয়।