-
ফরেক্স মার্কেটে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিখার আগ্রহ । আপনার শিখার আগ্রহ থাকলে আপনি ফরেক্স মার্কেটে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর ফরেক্স মার্কেটে শিখার কোন শেষ নাই । ফরেক্স ব্যবসা করার জন্য যা দরকার ইন্টারনেট কানেকশন ল্যাপটপ এবং অ্যানড্রয়েড মোবাইল সেট । এইসব ছাড়াও আপনার ধৈর্য্য থাকতে হবে অনেক বেশি তারপর মনোবল দৃড় রাখতে হবে ।
-
ফরেক্স করতে আপনাকে প্রচুর জ্ঞান ও ট্রেডিং এর দক্ষতা অর্জন করতে হবে।ভেবে দেখুন ছোট ছোট ব্যাবসাতেই দক্ষতার অভাব থাকলে বড় বড় ব্যাবসায়ীরাও হুুমসুুমম খেয়ে যায় আর সেখানে ফরেক্স তো একটি ইন্টার ন্যাসনাল ব্যাবসা। তাই এই ব্যাবসায় নামতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন পরে। মনে রাকবেন ফরেক্স কে কোন সাধারন ব্যাবসার সাথে তুলনা করবেন না তাহলে কন্তিু ভুল করবেন।
-
ফরেক্স মার্কেটে আসার আগে আপনাকে লোভ ত্যাগ করে আসতে হবে কারন এই মার্কেটে লোভ করা মানে আপনি যা লাভ করছেন সেগুলো হারানো। ফরেক্স মার্কেটে ধৈর্য ধরে আপনাকে মার্কেটে বসে থাকার অভ্যাস তৈরি করতে হবে। এনালাইসিস ছাড়া একটা ট্রেড দেওয়া যাবেনা।
-
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে গেলে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে,ধৈর্যবান হতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় স্টপলস ও টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা যাবে এবং লস কম হলেও কিছু প্রফিট করা যাবে,তাই ভাল প্রফিটের জন্য ভাল অবিজ্ঞতা আসবে।
-
আমি বলবো একটি ব্যবসা শুরু করার জন্য যে যে জিনিস প্রয়োজন ফরেক্স ব্যবসা শুরু করার জন্য ঠিক তা তা ই প্রয়োজন। ফরেক্স ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথমে মূলধন ঠিক করতে হবে। এই মূলধন্য আপনি নিজের থেকে শুরু করতে পারেন । অথবা ফরেক্স মার্কেটে ফোরাম পোষ্টিং এর মাধ্যমে নিতে পারেন। ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যয় আপনাকে জ্ঞান সঞ্চয় করতে হবে ফরেক্স মার্কেট ও ট্রেড সম্পর্কে।
-
মনবোলের যথার্থ সংজ্ঞা হল কোন কাজের প্রতি একজন ব্যাক্তির মানসিক অবস্থা । আর ফরেক্স এর প্রতি আমাদের মনোবলই আমাদেরকে সফলতার অথবা ব্যার্থতার পথে নিতে পারে । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে ফরেক্স ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজের মনোবলকে দৃঢ় রাখতে হবে এবং লক্ষ্যর দিকে এগিয়ে যেতে হবে ।
-
মার্কেট এনালাইসিস হচ্ছে ফরেক্স শিখার প্রথম পর্যায় । আপনাকে আগে যথাযথভাবে মার্কেট এনালাইসিসস করা আয়ত্ত্ব করতে হবে । সঠিকভাবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করা শিকতে হবে । আরও অনেক টেকনিক্যাল এনালাইসিস এর টার্ম আছে সেগুলো আপনাকে আয়ত্ত্ব করতে হবে , তার সাথে আমাদের নুজ এনালাইসিস করাও শিখতে হবে । কোন নিউজ এর কি প্রভাব তা আমাদের জানতে হবে । আর সাথে মানি ম্যানেজমেন্ট এর চর্চা করতে হবে ।
-
ফরেক্স করার জন্য আপনার প্রথমে যেটা লাগবে সেতা হল ফরেক্স শেখার প্রবাল ইচ্ছা। ফরেক্স মার্কেট থেকে ট্রেড করে আয় করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনার অনেক শ্রম ব্যয় করতে হবে। আপনার অনেক টাকা লস হবে। আপনার অনেক সময় ব্যয় হবে। এগুলো মেনে ট্রেড করলে আপনি সফল হবেন।
-
ফরেক্স করতে যা যা প্রয়োজনঃ-
১)ধৈর্য্য
২)লোভ সামাল দেওয়া
৩) ভাল নেট কানেকশন
৪)টেকনিক্যাল এনালায়সিস করা
৫)অন্যান্য ট্রেডারের সাথে সম্পর্ক রক্ষা করা।
-
ফরেক্স করতে হলে আগে জানতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে । এজন্য প্রথমে রিয়াল ট্রেড না করে ডেমোতে ট্রেড করা উচিত । ডেমোতে টে্রড করে অনুশীলনের মাধ্যেমে রিয়াল ট্রেডের যাবতীয় প্রয়োজনীয় বিষয় গুলো ভাল ভাবে বুঝে নেয়া যায়। এখান থেকে মার্কেট এনালাইষিস করা শিখতে হবে ।