-
বোনাস দিয়ে ট্রেড আমাদের জন্য সৌভাগ্য ও বলা চলে। কেননা আমরা বিভিন্ন জায়গাতে ই পোষ্ট করি যেমনঃ ফেইসবুক,টুইটার ইত্যাদি, কিন্তু তার বিনিময়ে কি আমাদের কে এমন কোন সুবিধা দেয়া হয় যে এই নাও টাকা ব্যবসা কর। কিন্তু আমরা এখানে ইনবেষ্ট এর জন্য কিছু ক্যাপিটাল সম্মানি সরূপ পাচ্ছি ফোরাম এ পোষ্ট করে। তাই আমি মনে করি বোনস দিয়ে আমরা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য সর্ম্পূন ই লাভ।
-
আসলে ফোরাম পোস্টিং বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা হল এখানে আপনাকে নগদ টাকা বিনিয়োগের ঝুকি নিতে হয় না।তাছাড়া ফোরাম থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন। এতে করে আপনার দক্ষতা বাড়বে এবং পরবর্তীতে আপনি নিজেই ইনভেস্ট করতে পারবেন।
-
বোনাস দিয়ে আপনি ট্রেড করেন ভাল এতে আপনার কন টাকা ছারাই আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি ফরেক্স থেকে আয় করার সুযোগ পাছেন | ফরেক্স আপনার পরিশ্রমার বিনিময়ে আপনাকে বোণাস ডলার দিছে আপনি ফরেক্স থেকে বনাস দিয়ে আয় করতে পারেন | আপনি বোণাশ উথানর আগে আপনার একাউণ্ট সথিক ভাবে ভেরিফাই করেন
-
ফরেক্সের ফোরামে কাজ করা হলে অর্থাৎ যদি ফোরাম পোষ্টিং এর কাজ করে বোনাস পোষ্টিং ডলার বানানো যায় তাহলে ফরেক্সে মাস শেষে সেই ডলার দিয়ে ট্রেড করে লাভ করা হলে ফ্রীতে সেই ডলারের টাকা নিজে পাওয়া যায় । ফরেক্সের ফোরামের ফ্রী ডলার দিয়ে ট্রেড করার সুবিধা আছে যেমন- ফরেক্সে ট্রেড করতে হলে নিজের টাকা ইনভেস্ট করে তারপর ট্রেড করতে হয় কিন্তু এটাতে করতে হয় না । এর অসুবিধা এর টাকা পেতে একটু দেরি হয় ।
-
আমরা যারা ফোরামে কাজ করি তারা প্রতি মাসের ১ থেকে ৭ তারিখে বোনাস ডলার একাউন্টে পেয়ে থাকি।আর এই বোনাস ডলার দিয়ে ট্রেড করে যদি প্রফিট করি তবে তা উইড্র করতে পারি।তবে ইন্স্টাফরেক্স ও ফোরামের কিছু নিয়ম রয়েছে যা আপনাকে মেনে চলতে হবে।আর এই নিয়মগুলো না মানলে বা অন্য যে কোন কারনেই ইন্সটাফরেক্স আপনার একাউন্ট ব্যান্ড করে দিতে পারে তাই এই নিয়ে চিন্তা করে হতাশ হবেন না।
-
বোনাস দিয়ে ট্রেড করার অনেক সুবিধা আছে ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করতে আপনাকে কোন রকম ইনভেস্ট করা লাগবে না তাই আমি মনে করি বোনাস দিয়ে আমরা ফরেক্স একাউন্টে নিয়ে ট্রেড করতে পারি।তবেয়াপ্নি যদি কোম্পানির নিয়ম ভংগ করেন তাহলে আপনার আইডি চিরদিনের জন্য ব্লক মারতে পারে।
-
ফোরামের সাথে থাকলে আপনি আপনার টাকা ইনভেসট এর ঝুকি থেকে বেচে যাচ্ছেন আর আমি এই এ্যকাউন্ট দিয়ে ট্রেড করার পর বুঝব যে এখানে থেকে যামেলা করে কিনা তবে যারা এই বিষয়ে কোন অভিজ্ঞত্তা রাখেন না তারা দয়া করে নিজের মতামত দিবেন না,দিলেউ নিজের অভিজ্ঞতা দিবেন
-
নিয়মিত ভাবে ফোরামে পোস্ট করে বোনাস লাভ করা যায় এবং সেই বোনাস ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করা যায় আর আমি মনে করি এটি অনেকের জন্যই অনেক বেশি সুবিধাজনক কারন এমন অনেকে রয়েছেন যারা ডিপোর্জিট করতে অক্ষম কিন্তু নিয়মিত ভাবে অনুশীলনের মাধ্যমে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে তাদের জন্য এটি অনেক বেশি সহায়ক বলে আমি মনে করি।
-
তাই আমি মনে করি বোনস দিয়ে আমরা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য সর্ম্পূন ই লাভ। ফরেক্স সমন্ধে ভাল ভাবে জেনে ট্রেড করুন এই বোনাস ই আপনাকে হয়ত বড় ক্যাপিটাল তৈরী করে দিবে ইন্-সা-আল্লা
-
বোনাস দিয়ে ট্রেড করে আপনি যা প্রফিট করবেন তা উইথড্র করতে পারবেন।।। এতে আপনার একাউন্ট এর কোনো ক্ষতি হবে না।। যতদিন আপনার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন ততদিন আপনার প্রফিট করা ডলার আপনি উইথড্র করতে পারবেন।