- 
	
	
	
	
		সেকেন্ড লেভেল ভ্যারিফিকেশন অত্যন্ত জরুরি । সেজন্য ব্যাংক একাউন্ট এর ছয় মাস এর স্ট্যাটমেন্ট এর স্কেন কপি লাগবে যা দুই মাসের বেশি পুরোনো হওয়া যাবে না । আপনার একাউন্ট এর নাম ও ঠিকানা এবং ব্যাংক স্টেটমেন্ট এর নাম ও ঠিকানা একইরকম হতে হবে । বিদ্যুৎ বিল ও পানির বিল এর কপিও ব্যবহার করতে পারেন । বেবহারকারীর ব্যাঙ্ক ডকুমেন্ট এর স্ক্যান কপি প্রয়োজন এবং স্ক্যান কপি যথেষ্ট পরিষ্কার হতে হবে যাতে 
 তারা ডকুমেন্ট পড়ে আপনার দেয়া তথ্য চেক করেত পারে ।
 
 
- 
	
	
	
	
		আমার জানামতে দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের জন্য ব্যাংক স্টেটমেন্ট,পানির বিল,বিদ্যুৎ বিল,গ্যাস বিল ইত্যাদির যে কোন একটি হলেও চলবে। তবে সেই স্টেটমেন্ট সর্বশেষ তিন-ছয়মাসের হতে হবে,পাশাপাশি প্রথম লেভেলে ভেরিফাই করা ঠিকানার সাথে উক্ত স্টেমেন্ট বা যে কোন বিলের ঠিকানার মিল থাকতে হবে। নচেত ভেরিফাই হবে না। 
 
- 
	
	
	
	
		বিভিন্ন ব্রোকার আপনার কাছে আপনার ভেরিফিকেশন ডকুমেন্ট চাই । ইন্সটাফরেক্স আপনার কাছে দুই ধরনের ভেরিফিকেশন চাই । একটি হচ্ছে আপনার নাম,পরিচয় ভেরিফাই করার জন্য আপনার কোন আইডি কার্ড এর স্ক্যান কপি যেটা ১ম স্তরের ভেরিফিকেশন বা বিগেনার লেভেল ভেরিফিকেশন নামে পরিচিত এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার ঠিকানা যাচাই করার জন্য যেটি ২য় স্তরের ভেরিফিকেশন নামে পরিচিত। আপনি এটি সম্পন্ন করতে পারলে আপনার একাউন্ট হাইলি ভেরিফাইড হবে এবং আপনি নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন । 
 
- 
	
	
	
	
		আমার জানামতে দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের জন্য শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টই যথেষ্ট। তবে বিদ্যুত বিল পানির বিল বকেয়া বিল-এর থেকে যেকোন একটি হলেও চলবে। 
 
- 
	
	
	
	
		ভেরিফিকেশন ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।২য় লেভেল ভেরিফাই করা খুবই জরুরী। তার জন্য প্রয়োজন ব্যাংকে স্টেটমেন্ট। যেকোনো ব্যাংকে আপনার একাউন্ট থাকলে সেই ব্যাংকে স্টেটমেন্ট লাগবে।তাছাড়া  বিদ্যুৎ বিলের কপি,পানির বিল, গ্যাস বিল যেকোনো  একটা বিলের কাগজ স্কান করে আপলোড করতে পারেন। এর দ্বারাও ২য় লেভেল ভেরিফিকেশন সম্ভব হবে 
 
- 
	
	
	
	
		খুবি সুন্দর একটা প্রশ্ন করেছেন।ট্রেডিং একাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে দুটি লেভেল পার করতে হয়। ২য় লেভেল ভেরিফাই করার জন্য আপনাকে আপনার ঠিকানা প্রুফ করতে হয় তাই আপনাকে আপনার বাসার বিদ্যুৎ বিলের স্কান কপি, পাসপোর্ট, ও ব্যাংক স্টেটমেন্ট এমনকি টেলিফোন বিলের স্কান কপি জমা দিতে হবে।ধন্যবাদ 
 
- 
	
	
	
	
		বিভিন্ন বণিকের আপনার চেক প্রতিবেদন থাকা দরকার। ইন্সটাফরেক্সের জন্য দুই ধরণের নিশ্চিতকরণ প্রয়োজন। একটি হল আপনার নাম, প্রথম স্তরের নিশ্চিতকরণ বা টেন্ডারফুট স্তর নিশ্চিতকরণ হিসাবে পরিচিত ব্যক্তিত্ব এবং দ্বিতীয়টি আপনার অবস্থান যা দ্বিতীয় স্তরের চেক হিসাবে পরিচিত তা যাচাই করার জন্য আপনার কোনও আইডি কার্ডের ফিল্টারযুক্ত নকল। আপনি এটি করতে পারেন এমন ইভেন্টে আপনার রেকর্ডটি ব্যতিক্রমীভাবে নিশ্চিত হয়ে যাবে এবং আপনার কাছে নিশ্চিততার সাথে বিনিময় করার বিকল্প থাকবে। 
 
- 
	
	
	
	
		ইন্সটাফরেক্স এ দুই লেভের এর ভেরিফােই করতে হয়। একটা হচ্ছে ভোটার আইডি কার্ড এর দ্বিতীয় লেভেল এ হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনাকে প্রফিট উঠানোর জন্য দুইটাই ভেরিফাই করতে হবে। হাই লেভেল ভেরিফাই ছাড়া ব্রোকার কখনো্ টাকা উইড্রো করতে দিবে না। 
 
- 
	
	
	
	
		আমার মনে হয় ট্রেডিং আকাওন্ত ভেরিফাই করা শুব সহজ যদি আমাদের রিয়েল দকুমেত্ন থাকে তাহলে আমরা খুব সহজে এই ভেরি ফাই করতে পারি তারপর আমরা ট্রেড সুরু করতে পারবো। আপনি সেকেন্ট লেভেল ভেরিফিকেশন করানোর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি ব্যাবহার করতে পারেন,আপনার বিদ্যুত বিলের স্ক্যান কপি,টেলিফোন বিলের স্ক্যান কপি,পাসপোর্টের স্ক্যান কপি ব্যাবহার করে তার পর সেকেন্ট লেভেল ভেরিফিকেশন কম্পিলিট করতে পারেন। 
 
- 
	
	
	
	
		দ্বিতীয় স্তরের ভেরিফাই করার জন্য যা লাগবে 
 
 ফরেক্স এ একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক। আপনার একাউন্টে যদি ভেরিফাই না হয় তাহলে আপনি ট্রেড করে প্রফিট করলেও তা উত্তোলন করতে পারবেন না। এজন্যই একাউন্ট ভেরিফাই করা অত্যন্ত জরুরি।
 অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে দুটি লেভেল অতিক্রম করতে হবে। প্রথমত হলো আপনার আইডেন্টি প্রুফ করতে হবে। দ্বিতীয় স্তরে একাউন্ট ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যা সাম্প্রতিক বা বিগত দুই থেকে তিন মাস পূর্বের। ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করে এটাস্ট করলেই দ্বিতীয় স্তরের ভেরিফাই কমপ্লিট হবে। তবে ডকুমেন্টের রেজুলেশন ও অক্ষর গুলো স্পষ্ট হতে হবে।