-
ফরেক্স মার্কেট এ আমরা আমাদের কিছু সাধারণ ভুল এর কারণে লস করি।আমরা যদি আমাদের এই ভুল গুলো সুদ্রে নিতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে পারবো।যেমন-আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস করি না।আর যদিয়ও বা করি তা হয় অন্নের এনালাইসিস।এতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই শিখতে পারি না।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোব করে ট্রেড করি। এতে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি।
-
আমি মনে করি লোভ করলে আপনি ফরেক্স করতে পারবেন্না।কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু।লোভ করা ভাল নয়।আরেকটা কথা না বল্লে নয় সেটা হলো অদক্ষতা,অদক্ষতা থাকলে আবার ফরেক্স সফল হতে পারবেন্না।
-
ফরেক্স অনেক কারনে লস হতে পারে। যেমন, অল্প কিছু জ্ঞান নিয়ে ট্রেড করা, ক্যন্ডেল না বুঝা, মুভিং এভারেজ না বুঝা, লস ধরে রাখা, নিউজ টাইমে ট্রেড করা। ইত্যাদি কারনে ফরেক্স এ বেশী লস হয়।
-
ফরেক্সে লাভ করতে হলে আপনাকে আগে মাকেট এনালাইসিস বুঝতে হবে । ফরেক্সে লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা । অন্যর কথায় কান না দিয়ে নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করলে প্রফিটের পরিমান ভাল হয় ।
-
ফরেক্সে লসের বহুবিধ কারন থাকলেও মুল কারন হচ্ছে না জেনে অদক্ষতার সাথে ট্রেড করা। অনেকেই না জেনে না বুঝে আন্দাজে ট্রেড করে। আর তারা মূলত মনে করে ফরেক্সে শিখার কিছুই নেই এটা ভাগৌের পরিহাস। কিন্তু এটা সববার ভাবতে হবে যে ফরেক্স মার্কেটের সকল বিষয় ভালোভাবে বুঝতে পারলেই অনেক কনফিডেনসের সাথে ট্রেড করে প্রফিট করা সম্ভব হবে অন্যথায় লস হবে
-
ফরেক্স আমি নতুন একজন ট্রেডার ,তবে আমি ফরেক্সে লসের অনেক কারণ বিশ্লেষণ করে দেখেছি যেঃ-
-অতি লোভ করা ।
-ধৈর্য্য হরিয়ে ফেলা ।
- সঠিক কৈশল প্রয়োগ করতে না পারা ।
-সঠিক ফরেক্স জ্ঞান রাখা ।
এছাড়াও আমরা ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে তাদের মধ্য অস্থিরভাব দুর করতে হবে ।
-
ফরেক্স মার্কেট হচ্ছে মূদ্রা কেনা বেচার মার্কেট এখানে যেমন প্রফিট করা যায় তেমনি অল্প ভুলে অনেক টাকা লস ও হতে পারে।ফরেক্স মার্কেট ট্রেডার রা লস করে অনেক কারনে যেমন অনেকে লস করে না বুঝে ট্রেড করে আবার অনেকে লস করে লোভের বসে পড়ে তাই ফরেক্স মার্কেট ভাল প্রফিট করতে হহলে ম্যানিমেনেজ ম্যান্ট ফলো করে ট্রেড করতে হবে এবং লোভ থেকে বিরত থাকতে হবে।
-
অভিজ্ঞতার অভাব, ট্রেডিং স্ট্রাটেজি না মানা, বড় রিস্ক এ ট্রেড ওপেন করা, নিজের উপর বেশি আত্নবিশ্বাস থাকা ইত্যাদি কারন হতে পারে লস করার। এছাড়াও ফরেক্স এ ডেমো ট্রেড অভিজ্ঞতা অর্জন না করে ট্রেড করা এবং সিগনালের উপর নিরভরশীল হওয়া। এমনকি বেশি লোভ করা ও লসের কারন।
-
ফরেক্স মার্কেটে লসের অনেক গুলো কারন থাকতে পারে আপনি না বুঝে ট্রেড করলেন, অতিরিক্ত ট্রেড করা,লোভ করে বড় ভলিউমে ট্রেড করা এবং ধৈর্য না ধরে ট্রেড বন্ধ করে দেওয়া।। সবকিছুর পরেও আমাদের নিজেদের বের করতে হবে কি কারনে আমার লস হয় তাহলে সে হল রিয়াল ট্রেডার।
-
আমি মনে করি ফরেক্স লসের প্রধান কারণ হল লোভ করা। তাছাড়া ফরেক্স লসের আরও কিছু কারণ আছে সেগুলু হল যেমন না বুজে বার বার ট্রেড করা, মার্কেটে এর অবস্থা না বুজে যখন তখন ট্রেড করা, ফরেক্স ট্রেড ওপেন করার পরে স্টপ লস না বসালে অনেক বড় ধরনের লস হওয়ার সম্ভবনা থাকে। এছাড়াও ফরেক্স ট্রেড করার পূর্বে আনাল্যসিস না করে ট্রেড করে লস হতে পারে।