-
অল্প দেপসিত নিয়ে টিকে থাকাটা অনেকটা চ্যালেঞ্জিং একটি কাজ.নিশ্চিতভাবেই আপনাকে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে এইটি করতে হলে.কারণ যেহেতু ফরেক্স মার্কেট অনেক অস্থিতিশীল তাই এইখানে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে.তাই মার্কেট বিরূপ প্রতিক্রিয়া করলেই আপনার একাউন্ট শূন্য হয়ে যেতে পারে.তাই এইক্ষেত্রে সাবধানতা,দক্ষতা,অভিজ্ঞতা দিয়ে ট্রেড করতে হবে.
-
ফরেক্স মার্কেট অল্প ডিপোজিট করে ও টিকে থাকা সম্ভব তবে ফরেক্স মার্কেট আপনে যদি ভালভাবে পড়াশুনা করেন এবং ধৈর্য সহকারে ট্রেড করেন তাহলে আপনে এই মার্কেট অল্প ইনভেস্ট করে ও অনেক টাকা আয় করতে পারবেন তাই আমার মতে ফরেক্স মার্কেট ট্রেড করার আগে লোভ থেকে বিরত থেকে কম লডে টেড ওপেন করা উচিত তাহলে আপনে ফরেক্স মার্কেট টিকে থাকতে পারবেন।
-
অল্প ডিপোজিট নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ডিপোজিট অনুযায়ী ট্রেড করতে হবে। ছোট ছোট ভলিউমে ট্রেড করতে হবে। অল্প আয় নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাহলেই অল্প ডিপোজিট নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব। আপনার পুঁজি অল্প বলে আপনি নিরাশ হবেন না এনালাইসিস করে ট্রেড করুন দেখবেন সফলতা আপনি একদিন আপনার কাছে ধরা দিবে । আর এত লাভজনক একটা ব্যাবসা একটু সময় তো দিতেই হবে ।আপনি যখন পর্যাপ্ত অভিজ্ঞ হতে পারবেন তখনি আপনি লাভ করতে পারবেন।
-
ফরেক্স হল টাকার ব্যবসায় । আপনি কতটুকু টাকা আপনার ব্যবসায় বিনিয়োগ করবেন তা অবশ্যই আপনার ব্যবসায়কে অনেক বেশি প্রভাবিত করবে । আর এই প্রভাবিত করার মূল কারণ হল বিনিয়োগ যত বেশি হবে লাভের সম্ভাবনা তত বেশি হবে । আর আমি এটাও মনে করি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে যত বেশি সম্ভব ডিপোজিট নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় । অনেক সময় সামান্য ডিপোজিটের এদিক ওদিক ব্যবসায় বড় ধরনের লস হতে পারে ।
-
হা ফরেক্স মার্কেটে আপনি অল্প ডিপোজিট করেও ঠিকে থাকতে পারবেন তবে আপনাকে ভাল করে আপনার মানি মেনেজমেন্ট করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে আর যদি আপনি কম ব্যলেন্স নিয়ে ট্রেড করতে যান আর লোভ করেন বেশি তবে আপনার ব্যলেন্স থাকবে না বলে মনে করি।
-
অল্প ডিপোজিট নিয়ে ফরেক্সে টিকে থাকা সম্ভব তবে আপ্নি ফরেক্সে ডিপোজিট যেমন করবেন আপনার ইনকাম ও তেমনি হবে । এতে আপ্নি ফরেক্সে যত বেশি লোভ করবেন তত বেশি আগে আপনার একাউন্ট জিরো হবে।। ফরেক্সে লোভ করা মানেই একাউন্ট সুন্য করা।।।
-
অল্প পুঁজি নিয়ে টিকে থাকা অসম্ভ ।এই জন্য আপনাকে আরও কাজ করে পুজি বাড়াতে হবে ,তখন আপনি লাভ করতে পারবেন।
-
ফরেক্সে সফলতা ও টিকে থাকা নির্ভর করে ট্রেডারের ট্রেডিং কৌশলের উপর। তাই পুঁজি অল্প হোক বা বেশি হোক তা কোন বিষয় নয়। ট্রেডার যদি ট্রেডিং করতে দক্ষ হয় এবং বুঝে ট্রেড করে তাহলে সে অল্প পুঁজি নিয়ে মার্কেটে টিকে থাকতে পারে। আবার ট্রেডার যদি দক্ষ না হয় তাহলে সে বেশি পুঁজি নিয়েও মার্কেটে টিকে থাকেত পারে না। তবে এটা ঠিক যে অল্প পুঁজি থাকলে যে কোন সময় ভুল ট্রেডের কারনে একাউন্ট জিরো হতে পারে।
-
আমি মন করি ফরেক্স মার্কেটে টিকে থাকতে বেসি টাকা লাগেনা তার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে পড়া লেখা করতে হবে।আপনি ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভাল আয় করতে পারবেন।ফরেক্স মার্কেটে বড় সুযোগ হল কম টাকা ইনভেস্ট করে আয় করা যায়।
-
অল্প ডপজিট নিয়ে ভাল ট্রেড করা সম্বব যদি আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে। আমি সব সময় তাই করতে চাই।