-
ফরেক্স মার্কেট এ স্টপ লস আমাদের অ্যাকাউন্ট কে অধিক লস থেকে রক্ষা করে । মার্কেট বিভিন্ন গতিতে মুভ করে । একটি ট্রেড এর বিপরীতে মুভ করলে অনেক লস হওয়ার সম্ভবনা থাকে এই জন্য ঠিক নির্দিষ্ট পরিমান লস ঠিক করার জন্য স্টপ লস ব্যাবহার করা হয় । একটি ট্রেড এ কি পরিমান আপনি লস মেনে নিবেন তার প্রাইস ঠিক করে ট্রেড টি তে স্টপ লস সেট করে দেয়া হয় ।
-
স্টপ লস বলতে বুঝায় আপনি কোন ট্রেড এর উপর কত লস নিবেন সেইটা। আপনি কোন ট্রেড যদি নিজে ক্লোজ না করে অটোমেটিক ক্লোজ করতে চান তাইলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। ফরেক্স মার্কেট এ স্টপ লস আপনাকে বড় ধরনের লস এর হাত থেকে রক্ষা করে। যদি কেউ স্টপ লস ব্যবহার করে ট্রেড করে তাইলে সে ফরেক্স মার্কেট হতে লস খাবে কম।
-
ট্রেড করার জন্য স্টপ লস বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। প্রতিটা ট্রেড এর ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস ব্যবহার করলে অ্যাকাউন্ট সেভ হয় । এই জন্য স্টপ লস এতটা দরকার.....।
-
ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক একটা অপশন যেটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন।
-
ফরেক্স এ স্টপ লস অনেক গুরুত্বপূর্ন বিষয়। অনেকেই এ ব্যাপারটি বোঝে না বা ব্যবহার করে না। তবে আমি মনে করি প্রতিটি ট্রেডেই স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস হল- মনে করুন আপনি কোন ট্রেড ওপেন করেছেন কিন্তু মার্কেটের সামনে তো আর আপনি সব সময় বসে থাকবেন না। আপনার ধারনা মার্কেট হয়ত আপনার বিপরীতে চলেও যেতে পারে। আর যদি কোন একটা প্রাইজের উপরে বা নিচে চলে যায় তাহলে মার্কেট সেই দিকেই মুভ করবে। এবং আপনার এ্যাকাউন্টের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনি একটি পয়েন্ট দিয়ে দিলেন স্টপ লসে। সেই পয়েন্ট এ মার্কেট আসলে আপনার ট্রেডটি অটো বন্ধ হয়ে যাবে। এতে আপনি অনেক বড় ধরনের ক্ষতির হাত হতে রক্ষা পেলেন।
-
স্টপ লস হল ঝুকির মাত্রা নির্দেশক। আপনি ট্রেড অপেন করে যদি ওভাবেই রেখে দেন এবং মার্কেট আপনার বিপরীত এ চলে যায় তখন আপনার লসটা বেশি হবে। একটা ট্রেডে যে পরিমান ঝুকি আপনি নেবেন তা ণির্ণয় করে পিপ হিসেবে কতখানি লস খেলে আপনার সহনীয় মাত্রায় থাকবে সেই হিসেবে স্টপ লস সেট করলে লস টা সর্বোচ্চ ওই পর্যন্ত যেয়ে অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে। আর আপনি অনাকাংখিত লস থেকে বেচে যাবেন।
-
ফরেক্স ব্যবসায় স্টপ লস বিষয়টি হল যখন ট্রেডারগণ ট্র্রেড করে তখন স্টপলস ব্যবহার করলে সমস্যায় পড়তে হয় না । যারা স্টপ লস ব্যবহার করে তাদের এ্যাকাউন্ট খুব কমই আছে যে শূণ্য হয় । সুতরাং আমি বলব আপনারা যখনই ট্রেড করবেন মনে করে স্টপ লস ব্যবহার করবেন ।
-
ফরেক্স মার্কেট স্টপ লস বিসয়টা হল ফরেক্স মারকেটে যখন আমরা ট্রেড ওপেন করি তখন ফরেক্স মার্কেট অনেক বিপরিত জেতে পারে তাই জেন বিপরিত জেয়ে আমার অনেক বর লস না হতে পারে সেই জন্য আমরা স্টপ লস ব্যবহার করে থাকি জেন যেখানে স্টপ লস দিব মার্কেট আমার ট্রেডের বিপরিত গেলে আমার জেন অনেক বর লস না হয় স্টপ লস হিট করে আমার ট্রেড অই জায়গায় কেটে জায় এবং ক্লজ হয়ে জায় ।
-
স্টপ লস মেটাট্রেডার সফট্ওয়ার এর একটা গুরুত্বপূর্ণ অপশন ফরেক্স মার্কেটে আমরা যখন একটা ট্রেড ওপেন করি এবং সে ট্রেডে লাভ হওয়া না হওয়ার যে একটা অনিশ্চয়তা থাকে তা দূর করার জন্য আমরা স্টপ লস ব্যবহার করি সংক্ষিপ্ত অর্থে বলতে গেলে বলতে হয় যে স্টপ লস হল আপনি ঠিক কতটুকু ঝুঁকি/লস বহন করতে চান তার পরিমাণ নির্ধারন করে দেওয়া স্টপ লস সেট করার সিস্টেম থাকায় আমরা অনেক বেশি উপকৃত হই কারণ স্টপ লস ব্যবহারের মাধ্যমে আমরা অতিরক্তি পরিমাণে ঝুঁকি এড়িয়ে চলতে পারি
-
ফরেক্স মার্কেটে স্টপ লস হল আপনি কোন একটা ট্রেড ওপেন করলে আপনি কত পরিমান লস পর্যন্ত ট্রেড ওপেন রাখবেন। অর্থাৎ আপনি ইউরো/ইউএসডি পেয়ারে ০.০১ লটে ১.০৮১০ বাই এ ট্রেড ওপেন করলেন এবং আপনার ব্যালেন্স ধরলাম ১০ ডলার, এখন যদি ট্রেড আপনার বিপক্ষে চলে যায় তাহলে আপনি ধরে নিলেন এই পেয়ার এ ২ ডলার পর্যন্ত লস সহ্য করবেন তাহলে টেক লস এর ঘরে আপনি ১.০৬১০ তে ট্রেড বসালে আপনি ২ডলার লস করবেন কিন্তু যদি না বসান তাহলে মার্কেট আরো নিচে নামলে আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।