-
ফরেক্স মার্কেটে সফল হতে চাইলে আপনাকে আগে এই সর্বদা পরিবর্তনশীল ও চেলেঞ্জিং মার্কেটে পরিশ্রমের মাধ্যমে টিকে থাকতে হবে। আর এই মার্কেটে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম কানুন মেনে অবশ্যই ট্রেডিং করতে হবে। মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং করা মানে ইচ্ছামতন ট্রেড করা যা কখনই ভাল ফলাফল বয়ে আনে না। নিজের একাউন্টের ব্যালেন্সের জন্য মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
-
মানি ম্যানেজমেন্ট
মানি ম্যানেজমেন্টের অনেক নিয়ম নীতি আছে। অনেক কিছুই ভাবতে হয় আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে চলার জন্য। আমি এমন একটি পদ্ধতির কথা আপনাকে বলব যার মাধ্যমে খুব সহজেই মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। অতিরিক্ত সময় আর আলাদা হিসাব নিকাশ এর দরকার পরবে না। শুধুমাত্র লিভারেজ সেট করুন ১: ১০ । আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মূলধন থাকবে সুরক্ষিত। আপনি যদি লিভারেজ ১:১০ সেট করেন তাহলে চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না।
-
10000 টাকা দিয়ে যদি ব্যবসা করতে যাই আর সকল টাকা কোন একটি কারনে ডাকাতের দল নিয়ে নিল তখন কি হবে মানে 000 সুতরাং ফরেক্স এ মার্কেটে টিকে থাকার জন্য আপনার কিছু হাতে রাখতে হবে অবশ্যই তাছাড়া ব্যবসা করতে পারবেন না। এখন খরচ করে শেষ করলে ভবি্য্যতে খাব কি এই রকম চিন্তার নাম হচ্ছে মানি মেনেজমেন্ট।
-
ফরেক্সে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অনেক। এখানে আপনি যদি মানি ম্যানেজমেন্ট না ফলো করেন তাহলে আপনার প্রফিট থেকে একটা টাকাও আপনার পকেটে ঢুকাতে পারবেন না। তাই, কত টাকা ক্যাপিটেলে কত লটের ট্রেড বসাতে হবে, কত লিভারেজ নিয়ে ট্রেড করলে রিস্ক রেশিও ভালো সেটা প্রথমেই ক্যালকুলেট করে নিতে হবে।
-
আমার মনে হয় যারা মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স করতে চায় তারা ফরেক্স করতে পারবে কিন্তু তেমন আয় করতে পারবেনা। কারন হচ্ছে আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করেন তাহলে আপনার একাউন্ট এক সময় শুন্য হয়ে যাবে। কারন আপনি যদি আপনার এমাউন্ট এর চেয়ে বেশি রিস্ক নিয়ে নেন তাহলে অবশ্যই এই কাজটি হবে। সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরন করলে মার্কেট যেদিকেই যাক না কেন আপনি লাভবান হবেন।
-
আমার মনে হয় মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স বিজনেস সম্ভপর নয়। যার মানি ম্যানেজমেন্ট নেই সে ফরেক্স ট্রেড করে লস হয়ে থাকলে পরবর্তীতে আবার ট্রেড করার মত সুযোগ পেয়ে থাকেন না।
-
ফরেক্সে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অপরিসীম। মানি ম্যানেজমেন্ট ফেলো না করার ফলে আমি দুই বার মার্জিন কল খেয়েছি। ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ত অনেক। আপনি যদি ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট না মানেন তাহলে ফরেক্স মার্কেটে আপনি লাভ তো দুরের কথা টীকে থাকতে পারবেন না। সুতরাং এখানে মানি ম্যানেজমেন্টাই বেশি প্রাধান্য পেয়ে থাকে।
-
আমার মতে ফরেক্সে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অপরিসীম। মানি ম্যানেজমেন্ট ফেলো না করার ফলে আমি দুই বার মার্জিন কল খেয়েছি। ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ত অনেক। আপনি যদি ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট না মানেন তাহলে ফরেক্স মার্কেটে আপনি লাভ তো দুরের কথা টীকে থাকতে পারবেন না। সুতরাং এখানে মানি ম্যানেজমেন্টাই বেশি প্রাধান্য পেয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে দীর্ঘ দিন টিকে থাকার এক অন্যমত উপায় হল প্রপার মানি ম্যানেজমেন্ট। যে ট্রেডার প্রপার মানি ম্যানেজমেন্ট করে ট্রেড পরিচালনা করে সে ট্রেডার ফরেক্স থেকে ভাল আয় করতে পারে ও মার্কেটে সফলতার সহিত টিকে থাকে। তাই ফরেক্স মার্কেটে প্রপার মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অনেক বেশি। এখানে মানি ম্যানেজমেন্ট বলতে বুঝায় একজন ট্রেডার একটি ট্রেডে কতটুকু লস করবে ও লাভ করবে তা আগে থেকেই সিট করে নেয়া। এখানে মূল ব্যাপারটা হল রিস্ক ও রিওয়ার্ড। তাই যে ট্রেডার এগুলো ভালোমত আয়ত্ব করতে পারবে সে ট্রেডার এখানে ভাল করতে পারবে।
-
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপুর্ন বিষোয়। যারন যে সকল ট্রেডার মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করে থাকে তারা ফরেক্সে সফল হতে পারে না। যারাই ফরেক্সে সফল হয়েছে তারাই মানি ম্যানেজমেন্ট করার কারনেই সফল হতে পেরেছে। ফরেক্সে সফল হওয়ার একটি প্রধান শ্ররত হচ্ছে মানি ম্যনেজমেন্ট করে ট্রেড করা। আবেগের কোন স্থান ফরেক্সে নেই। ইমোশন কন্ট্রোল করে ট্রেড করা অনেক গুরুত্বপুর্ন। কারন ইমোশন দিয়ে ফরেক্সে ট্রেডিং হয় না।