-
ভাই ফরেক্সে লসের কারনে যদি আপনি বেশি পরিমাণে রিক্স নেন তবে সেটা আরও খারাব পর্যায়ে চলে যাবে। কেননা আপনি যে কোন ব্যবসা করতে যান সেখানে যদি লস না থাকে তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা মানেই হচ্ছে লাভ এবং লস দুটোই থাকতে হবে। তবে লসগুলো যেন তুলনামূলকভাবে কম হয় সেটাও আপনাকে এখানে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। কিন্তু ধীরস্থীরভাবে, তাড়াহুড়ো করলে কোনদিনও সাফল্য পাবেন না।
-
ব্যবসায় লাভ আছে আবার লস হতেও পারে এটা মেনে নিতে হবে। কিন্তু লস হলে ভেঙে পড়লে চলবে না। এতে প্রব্লেলেম সলভ হবে না বরং বেড়ে যাবে। আমি লসটাকে একটা শিক্ষা হিসেবে গ্রহন করি। কি প্রব্লেমের কারনে আমার লস হল সেগুলি চিহ্নিত করার সুযোগ পাই এবং সচেতন হয়ে যাই। লস হলে ফোরামে মানসম্মত পোস্ট বেশি বেশি করে করি। এগুলো থেকে প্রাপ্ত বোনাস থেকে ব্যবসা করার পূনরায় সুযোগ পাই।
-
ফরেক্স ট্রেডিংকে আমি ব্যাবসা মনে করতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি আর আমি এটা বেশ ভাল করেই জানি যে ব্যাবসায়ে যেমন লাভ হবে ঠিক তেমনি লসও হবে তবে এটা ঠিক যে যখন কোন ট্রেডে লস হয়ে যায় তখন ঐ মূহত্বে একটা খারাপ লাগে তবে পরবর্তীতে যখন সেই লসকে রিকভার করে ফেলি তখন আবার অনেক ভাল লাগা নিজের মধ্যে কাজ করে আবারও নব উদ্দমে ট্রেডে করার উতসাহ পাই।
-
ফরেক্স এ লাভ লস দুইটাই আসে তাই আমাদের সব সময় লাভের ছিন্তা করলে এই বাবসা থেকে কোন টাকা আয় করতে পারবো না। আমি যখন কোন সময় এই বাসবায় লস করি তখন আমি আবার নতুন করে ট্রেড করি এবং আবার লাভ করার জন্য অপেক্ষা করি।
-
আমার মনে হয় যদি কেউ ফরেক্সে লসের কারনে যদি বেশি পরিমাণে রিক্স নেন তবে সেটা হবে একান্তই মুর্খতার পরিচয়। এতে করে আরও খারাব পর্যায়ে চলে যাবে। কেননা আপনি যে কোন ব্যবসা করতে যান না কেন সেখানে যদি লস না থাকে তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা মানেই হচ্ছে লাভ এবং লস দুটোই থাকতে হবে। এটাই ব্যসার ধরন । কিন্তু লসগুলো যেন তুলনামূলকভাবে কম হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে সেই সাথে কমিয়েও আনতে হবে। কিন্তু তাড়াহুড়ো করলে কোনদিনও সাফল্য পাবেন না।
-
যেকোন ব্যবসাতেই লাভ এবং লস রয়েছে। ব্যবসায় যখন লাভ হয় তখন খুব ভাল লাগে, আর যখন লস হয় তখন খুব খারাপ লাগে। আর এটাই স্বাভাবিক। অন্যান্য ব্যবসার মতো ফরেক্মও একটি ব্যবসা তাই এখানেও লস হতে পারে, এই ভেবে নিজেকে গুছিয়ে নিয়ে আবার ট্রেড শুরু করি। আর অন্যান্য ব্যবসার লোকেরা যখন লস করে, তারা তখন ব্যবসার হাল আরো শক্ত করে ধরে রাখে।
-
ফরেক্স ট্রেডিং এ যখন লস হয় তখন আমার মন অনেক খারাপ হয়ে যায়।যেকোনো ট্রেডারের ই ফরেক্সে লস হলে মন খারাপ হয়ে যায়।তবে একটা জিনিস মাথায় রাখতে হয় যে লাভ লস ব্যবসারই অংশ।ব্যবসায় যে রকম লাভ হয় তেমনি লসও হয়।তাই যখন বয়স হয় তখন মনকে সান্ত্বনা দিয়ে লস থেকে উত্তরণের উপায় খুঁজতে হয়।কি জন্য লস হলো তার কারণ খুঁজে বের করে নিজেকে শুধরিয়ে নেওয়া টাই সবথেকে বুদ্ধিমান এর কাজ।
-
ফরেক্স যেহেতু ব্যাবসা লাভ লসতো থাকবেই । তাই যখন আমার লস হয় তখন আমি প্রথমে খুজে বের করার চেষ্টা করি লসের কারনটা কি? তার নিজেকে নিয়ন্ত্রন করে আবার ধৈর্যর সাথে আবর সামনে আগাই । এবং নতুন করে ট্রেড করা শুরু করি ।
-
প্রতিটি ব্যবসাতেই লাভ লস থাকে, ফোরেক্স ব্যবসাও এর উর্ধে নয়। আপনি যদি ব্যবসায়ীক মন মানষিকতা নিয়ে ব্যবসা করতে নামেন তাহলে ফোরেক্স আপনার জন্য আসলেই একটি ভালো স্থান যেখান থেকে আপনি ভালো উপার্জন করতে পারবেন। লস করার পর মাথা গরম না করে লনের কারন ও করনীয় বের করুন। এটাই আপনাকে লক্ষে পেীছে দেবে।
-
ফরেক্সে ট্রেড করে যখন লস হয় তখন অনেক রাগ হয় এবং মাথা ঠিক রাখাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু কিছু করার নেই কারণ রাগ আর অধৈর্য হয়ে কিছুই করা যায় না বা সাফল্য আসে না সে ক্ষেত্রে পুনরায় আবার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিভাবে মুনাফা অর্জন করা যায় বা লাভ করা যায় । সফলতা যে আপনার কাছে একেবারেই এসে ধরা দিবে এটা ভাববে ভুলভাল দেন কারণ সফলতার জন্য আপনাকে অনেক পরিশ্রম এবং শ্রম দিয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।