-
ট্রেড করে কি ঘুমাাবে নাকি ঘুমাবে না তা একান্তই নির্ভর করবে তার ট্রেডিং কৌশল এর উপর । তবে আমি মনে করি সব থেকে ভাল হল ডে ট্রেডিং । ঘমানো অবস্থায় কোন ট্রেডিং ওপেন রাখা ঠিক না ।কারন এর ফলে ঘুমানোর সময় আপনার চিন্তা হতে পারে । তাই আমি মনে করি দিনের ট্রেড দিনেই শেষ করা ভাল ।
-
ট্রেড করতে গেলে সারা দিন মার্কেট এর উপর নিজর রাখতে হয় কখন ভালো ট্রেড পাবিয়া যাবে.এইসব করতে গেয়ে আমি ও অনেক ক্লান্ত হয়ে পরি যার ফলে মাঝে মাঝে ঘুমিএঅ ও যাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সব সময়ে আমাদের ট্রেড বাই/সেল কোরব থাকতে পারে এইক্ষেত্রে যাতে কোনো লস না হয় সেই জন্য স্টপ লস বেবহার করা উচিত.
-
আসলে হয় মাঝে মাঝে এমন বেপার-সেপার.কারণ ট্রেডিং যোগ্য ট্রেড পেতে দিনের অনেকটা সময় ই মার্কেট এর উপর নজর রাখতে হয়.ফলে অনেক সময় ক্লান্ত হয়ে পরি.তাই এসে পরে মাঝে মাঝে ঘুম.কিন্তু এইক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনার সম্ভাবন থাকে.তাই এইক্ষেত্রে স্টপ লস টেক প্রফিট বেবহার কত উত্তম বলে আমি মনে করি.কারণ এইক্ষেত্রে এমনি ঘুমিয়ে গেলেও আপনার কাঙ্খিত টার্গেট ট্রেড ক্রস করতে পারেনা.
-
আমি মুলত কিছু ট্রেড দীর্ঘ সময়ের জন্য নিয়ে থাকি ফলে সেই টেড গুলোতে টেক প্রফিট ও স্টপ লস সেট করে রেখে আমি ঘুমানোর সময় ঘুমাতে যাই।
-
আমি একটানা ফরেক্স এ ট্রেড করিনা । আমি বিড দিয়া আমার পড়াশোনার কাজে বাস্ত থাকি এবং মাঝে মাঝে মার্কেট এর অবস্থা দেখি তাই আমার বেশি টেনশন হয় না । আর ঘুমাতে ও কোন সমস্যা হয় না। তবে মাঝে মধ্যে লস এর সম্মুখিন হলে ঘুমাতে পারিনা ।
-
ফরেক্স মার্কেটে আমি এখন পর্যন্ত ট্রেড করি নাই। কারন আমি নতুন আসছি ফরেক্স এ। আর আমি এতটুকু বলতে পারি ট্রেড করার সময় যারা আমাদের মত নতুন তাদের ঘুম আসবে না। আমি ফরেক্স মার্কেটে নতুন আর আমি ফরেক্স এর বেস কিছু নিয়ম কানুন পরেছি। এই মার্কেটের মেম্বার দের কাছ থেকেও অনেক কিছু জান্তে চাই যে কি ভাবে কি করতে হবে?
-
আমি ট্রেড করেই ঘুমিয়ে পড়ি । আসলে আমি মনে করি না যে ট্রেড দেওয়ার পর সেটা নিয়ে ঘুম হারাম করে দিতে হবে । বরং আমি এটা মনে করি যে আমরা যদি একটা ট্রেড দিই তবে দেওয়ার পূর্বেই যত ধরনের হিসাব নিকাশ আছে সব কিছু শেষ করে নিতেহবে । না হলে টেনশনে কিছুই যায় আসবে না । সিদ্ধান্ত যেটা নিবেন সেটা বাস্তবিক ক্ষেত্রের সাথে মিল রেখেই নিতে হবে । আর এটা অবশ্যই আমি মনে করি যে ফরেক্সে যত বেশি টেনশেন ফ্রি থাকবেন তত বেশি মানসিক শান্তি পাবেন ।
-
আমি বলবো আমার ট্রেডিং কার্য চলাকালীন অন্য কোন কিছু ভাবতে পারি না, ঘুমের কথা তো বাদ দিলাম। তবে আমি স্কাল্পিং ট্রেডিং করতে বেশি পছন্দ করি তাই আমাকে অল্প সময় ব্যয় করলেই হয়ে যায় এবং আমি আমার ট্রেডিং সম্পন্ন করার পর ঘুমাতে যায়।
-
হা আমি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পর আমি ঘুমিয়ে পড়ি কারনবামি জানি ফরেক্স মার্কেটে ট্রেড আপ ডাউন হয়ে থাকে আর এখানে ট্রেড ওপেন করে দেখার মত কিছুই নাই তাই আপনি যদি ট্রেড নিয়ে এত ছিন্তা করেন তবে আপনি এত লাভ করতে পারবেন না বলে আমি মনে করি।
-
আমি মূলত ফরেক্সে লং টাইফ্রেম ব্যাবহার করে ট্রেড করি আর সেই কারনে দেখা যায় অনেক সময় ট্রেড কয়েক দিন যাবত চলতে থাকে আমি সব সময় ফরেক্সে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে ট্রেড করি যার ফলে আমি খুব কম সংখ্যক ট্রেডেই লস করি আর লং টাইমফ্রেমে ট্রেড করার সুবাদে লসের সম্ভাবনাও অনেক কম থাকে।