-
প্রতিটি কাজেই আামাদের একটা টার্গেট থাকে।ফরেক্স ও একটা টার্গেট নিয়ে কাজ করছি।আমি ফরেক্স ফোরাম এ নতুন তাই এই মাসে যতটা পারি সেটা ৩০ডলার ও হতে পারে বা ৪০ডলার। তবে আস্তে আস্তে টার্গেট টা বাড়বে। আমি যদি প্রথম অবস্থায় ১০০ ডলার করতে চাই তবে হয়তো নতুন হিসাবে এটা আমার বোকামো ছাড়া আর কিছু না।সবারি এই জিনিস গুলো মনে রাখা উচিত।
-
গত দুই মাস থেকে আমার কোন ক্যাপিটাল নেই ফলে আমি কোন ট্রেড করি নি । আমি দুই মাস আগে বেশি লোভ করতে গিয়ে সব ক্যাপিটাল লস করে ফেলেছি । আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করে বেশি আশা করা ঠিক নয় । কারণ আমরা যদি ট্রেড করে বেশি আশা করে বসে থাকি তাহলে আমরা আয় করতে পারবো না বরং আরও ভুল করব । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে একটি বিষয় এ বেশি গুরুত্ব দিতে হবে । তা হচ্ছে আপনাকে আপনার লোভ কে কন্ট্রোল করতে হবে, না হয় আপনি আয় করতে পারবেন না শুধু লস করতে থাকবেন ।
-
মার্কেটে ব্যাবসা শুরু করি তাহলে আমাকে চাকুরী নিয়ে ভাবতে হবেনা যখন চাকুরীর সময় আসবে তার আগের থেকে আমি ফরেক্স মার্কেটের থেকে আমার চাহিদা অনুযায়ী আয় করতে পারবো।তাই আমি বলতে পারি ছাত্রদের জন্য ফরেক্স মার্কেট নেতিবাচক নয় বরং ইতিবাচক। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এবং আমি আপনার সাথে খুব ভালভাবে একমত হয়েছি যে এই ম্যাচের জন্য আমরা যখনই এটিতে কাজ করি তখন এটি ধ্বংসের জন্য নেতিবাচক বিবেচনা করা আমরা যখন এর জন্য কাজ করা বন্ধ করি তখন আমাদের কঠোর পরিশ্রম করা ছেড়ে দেওয়া উচিত নয়। সুতরাং আমরা যখন এতে কাজ করি তখন
-
আমি আমার ফরেক্স অ্যাকাউন্ট থেকে মোট ১০০ ডলার প্রফিট বা লাভ করতে চাই। আমার ব্যালেন্স এই মাসের শুরুতে ছিল সর্বমোট ১২০ ডলার যা এখন ১৯০ তে উন্নিত হয়েছে আমি চাইলে আরও প্রফিট করতে পারতাম কিন্তু আপনারা নিশ্চই খেয়াল করেছেন যে ইউরো/ইউ.এস.ডির মার্কেট প্রাইজ অনেকটা উঠা নামা করছে যার দরুন মার্কেট যে কোন দিকে বড় ভাবে পরিবর্তিত হবে তা বুঝা অনেকটা কঠিন আর তাই আমি খুব কম ঝুকি নিয়ে অল্প করে ট্রেড করে অল্প লাভে ট্রেড গুছিয়ে নিচ্ছি
-
এই মাসে আমার টার্গেট থাকবে ৭০ থেকে ১০০ ডলারের মত। এটা খুব বড় এমাউন্ট নয় আশা করখুব সহজেই এই টার্গেট পুরন করতে সক্ষম হবো। সেই লক্ষ্যেই নিয়মিত মার্কেট এনালাইসিস করেই ট্রেড করার চেষ্টা করি যাতে করে লসের কবলে পড়তে না হয়।
-
ফরেক্স মারকেত থেকে আমি প্রতি মাশে ইঙ্কাম করে থাকি তবে প্রতিমাসের চেয়ে আমার এই মাশে আমি একটু বেশি আয় করতে চাই প্রতি মাশে আমি আয় করি ২ থেকে ৩০ হাজার টাকা আর এই মাশে আমি আয় করতে চাই ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতে চাই।
-
ফরেক্স থেকে আমার ইনকাম হল ৫-৭ ডলার কারন আমি অল্প অল্প করে ইনকাম করতে চাই। বেশি লোভ করএ ভাল না ।তাই সবাই কে বলি যে লোভ বেশি কর না এতে লাভ আর চে লস বেশি হবে।
-
ফরেক্স ট্রেড করতে গেলে টার্গেট নিয়ে করা ভাল টার্গেট নিয়ে ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায় তবে টার্গেটটা মূলধনের সাথে সামঞ্জ্যস্য থাকা চাই আমার মূলধন কম আমার টার্গেট ও কম এ মাসে আমার টার্গেট ৫০ ডলার আমি আমার ট্রেড এর উপর নির্ভর করে আয় করি ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যে খানে আপনি নির্দিষ্ট কোন আয় করতে পারবেননা হয়তো কোন মাসে বেশি হবে আবার কোন মাসে কম হবে ।
-
টার্গেট নিয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না। কবে লাভ হবে আর কোন দিন লস হতে পারে তা আগে থেকেই ঠিক করা যাবে না। তাই তো আমি টার্গেট করি না। তবে আমি মনে করি কথা যাদের পুঁজি অনেক বেশি পরিমানে আছে তারা কিন্তু অনেক বেশি আয় করতে পারে । আসলে ফরেক্স এর এই কারেন্সি নিয়ে ব্যাবসা অনেক লাভজনক।
-
ফরেক্স থেকে প্রতি মাসে অনেক আয় করি প্রতিমাসের হিসাবে এই মাসে আমার অনেক ইঙ্কাম করার ইছা আছে কারন এই মাসে আমার ইছাটা একটু এবং চাহিদা বেড়ে গেছে তাই এই মাসে আমি ফরেক্স মার্কেট থেকে একটু বেশি আয় করতে চাই।