-
আবেগ ফরেক্স ট্রেডিংয়ে আপনাকে নিস্ব করে দিতে পারে কারন আবেগ আপনাকে আপনার ট্রেডিং দক্ষতা এবং কেৌশল থেকে দূরে সরিয়ে আপনাকে প্ররোচিত করতে থাকবে, তারা আবেগের বশেই কোন মার্কেট বিশ্লেষণ না করেই ট্রেড করে থাকে এবং একটু লস হলেই তারা আবেগের বসে উল্টা পাল্টা অধিক ট্রেড করে লসটাকে পুষিয়ে নেয়ার চেষ্টা করে।যার ফলে থাকে এর বেশি লস এ পরতে হই।
-
ফরেক্স ট্রেডিং এ আবেগপ্রবনতার স্থান নেই। এখান থেকে কিছু উপার্জন করতে হলে আবেগ নয় বিবেগ-বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ফরেক্স সম্পর্কে মৌলিক ধারণা এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় বিশ্লেষনের মাধ্যমে ফরেক্স থেকে ভাল সুফল পাওয়া সম্ভব।
-
ফরেক্স মার্কেটে আবেগপ্রবনতাঃ
ফরেক্স মার্কেটে আবেগ প্রবন ব্যাক্তির সর্বচ্ছ লসের সম্ভাবনা আছে কারন তারা ট্রেডিং অবস্তার কথা চিন্তা না করেই অতিরিক্ত ট্রেড নেয়। যখন তারা দেখে যে একটা দুইটা ট্রেডে লাভ হয়েছে তখন তারা ভাবে এরকন সব ট্রেডই বাজি চুক্তির মতো আর তাতেই তাদের লসের সম্ভাবনা বেশি হয়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্সে অতিরিক্ত আবেগ নিয়ে ট্রেড করলে অবশ্যই লস হয়। শুধু লাভের আশা করলে চলবে না। ধীরগতিতে লাভ করতে হবে। মার্কেটে মুভমেন্ট কখন ঘুরে তা বুঝতে হবে কখন উপরে উঠে আবার কখনও নিচে নামে। যখনই উপরে উঠে তখনই আবেগ প্রবণতা বেশি হয়। কাজেই কম আবেগ নিয়ে ফরেক্স ট্রেড করতে হবে তাহলেই ভাল প্রফিট করা সম্ভব হবে।
-
ফরেক্স এ আবেগের কোন স্থান নেই। ফরেক্স মার্কেট এ কোন আবেগ দিয়ে জয়লাভ করা যাবে না। মার্কেট এ যা ঘটে তা মেনে আমাদের ট্রেড করতে হবে। মার্কেট যেদিকে যায় সেদিকে আমাদের ট্রেড করতে হবে। মার্কেট এর বিপরীত দিকে ট্রেড করা যাবে না।
-
ফরেক্স ট্রেডিং এ আবেগপ্রবনতার স্থান নেই। এখান থেকে কিছু উপার্জন করতে হলে আবেগ নয় বিবেগ-বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ফরেক্স সম্পর্কে মৌলিক ধারণা এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় বিশ্লেষনের মাধ্যমে ফরেক্স থেকে ভাল সুফল পাওয়া সম্ভব।
-
ফরেক্স ব্যবসায় আবেগ বিষয়টি ক্ষতিকর। বিশেষ করে নতুন ট্রেডারা বেশি আবেগপ্রবণ হন, এতে করে তারা চরম ক্ষতির মুখে পড়েন। ফরেক্স এ সফল হওয়ার জন্য আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এজন্য অন্যের কথায় ট্রেড করবেন না, আর যারা আবেগকে নিওন্ত্রন রাখতে পেরেছে তারা অনেক বেশি ভাগ্যবান আমি মনে করি। তারা সত্যিকার অর্থেই অনেক নিয়ন্ত্রিত মানব। তাদের কাছে সফলতা অনেক অনেক বেশি ধরা দেয়। আমরা ও আশা করি আবেগ কে নিয়ন্ত্রণ করে সফলতা অরজন করব
-
জীবনের প্রতিটি ক্ষেত্রেই আবেক হলো বড় শত্রু। এমন কি ফরেক্স মার্কেটেও এর ফলে বিরূপ প্রভাব বিস্তার করতে পারে। ফরেক্সে ট্রেডিং করতে হলে সর্ব প্রথম একজন ট্রেডারকে তার আবেগকে ত্যাগ করতে হবে। আর এই আবেগ প্রবন লোক একের পর এক ট্রেডিং ব্যবাসায়ে লোকসান করতে থাকে। আবেগ প্রবনতা কোন ক্ষেত্রেই প্রযোজ্য নয়। জিবনে কোন ক্ষে্ত্রে আবেগ ভালো নয়। আর সেক্ষত্রে ফরেক্স মার্কটে আবেগ হতে পারে বড় ধরনের লোকসান বা ধসের কারন। তাই আবেগ থেকে সাবধান থাকতে হবে।
-
মানুষের আবেগ আর বাস্থবতা এক জিনিস না। আমাদের বাস্থব ক্ষেত্রে আবেগ প্রয়োগ করা ঠিক না আর যদি তা দিয়ে আমরা এগিয়ে যেতে চাই , তবে সেটা হবে আমাদের একটা বড় রকম ভুল । ফরেক্স ট্রেডিং এর বেলায় ও ঠিক আমাদের না বুজে শুদু ইচ্ছা আর সাধারন আইডিয়া দিয়ে কজ করলে চলবে না। ফরেক্স মার্কেট এ ট্রেডিং এর বেলায় আমাদের যত সম্ভব লভের লোভ ত্যাগ করে আবেগ প্রবনতা না দেখিয়ে বরং নিজের বুদ্দি দ্বারা এনালাইসিস করে এগিয়ে যেতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আবেগ প্রবনতা একাউন্ট ধংসের অন্যতম কারন। আমরা যখন লস করি তখন আবেগ এর বশবর্তী হয়ে বড় লটে ট্রেড দেই । ভাবি যে যে লস হয়েছে তা একসাথে উশল করে নিব। কিন্তু বাস্তবে উলটা আর ও বড় লস করে ফেলি। এ জন্য ফরেক্স এ আবেগ প্রবন হয়ে কাজ করলে হবে না। অতএব আবেগকে দূরে রেখে আপনার দক্ষতা, পরিশ্রম, ধৈর্য্য ও কৌশলগুলো কাজে লাগিয়ে ট্রেড করার পরিকল্পনা তৈরি করুন। তাহলে অবশ্যই ভাল কিছু অর্জন করতে পারবেন এমনটাই আমি বিশ্বাস করি।