ব্যবসার মাঠে সবাই টিকে থাকতে চায়।আর ফরেক্স মার্কেটেও তাই টিকে থাকতে হলে অল্প রিস্ক নিয়ে ট্রেড করাই ভালো।
Printable View
ব্যবসার মাঠে সবাই টিকে থাকতে চায়।আর ফরেক্স মার্কেটেও তাই টিকে থাকতে হলে অল্প রিস্ক নিয়ে ট্রেড করাই ভালো।
অল্প রিস্ক নিয়ে ট্রেড করাটা হল মানি ম্যানেজমেন্টের একটা অংশ । আপনি যদি সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেন তাহলে আপনি যদি ফরেস্কের কিছুও না জানেন তারপরেও আপনি আপনার অ্যাকাউন্ট সহজে জিরো করতে পারবেন না । তবে নতুন ট্রেডারদের কাছে এটা খুবই কঠিন কাজ ।
আমার মতে ফরেক্স খুব রিস্কি ব্যাবসা।। আমি ফরেক্সে নতুন তাই আমার ট্রেড নিয়ে চিন্তা হয় আমরা যদি ফরেক্সে ট্রেড করি তাহলে আমাদের অল্প রিস্ক নিয়ে ট্রেড করা উচিৎ।। আর অল্প রিস্ক প্রফিট নিয়েই আমাদের ট্রেড চালিয়ে যাওয়া উচিৎ।।।।।
কথায় আছে লেস ইজ মোর। অল্প রিস্ক এ ট্রেড করা ভালো কারন লস হলে কম হবে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ট্রেডাররা বেশি রিস্ক নিয়ে ট্রেড করে ফলে মার্কেট সামান্য বিপরীতে গেলেই একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায় । অল্প রিস্ক এ ট্রেড করলে হয়তো প্রফিট কম হবে কিন্তু লস এর বেলায় অন্তত মুলধন হারানোর ভয় থাকে না । বেশি রিস্ক নিয়ে ট্রেড করে মুলধনই যদি হারিয়ে ফেলেন তাহলে পরে আর ট্রেড করবেন কি দিয়ে ?
বেসি ঝুঁকি নেওার কোন দরকার নাই । তবে ঝুঁকির পুরুস্কার হচ্ছে মুনাফা। ঝুঁকি চারা কোন কাজে সফল হওয়া সম্ভব না ।আপনি যত ঝুঁকি নিবেন আপনার লাভের আশঙ্কা তত বেশি। তার মানে এই নয় যে আপনি আপনার খমতার চেয়ে ও বেশি ঝুঁকি নিয়ে কাজ করবেন। তাহলে কিন্তু আপনি একবারে মার্কেট থেকে পর্যন্ত আউট হয়ে যাওয়ার সম্ভবানা আছে। তাই বলব আপনি বেশি ঝুঁকি নিবেন না।
হা ভাই এই ফরেক্স মার্কেটে যারা অল্প রিক্স নিয়ে অল্প অল্প করে ট্রেড নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি মনে করি তারাই সব চাইতে বেশি লাভবান হয়ে থাকে। কারন ফরেক্স মার্কেটে যে বেশি লাভের আশায় বড় বড় রিক্স নিয়ে ট্রেড করতে চায় তারাই ফরেক্স মার্কেটে অনেক লস করে থাকে।
রিস্ক কম নিয়ে ট্রেড করতে পারলে সবচেয়ে ভাল। হাই রিস্ক নিলে ব্যালেন্স জিরো হয়ে যায়। আবার বিনিয়োগ করে ট্রেড করতে হয়। তাই অল্প অল্প করে ছোট লটে ট্রেড করলে মার্কেটে টিকে থাকা যায়। লাভের চেয়ে লসকে প্রতিহত করতে শেখাটাই সবচেয়ে কঠিন বিষয়।
ছোট ভলিয়ম ছোট ডাটা,
ছোট ছোট প্রফিটের কথা,
নিতান্তই সহজ সরল।
সহস্র ডলার রাশি,
প্রত্যহ যেতেছে ভাসি,
তারই দু চারটি যোগফল।
নাহি ভয়ের ছটা,
ঘটনার ঘনঘটা,
নাহি কষ্ট নাহি আপসোস।
অন্তরে তৃপ্ত রবে,
সাংগ করি মনে হবে,
আমরাই আছিতো বেশ।
আমরা যারা নতুন মাত্র শিখতেছি তাদের খুব তড়িঘড়ি করা উচিৎ নয় । অথ্যাৎ আমি বলতে চাচ্ছি যে খুব তড়িঘড়ি করে কোটি পতি হবার স্বপ্ন দেখা ঠিক নয়। আস্তে আস্তে সামনে অগ্রসর হোন , একদিন ফরেক্সস আপনার কন্টোলে চলে আসবে, সেদিন আপনি রিক্স নিতে পারেন । এখন রিক্স নিলে একাউন্ট জিরো হবার সম্ভবনা থাকে। ধিরে ধিরে শিখতে থাকুন ।
আমি ও আপনার সাথে একমত। ফরেক্সে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই রিস্ক কম নিয়ে ট্রেড করতে হবে।। ভালভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে।। ট্রেডিং এর জন্য ভাল একটা প্ল্যান করতে হবে।। ফরেক্স্র প্রতিদিন ট্রড করার প্রয়োজন নেই।।।