-
আমার মতে আরও ভালো পেমেন্ট মেথড রয়েছে যার মাধ্যমে আমরা বাংলাদেশি কোনো ব্যংক থেকে টাকা উঠাতে পারি । নেটলার হলো একটা পেমেন্ট মেথড যা অনেক ব্রোকারেই সাপোর্টেড এবং নেটলারের মাস্টার কার্ড দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন বুথ থেকে টাকা তুলতে পারি । এছাড়া আরও পেমেন্ট মেথড হল স্কিল বা মানিবুকার্স কারন এই প্রেমেন্ট মেথর্ডের মাধ্যমে যেমন আপনি খুবই অল্প সময়ের মধ্যে ফরেক্সের অ্যাকাউন্টে ডলার ডিপোর্জিট করতে পারছেন ঠিক তেমনি স্কিলের মাধ্যমে ফরেক্সে ডিপোর্জিট করতে কোন চার্জ এই পেমেন্ট মেথড নেয় না ।
-
আমার মতে মানি বুকারস বা নেটেলার সব থেকে ভাল। এক এক ব্রোকার এক এক ধরনের পলিসি ব্যবহার করে, তাই সব ট্রান্সফার মেথড সব ব্রোকার সাপোর্ট না ও করতে পারে।তবে আমি অবশ্য মানি বুকারস ব্যবহার করি।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি। আমার কাছে ডিপোজিটের সঠিক মাধ্যম সম্পর্কে আমার জানা নেই। তবে স্ক্রীল সম্পর্কে অনেকে বলেছে এটা দিয়ে সহজে টাকা তুলা এবং উঠানো যায়।ইনেক্সর্ট্রা ফরেক্স এর রুলস মেনে চল্লে সহজে একাউন্ট ব্যান্ড হয় না এবং প্রফিড উইড্রো নিয়েও কোন সমস্যা হয় না।
-
ডিপোজিট করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। এগুলোর মধ্যে আমার কাছে মাস্টারকার্ড সবচেয়ে সুবিধাজনক বলে মনে হয়।
-
ডিপোজিট করার জন্য এক এক জন ফরেক্সার এক একটি ব্রোকার ব্যবহার করে। তবে আমার জানা মতে লিবার্টি রিভার্সই ভাল।আবার এর অসুভিতাও আছে যেমন এ থেকে সরাসরি ব্যাংক এর ম্যাধমে ওয়িথদও করা যাই না। তাই এ ব্যাপারে ভাল একজন ফরেক্সার এর কাছ থেকে পরামর্শ নিন। নেটলার খুবই সহজলব্য মাধ্যম বাংলাদেশে। অনেক ব্রোকার এই মাধ্যম ব্যবহার করে , তাছারা এটি টাকা তুলার ও সহজ পথ।
-
কোন কোন ব্রোকার সব পেমেন্ট মেথড সাপোর্ট করে না আর আমার কাছে নিটেলার এর সুবিধা ভাল লাগে তাই আমি নিটেলার দিয়ে ডিপোজিট করি। তবে অনেকের কাছে মানি ব্রোকারস, স্ক্রিল, পেপাল দিয়ে ডিপোজিট করতে ভাল লাগে । আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। তা না হলে আপনি ব্যবসা করতে পারবেন না। ডিপোজিট এর জন্য অনেক মাধ্যম আছে। ফরেক্স এ ডিপোজিট করার জন্য আমি মানিবুকার এবং নিটেলার ইউজ করি।
-
ডিপোজিট করার জন্য একেক জন একেকটা একাউন্ট ব্যবহার করে থাকে। স্ক্রিল আছে, নেটেলার সহ আর অনেক মাধ্যম আছে। আমি নেটেলার ব্যবহার করে থাকি। আমি নেটেলার এ অনেক বেশি মজা পাই। আমি অন্য কোন একাউন্ট এখনো ব্যবহার করি নি নেটেলার ছাড়া।
-
ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার মার্কেট। এখানে আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। তা না হলে আপনি ব্যবসা করতে পারবেন না। ডিপোজিট এর জন্য অনেক মাধ্যম আছে। ফরেক্স এ ডিপোজিট করার জন্য আমি মানিবুকার এবং নিটেলার ইউজ করি। এতে আমি সাচ্ছন্দ বোধ করি। এছাড়া আগে আপনাকে দেখতে হবে ব্রোকার আপনার কোন পেমেন্ট প্রসেসর গুলো সাপোর্ট করে। তারপর আপনি আপনার সুবিধামত আপনি ইনভেস্ট করতে পারেন। আমার মতে আপনি যেটা দিয়ে টাকা সহজে তুলতে পারবেন সেটা দিয়এ ডিপোজিট করা ভালো।
-
আসলে এখানে এক এক জন তাদের মত দিচ্ছেন যে কোন মেথর্ডে ফরেক্সে ডিপোজিট করা ভাল আমার মতে স্কিল/মানিবুকার্সের এবং নিটেলারের মাধ্যমেই ডিপোজিট করা সবচেয়ে ভাল কারন এই দুটি অনলাইন প্রেমেন্ট মেথড খুবই জনপ্রিয়। তেমনি আবার তোলা যায় । সাধারন্ত ফরেক্স এ ডিপোজিত করার জন্য অনেক মাধ্যম আছে। আপনার কাছে যেতা সুবিধার হয় সেটা ধারা আপনি দিপজিত করতে পারেন।
-
আমি আপনার সাথে একমত তবে লিবার্টি পাশাপশি মানি বুকারস বা নেটেলার অনেক ভালো । এক এক ব্রোকার এক কএ ধরনের পলিসি ব্যবহার করে, তাই সব ট্রান্সফার মেথড সব ব্রোকার সাপোর্ট না ও করতে পারে। তবে খোজ খবর নিয়ে দেখে সুনে যার নিকট যেটা ভাল মনে তার সেটার সাথেই কাজ করা উচিত । খেয়াল রাখতে হবে আমরা যেন প্রতারনার স্বীকার না হই ।