-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ কেউ চাইলেই ১ ডলার দিয়ে ও কাজ করতে পারে আবার ১ হাজার ডলার দিয়ে ও কাজ করতে পারবে।তবে কাজ শুরু করার আগে তাকে ভাবতে হবে যে সে এতোটাকা ইনভেস্ট করতেছে সে কি কোন লাভ করতে পারবে কি না।তার জন্য তাকে ভাল করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আর যত ডলার দিয়ে কাজ করতে ইচ্চা করবে তখন ট্রেডিং এর সময় সেই টাকার উপর গুরুত্ব দিতে হবে।কারন সামান্য ভুলের কারনে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
-
আমি সরব প্রথমে ১০০ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করি এই ১০০ ডলার দিয়ে ট্রেড করে কিছু আয় করে উত্তলন করতে পারি তার পর কিছু দিন ট্রেড করার পর আমার একাউন্ট জিরো হয়ে জায় তাই তারপর আমি আবার অনেক দিন ডেমো ট্রেড করি ফরেক্স ট্রেড করে সফলতা পাওয়ার জন্য অনেক চেস্টা করতে থাকি ।
-
আমি 2019 সালের মে মাস থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করছি। আমার সর্বপ্রথম ডিপোজিট ছিল 75 ডলার। যদিও ডিপোজিট টা অনেক কম এবং কম ডিপোজিট নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করাটা অনেকটা ঝুঁকিপূর্ণ। কিন্তু অল্প ডিপোজিট করেও মার্কেটে টিকে থাকা সম্ভব। তাই ট্রেড করার সময় যতোটা সম্ভব ঝুঁকি কম নিয়ে ট্রেড করার চেষ্টা করেছি। ট্রেড করার পূর্বে ভালো করে মার্কেট এনালাইসিস করে নিতাম এবং এনালাইসিস অনুযায়ী সঠিক সময়ে ট্রেড করার চেষ্টা করতাম। সেই 75 ডলার থেকে বৃদ্ধি পেয়ে আজ আমার মুলধন 261 ডলার। ফোরামে নিয়মিত ভালো পোস্ট করলে একটি পোস্ট থেকে সর্বোচ্চ 50 ডলার পর্যন্ত বোনাস অর্জন করা সম্ভব। তাই চেষ্টা করছি ফোরামে ভালো পোস্ট করার জন্য। পোস্ট এর মান ভালো হলে আশা করি ভালো বোনাস পাওয়া যাবে এবং অন্যদিকে মূলধন যত বেশি হবে তত ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে সুবিধা হবে।
-
অনেক ট্রেডার ডলার ডিপোজিট করে ট্রেড শুরু করে দেয়। কিন্তু তারা কখনো হিসাব করে না যে আমরা ট্রেড ওপেন করলে সেই ট্রেডটি কত পিপ আমাদের বিপরীত দিক গেলে আমাদের একাউন্ট জিরো হয়ে যেতে পারে। ট্রেড করার আগে লাভ বা লস দুইটাই চিন্তা করতে হবে। কারন যেহেতু ট্রেড করলে লাভ যে হবেই এমন কোন কথা নেই।
-
ফরেক্স আমি আমার প্রথম ডিপোজিট জিরো করে ফেলছি কয়কদিনের মধ্যেই। কেননা আমি প্রথমে মার্কেট বুঝতে পারিনি। আমি অন্য একজন কে ফলো করে ট্রেড করতাম। ট্রেড দিয়ে বসে থাকতাম। আমি দেখতাম যে আমার ট্রেড লসে যাচ্ছে । তারপর ও লস ক্যারি করতে করতে একসময় একাউন্ট শুন্য হয়ে যায়।
-
আমি সর্ব প্রথম ট্রেড শুরু করি এই ফোরাম থেকে অর্জিত ৪৬ ডলার বোনাস অ্যাকাউন্ট দিয়ে এবং প্রথম প্রথম ভালই প্রফিত করেছিলাম এবং মনে হয় আমার অ্যাকাউন্ট টাকে ৮০ ডলার পর্যন্ত নিয়ে গিয়েছিলাম কিন্তু কয়েকটা ভুল ট্রেড এর কারনে পরবর্তী সময়ে পুরোটাই লস করে ফেলি সেই সাথে একটা আফসুস থেকে গিয়েছিল কারন আমি কোন উইথদ্রাও দিতে পারি নাই আমার লক্ষ ছিল ১০০ ডলার এর পর উইথদ্রাও দিব
-
আমি যখন প্রথম ফরেক্সে ডিপোজিট করি তখন আমার ডিপোজিট ছিল ৫০ ডলার। আমি ৫০ ডলার দিয়ে ট্রেড করে আমি ২ দিনে প্রচুর টাকা প্রফিট করে ছিলাম। এতে করে আমাকে প্রচুর মানি ম্যানেজমেন্ট করতে হয়েছিল। আমি সর্বচ্চ ২০ সেন্ট এর ট্রেড অপেন করতাম। প্রায়ই ১০ সেন্ট এরই করে থাকতাম।
-
আমি প্রথমে ১৯ ডলারের মত মূলধন দিয়ে ট্রেডিং শুরু করি । তখন ফরেক্স মার্কেট তেমন বুঝতাম না । rsi ইনডিকেটর দেখে দেখে ১০ সেন্ট এর ট্রেড করতাম । কিন্তু কেমন করে যেন আস্তে আস্তে ৯ ডলার পর্যন্ত লাভ করে ফেলি এবং সেটা তুলেও নেই । তখন খুব খুশি হয়েছিলাম । সেটা ছিল আমার জীবনে প্রথম ডলার ইনকাম । তারপর থেকেই আজ পর্যন্ত ফরেক্স ট্রেডিং এর সাথে একটু একটু করে লেগে আছি । ইচ্ছে আছে ফরেক্স ট্রেডিং থেকে অনেক বড় কিছু করার জন্য ।
-
আমি প্রথমে ৫ ডলার দিয়ে ফরেক্স ট্রেডিং ব্যবসা শুুরু করেছিলাম।আমি ব্যবসা শুুরু করার পরে ৫ ডলার লস হয়ে গেছে তারপর থেকে আমি প্রায় দু মাস ধরে ডেমো ট্রেড করতেছি। আমি ১মাস ডেমো করব তারপর আমার রিয়েল ট্রেড করব।
-
আমি সর্ব প্রথম ফরেক্স এ ২৫০ ডলার ইনভেস্ট করছিলাম আর সেটা ইন্সটাফরেক্স এই। তবে আমার ব্যলেন্স বেশি দিন টিকে রাখতে পারছিলাম না। ১৫ দিনেই ব্যলেন্স জিরো হয়েছিলা