আমি ফরেক্স একজন নতুন ট্রেডআর আমার জানামতে ফরেক্স ট্রেড করতে গেলে সব ট্রেডআরদেরই কম বেশি লস হয়ে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করে লস ছাড়া কোন ট্রেডআররা প্রফিত করতে পারে না। তাই ফরেক্স এ যেসব ট্রেডআররা হাজার হাজার ডলার ইনকাম করে তারাও ফরেক্স এ লস করে।
Printable View
আমি ফরেক্স একজন নতুন ট্রেডআর আমার জানামতে ফরেক্স ট্রেড করতে গেলে সব ট্রেডআরদেরই কম বেশি লস হয়ে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করে লস ছাড়া কোন ট্রেডআররা প্রফিত করতে পারে না। তাই ফরেক্স এ যেসব ট্রেডআররা হাজার হাজার ডলার ইনকাম করে তারাও ফরেক্স এ লস করে।
ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নেই যে সে লস করে না। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একজন ফরেক্স ট্রেডারকে লাভ লস দুটিই দিতে হবে বলে আমি মনে করি। কারন ফরেক্স মার্কেটে আপনি যদি শুধু লাভ করেন তবে আপনি হবেন একদিন সবচিতে অনেক বড়লোক তাই ফরেক্স ট্রেড করতে হবে বুঝে।
যেকোন ব্যাবসাতেই লাভ লস রয়েছে তেমনি লাভ লস ফরেক্স ট্রেড এর একটা অংশ। কিছু ট্রেড এ লাভ হবে, কিছু ট্রেড এ লস হবে। বিশ্বের এমন কোন ট্রেডার এখোনো হইনি যার লস হয়না। ভাল ট্রেডার রা লাভ লস মিলিয়ে এভারেজ লাভটা ধরে রাখতে পারে। আর নতুন/দুর্বল ট্রেডাররা লাভ লস মিলিয়ে শুরু লস ই বহন করে তবে ধীরে ধীরে তা অনেকেরই দূর হয়ে যায়।
আমি আপনার সাথে একমত পোষন করছি কারন আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে এমন কোন ট্রেডার নেই যে সে কখনো লস করে না। প্রত্যেকেই লস করে যে ভুল করে সে আর পুনরায় ভুল করতে চাই না। তাই সে এই ভুলের মাধ্যমে সঠিক কিছু শিখে নেয়।
ফরেক্স হল একটি ব্যবসা । লাভ লস ব্যবসার একটি অংশ ফরেক্স ও তার বাহিরে নয় । ফরেক্স এ লাভ লস হবেই এটাই স্বভাবিক আর এটা নতুনরা মেনে নিতে পারেনা যার ফলে নতুনরা এই লস রিকভার করার জন্য বেশী ভলিউমে ট্রেড করে যার ফলে একাউন্ট জিরো । আর সফল ট্রেডারা এই লস মেনে নেয়ার ক্ষমতা রাখে । আমি বলব যাদি কেউ ৭০%-৮০% ট্রেডে সফল হয় তাহলে তাকে সফল ট্রেডার বলা য়ায । আমি বলব নতুনদের এই রকম লস আস্তে আস্তে মেনে নিতে । আর যে যত দূত এই লস মেনে নিয়ে সামনে এগিয়ে যাবে সে তত দূত সফলতার মুখ দেখবে ।
প্রত্যেক ব্যাবসাতেই লাভ লস রয়েছে তেমনি লাভ লস ফরেক্স ট্রেড এর একটা অংশ। কিছু ট্রেড এ লাভ হবে, কিছু ট্রেড এ লস হবে। বিশ্বের এমন কোন ট্রেডার এখোনো হইনি। যার লস হয়না। ভাল ট্রেডার রা লাভ লস মিলিয়ে এভারেজ লাভটা ধরে রাখতে পারে। আর নতুন/দুর্বল ট্রেডাররা লাভ লস মিলিয়ে শুরু লস ই বহন করে।
ব্যবসায় লাভ লস থাকবেই। লাভ লস না থাকলে তো আর তাকে ব্যবসা বলা যাবে না। আপনি যদি না বুঝে ট্রেড করে থাকেন তাহলে আপনার লস হবে আর যদি আপনি মার্কেট এ্যানালাইসিস করে মার্কেট বুঝে ট্রেড করতে পারেন তাহলে লাভ হবেই। এটা আপনার আমার সব ট্রেডারদের ক্ষেত্রেই প্রযোজ্য। এমন কোন ট্রেডার খুজে পাবেন না যে তিনি লস করেননি। তাই বলে কি থেমে যেতে হবে। না কখনোই নয়। বরং ব্যবসাটাকে আরো মনোযোগ দিয়ে শিখতে হবে।
হ্যা আপনি সুন্দর কথা বলেছেন ফরেক্স করতে গেলে প্রথম প্রথম সবাই লস করে থাকে | আমার মনে হয় যদি ডেমো পারতিস করে ফরেক্স মাকেটে ট্রেড করা হয় তবে আপনার দক্ষতা দিয়ে আপনি ফরেক্স মাকেট থেকে লাভ করতে পারেন | ফরেক্স মাকেট ট্রেড করার আগে আমি মনে করি ভাল ভাবে দক্ষতা অজন করে উচিত |
আমাদের দেশে ফরেক্স ব্যবসা এখনো জনপ্রিয়তা লাভ করতে পারে নি । আমি আশাকরি , যারা এদেশে ফরেক্স ট্রেডার রয়েছে তারা যদ একটু সচেতন হয় তাহলেই সফলকাম অনিবার্য । সুতরাং আর থেমে না থেকে অল্পতেই ঝাপিয়ে পড়ি মানুুষের দ্বারে দ্বারে ।
কথাটা ঠিক আছে । কম বেশী পরিমান রয়েছে সে লসের । যেমন যারা দক্ষতাবান ট্র্রেডার রয়েছে তারা যদি লস করে তারপর সেটা আবার ফিরে আসার সম্ভবাবনা রয়েছে । অার যদি অদক্ষতাবান ট্রেডাররা লস করে তাহলে অার কিছুই থাকে না । এর মধ্য তফাৎ হল স্টপ লস ব্যবহার করা । এ জন্য সব সময় আমরা স্টপ লস ব্যবহার করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।