-
আমার ফোরামে আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ফোরামের মাধ্যমে কিছু জানা, কিছু শেখা এই ব্যবসায় এমন অনেক কিছু আছে যা হয়তবা আমি জানিনা সেগুলো খুব সহজেই আমি সবার সঙ্গে শেয়ার করতে পারব । আর তাছাড়া মূলত আমাদের সকলের আরেকটি উদ্দেশ্য রয়েছে সেটা হল বোনাসের টাকা দিয়ে ট্রেড করা ।
-
আমার ফরেক্স শেখার পেছনে অব্যশোই কারন আছে। কারন ফরেক্স এ যে পরিমান আয় করা সম্ভব তা অন্য কোণ ব্যবসা থেকে করা সম্ভব না। যদি ও ফরেক্স একটি ঝুকি পূর্ন ব্যবসা তথাপি ফরেক্স করে লাভবান হওয়া যেতে পারে। আমি আশা রাখি ভবিষতে ফরেক্স থেকে ভাল আয় করার।
-
ফরেক্স শিখবো একটি একটি স্বাধীন ব্যবসা করার জন্য যেখানে আমার জন্য কখনও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আমি আমার স্বাধীনমত কাজ করতে পারবো এবং উর্পাজন করতে পারবো। আর ফরেক্স এর ব্যপারে ভালভাবে শিখতে এবং বুঝতে আমি এ ফোরামে যোগদান করি এবং এখান থেকে আমি অনেক কিছু জানতে ও বুঝতে পারছি এবং আমি যা জানি সেগুলো এখানে জানাতে পারছি। অর্থাত মূল ব্যপারটা হচ্ছে আমি আমার জ্ঞানের পরিধী বাড়ানো জন্য ফরেক্স ফোরামে যোগদান করেছি এবং সাথে পাচ্ছি ফোরাম বোনাস যা দিয়ে আমি আমার রিয়েল ট্রেডিং করতে পারছি।
-
ফরেক্স করার মূল অর্থ হচ্ছে ইনকাম। অর্থাৎ ঘরে বসেই ইনকাম করা। কোন ট্রেডারই ফরেক্স এ ট্রেড করে লস করতে চায় না। সবাই ইনকাম করতে চায়। সবাই সফল হতে চায়। তেমনি আমি ও ফরেক্স এ লাভ করতে চাই।
-
ফরেক্সএকটি অনলাইন ভিত্তিক মুদ্রা ব্যবসা। ফরেক্স শিখছি ব্যবসা করার জন্য।
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা এই বিষয় আমার খুব ভালো লাগে। স্বাধীনমত কাজ করা যায় উর্পাজন করা যায়। এবিষয়ে ফোরাম সহায়ক শক্তি হিসাবে কাজ করে।
-
ফরেক্স একটি আন্তজা'তিক মানের অন লাইন বিজনেস। বর্তমান সময়ের প্রেক্ষিতে আমি মনে করি আমাদের সকলেরই ফরেক্স শিখা উচিত।কারন এটা অধিক আয়ের অন্যতম একটা রাস্তা।একমাত্র ফরেক্সের মাধ্যমেই ঘরে বসেই অল্প পরিশ্রমে অধিক আয় করা সম্ভব। ফরেক্স এর মাধ্যেমে আর্থিক ভাবে স্বাবল্বি হওয়া যায় যে কারণে আমি ফরেক্স শিখেছি।
-
হ্যা আমি ফরেক্স মার্কেট কে ট্রেড করার আগে ভাল করে এনালাইসিস করি কারন এনালাইসিস করে মনের ইচ্ছানুযায়ী ট্রেড করলে লাভের চেয়ে লসের পরিমান বেশি হতে পারে।আমার এই রকম বাস্তব প্রমান অনেক বার পেয়েছি ,অনেক বার আমি এনালাইসিস না করে ট্রেড করে অনেক বড় ধরনের লস করেছি যা আমি আগে বুজতাম না,তবে একন ট্রেড করার আগে ভাল করে এনালাইসিস করি তারপর ট্রেড করি।
-
যার যার প্রয়োজনে ফরেক্স শিখবে। এটা যার যার সম্পূর্ন ব্যক্তিগত ব্যাপার। আর আয় করাটাও সম্পূর্ন নিজের দরকার। ফরেক্স শিখে সবাই প্রতি মাসে একটা আয় করবে এই চিন্তা ধরাই সবার মনে। ফরেক্স করে প্রচুর আয় করাও সম্ভব।
-
ব্যক্তিগতভাবে আমি মনে করি ফরেক্স শেখার জন্য ফোরাম খুবই ভাল একটি মাধ্যম । তবে সবাই ফোরামে ফরেক্স শিখতে আসে না । কেউ কেউ তাদের জ্ঞান বিতরণ করতে ও আসে । নিজের যোগ্যতা যাচাই করতে আসে । নিজের ভুল গুলো শুধরানোর জন্যও আসে। তবে এটা সত্যি কথা ফরেক্স এ সবাই কখোনো পুর্ণ শিক্ষিত হতে পারে । সবার ই কিছু না কিছু শেখার থাকেই ।
-
ভাই মানুষ ফরেক্স ব্যবসাটা শিখতে চায় তাদের বেকারত্বকে দূর করে যাতে স্বচ্ছলতার সাথে জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য। এর মূল কারণটা হলো আসলে সবাই এখন আর বসে থাকতে চায় না, সবাই চায় নিজের একটা পার্মানেন্ট ইনকাম সোর্স। যেন মানবেতর জীবন যাবন করার থেকে পরিশ্রম করে নিজের পায়ে দাড়ানো এই আরকি। এজন্যই আমরা ফরেক্স শিখেবো।