-
ফরেক্স এ ভাল ট্রেডার না হওয়ার অনেক কারন আছে সর্বপ্রথম কারন হল ফরেক্স সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম এছাড়া আর অনেক কারন আছে তা হল ফরেক্স এ ট্রেড করার সময় মাথা গরম হয়ে যাওয়া তারপর ফরেক্স এর বিভিন্ন নিউজ এনালাআইসিস না করতে পারা অতিরিক্ত লোভ ভাল গাইড লাইনের অভাব ইত্যাদি।
-
ভালো ট্রেডার না হবার কিছু লক্ষণ আমি নিচে উল্লেখ করছি ঃ
১. ভালোভাবে ডেমো অনুশীলন না করে রিয়েল ট্রেডিং শুরু করা ।
২. ওভার ট্রেডিং করা ।
৩. মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা ।
৪. লোভ নিয়ন্ত্রন না করতে পারা ।
৫. ধৈর্য হারিয়ে ফেলা / ধৈর্য না ধরা ।
৬. মার্কেট আনাল্যসিস না করতে পারা ।
৭. ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড করা ।
*** পরিশেষে বলতে চাই একজন ট্রেডার ভাল/সফল না হবার আরও অনেক কারণ আছে । কিন্তু আপনি উপরের কারণ গুলো যদি বুঝতে পারেন তাহলে আপনি নিজেই আপনার ট্রেডিং ক্যারিয়ার এর উন্নয়ন করতে পারবেন ।
-
ভালো ট্রেডার না হওয়ার লক্ষনগুলো নিম্নে দেওয়া হলো :-
★ ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন না করা ।
★ ফরেক্স মার্কেটে বেশি লোভ করা ।
★বেশি ইমোশনাল হয়ে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করা ।
★ মার্কেট সঠিকভাবে এনালাইসিস না করে ট্রেড ওপেন করা ।
★ মার্কেট সম্পর্কে ভালো করে না বুঝে ভুলভাল টেন্ডে ট্রেড ওপেন করা।
★ মানি ম্যানেজমেন্ট না বুঝে ট্রেড করা ।
★ ঘন ঘন ট্রেড ওপেন করা ।
★ টেক প্রফিট এবং স্টপ লচ ব্যবহার না করা ।
★ কম পুজি দিয়ে ট্রেড শুরু করা ।
আরো ইত্যাদি বিষয় আছে যেগুলি ভালো ট্রেডার না হওয়ার লক্ষন ।
-
ফরেক্সে সফল না হওয়ার পিছনে আরও কিছু কারন আছে।যেমনঃ নিজে এনালাইসিস না করে অন্যের দেয়া সিগন্যাল অন্ধভাবে অনুকরণ,নতুন অবস্থায়ই ফরেক্স না শিখে বিভিন্ন রোবট এবং হলিগ্রেইলের পিছিনে ছুটা,বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে চার্ট ভরিয়ে ফেলা এবং ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হওয়া।
-
ফরেক্স ট্রেডার হওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। নিয়ম মেনে ট্রেড করতে হবে। ওভার ট্রেড করা যাবে না। কয়টা ট্রেড করলাম আর কয়টা প্রফিট করলাম তার হিসাব রাখতে হবে। কারন হিসাব ছাড়া কখনোই মার্কেট থেকে প্রফিট তুলা সম্ভব না।
-
ভালো ট্রডারের যে লক্ষন তা যার ভেতর নেই সে ভালো ট্রেডার নই।ভালো ট্রেডার না হওয়ার সর্বপ্রথম লক্ষন ব্যক্তিগত ধৈর্য্য না থাকা।দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, অর্থনীতির বিশ্লেষন ইত্যাদি ট্রেডিং পদ্ধতির সুষ্টু প্রয়োগ করতে না পারা। এছাড়াও মার্কেটের সঠিক মুভমেন্ট বুঝতে না পাড়া।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডার দক্ষ নাকি অদক্ষ তা খুব সহজেই তার ট্রেডিং স্টাইল দেখে বোঝা যায়। দক্ষ ট্রেডারগন যেভাবে ট্রেডিং করে অদক্ষ ট্রেডারগন সেভাবে ট্রেডিং করে না। একজন অদক্ষ ট্রেডার কে যেভাবে আমরা বুঝতে পারবো:
১/ ট্রেডিং এর আগে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে না।
২/ সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে না।
৩/ অনেক ঝুঁকি নিয়ে ট্রেডিং করে থাকে।
৪/ ওভার লটে ট্রেড করে।
৫/ কখনোই ধৈর্যশীলতার পরিচয় দেয় না।
-
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার না হবার কিছু লক্ষণ হল ঃ আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল করে না জানেন, ফরেক্স সম্পর্কে কোন অভিজ্ঞতা না থাকে এছাড়াও বেশি বেশি লোভ করা ফরেক্স কে সিরিয়াস ভাবে না নিয়ে ট্রেড করা ইত্যাদি লক্ষণগুলোই যথেষ্ট একজন খারাপ ট্রেডার হওয়ার জন্য । একটা গুরুত্বপূর্ণ কথা হল প্রফিট কমবেশি সবাই করতে পারে কিন্তু সবাই প্রফিট ধরে রাখতে পারে না , তাই ধৈর্য ধরে ফরেক্স ট্রেডিং শিখতে থাকুন । কষ্টের ফল অনেক মিষ্টি হয় ।
-
আপনি যদি কোনও শালীন ব্যবসায়ী না হন তবে আপনি সর্বদা ফরেক্স থেকে উপকার পেতে পারবেন না। তবে, একটি শালীন ব্রোকার হওয়ার জন্য, অনেকগুলি জিনিস জানতে হবে। প্রতিভাবান মার্চেন্ট না হওয়ার উপায় হ'ল বিন্যাসটি না বুঝেই সেই বিন্দু থেকে এক্সচেঞ্জটি খোলা। বাজারটি বর্তমানে কোথায় রয়েছে তা না দেখে আরও বেশি এক্সচেঞ্জ করা। কম বেনিফিটের বিনিময় বন্ধ করা, এবং আরও ব্যর্থতার এক্সচেঞ্জ রাখা এবং রেকর্ডকে কেন্দ্র করে।
-
আপনার যদি প্রচুর পরিমাণে আভারি থাকে তবে সেই সময়ে ফরেক্স এক্সচেঞ্জ আপনার জন্য নয়। বৈদেশিক মুদ্রার একটি ব্যতিক্রমী অনিরাপদ বাজার এবং এত কঠিন বেতন অর্জন করা শক্ত। আপনার সম্পর্কে অফার করার সঠিক সুযোগ রয়েছে যে সময়ে এটি কার্যকর হবে। নিষ্ঠুর মণিমায়েনজমেন্টে আসনটি ব্যবহার না করার চেষ্টা করুন এবং তার পরে প্রচুর মূলধন ব্যবহার করতে পারবেন না।