আমিও মনেকরি ভাল ট্রেডার হতে হলে ভাল ট্রেডিং প্লান থাকতে হবে ।। ভাল ট্রেডিং প্লান না থাকলে আপনি সফলতা অর্জনে ব্যার্থ হবেন ।। আপনি হইত ভাল ট্রেড করেন আপনার ভাল প্রফিট আশে , হ্যা আশ্তেই পারে কিন্তু ভাল প্লান না থাকলে আপনি সফলতা ধরে রাক্তে পারবেন না।।
Printable View
আমিও মনেকরি ভাল ট্রেডার হতে হলে ভাল ট্রেডিং প্লান থাকতে হবে ।। ভাল ট্রেডিং প্লান না থাকলে আপনি সফলতা অর্জনে ব্যার্থ হবেন ।। আপনি হইত ভাল ট্রেড করেন আপনার ভাল প্রফিট আশে , হ্যা আশ্তেই পারে কিন্তু ভাল প্লান না থাকলে আপনি সফলতা ধরে রাক্তে পারবেন না।।
ভাই ফরেক্স মার্কেটে আমরা যদি ভালো কিছু করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা সঠিক পরিকল্পনা করা দরকার । আসলে শুধু ফরেক্স মার্কেটে নয় আমরা যেকোন কাজের ক্ষেত্রে যদি ভালোভাবে পরিকল্পনা করে নিতে না পারি তাহলে ফরেক্স থেকে আমরা আমাদের সুবিধা অর্জন করতে পারব না । তাই আমাদের উচিত ফরেক্স ট্রেডিং এর যাবতীয় চিন্তাভাবনার মাধ্যমে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করা এবং সেটা মেনে ট্রেডিং কাজ পরিচালনা করা । যদি আমার এটা করতে পারি তাহলেই আশা করি আমরা সামনের দিনগুলোতে ফরেক্সের মাধ্যমে নিজেদেরকে আরো দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারব ।
ফরেক্স মার্কেট উন্নতির মূলে রয়েছে ভাল মত ট্রেডিং প্লানিং ভাল মত ট্রেডিং করতে না পারলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব হয়ে ওঠে না। তাই ফরেক্স করতে হলে ভাল মত ট্রেডিং প্লান করতে হবে। ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হতে হলে আমাদেরকে প্রথমত এমন একজন পরিকল্পনাবিদ হতে হবে । তবে সে জন্য ভালো একজন ট্রেডার হতে হলে নিজেকে যোগ্য ও দক্ষ হতে হবে । আর ফরেক্স মার্কেটে শিখার কোন বিকল্প নেই ।
যে কোন কাজের শুরুতেই সুন্দর একটা প্লান বা পরিকল্পনা হলো ঐকাজের অর্ধেক সফলতা। তাই আমরা বলতে পারি ফরেক্স ট্রেডিংয়ে একটি সুন্দর ট্রেডিং প্লান হলো সফলতার অর্ধেক। ট্রেডিং প্লান স্বল্প মেয়াদী বা দীর্ঘ্যমেয়াদী হতে পারে। আমার মতে দীর্ঘ্যমেয়াদী প্লানকে ছোট ছোট করে স্বল্প মেয়াদী প্লানে নিয়ে আসতে হবে ,যাতে ছোট ছোট প্লান বাস্তবায়ন করতে সুবিধা হয়। এভাবে ছোট ছোট প্লান অর্জিত হলে একসময় আপনার বড় প্লানও অর্জিত হয়ে যাবে । ইনশা আল্লাহ।
ফরেক্সের জন্য ট্রেডিং প্ল্যান খুবই গুরুত্বপূর্ন একটা বিষয়। নির্দিষ্ট উদ্দেশ্য আর সঠিক প্লান না থাকলে আমরা কেও কিন্তু ভাল কিছু করতে সফল হব না। ফরেক্স মার্কেটে এক জন ভাল ট্রেডার যিনি , আমি মনে করি উনি ভাল একটা প্লান নিয়ে সর্বদা ট্রেড করে থাকেন। যদি আমাদের প্ল্যানিং অনুযায়ী কাজকরতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারব। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড এর ক্ষেত্রে আপনি আপনার নিজস্ব প্ল্যান অনুযায়ী কাজকরুন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন।
যে কোন কাজ করার আগে আমাদের প্ল্যান থাকতে হবে। ট্রেড শুরু করার আগে আমাদের সেই বিষয়ে একটা পরিকল্পনা করা দরকার। আর সঠিক পরিকল্পনা হতে পারে একজন সফল ট্রেডার এর হাতিয়ার। আমাদের প্ল্যান করে আগাতে হবে। তা না হলে ভালো কিছু করা যাবে না।
আমি মনে করে একজন ট্রেডার এর লাভ লস ট্রেডিং প্লান এর উপর নির্ভর করে ।ট্রেডিং প্লান যদি ভাল হয় তাহলে ট্রেড থেকে লাভ করার সমভাবনা বেশি থাকে।তবে আমাদের মনে রাখতে হবে যে কোন সময় ৫% এর বেশি ঝুকি নেয়া যাবে না। আমাদের সবারই ট্রেড এর বেলায় একটা প্লান নিয়ে ট্রেড করা। ফরেক্স এ ভাল কিছু করতে হলে আমাদের তা থাকা দরকার।নির্দিষ্ট উদ্দেশ্য আর সঠিক প্লান না থাকলে আমরা কেও কিন্তু ভাল কিছু করতে সফল হব না।
ফরেক্স মার্কেটে সফল হওয়ার মুল চাবিকাঠি হোল অভিজ্ঞতা আর ফরেক্স সম্পরকে ভালো গেয়ান। তারপর ও দেখা যায় এগুলো থাকার পর ও অনেক এ তেমন ভাল করতে পারছেন না। এখানে একটি কারন হল তেরেদ করার সঠিক পরিকল্পনা বা প্লান। আপনার নিজস্ব একটি সুন্দর প্লান আপানকে অনেক সফলতা এনে দিতে পারে। তাই তেরেদ করতে হলে একটি সুন্দর প্লান করে করেন ।। যেমন সব তেরেদ এর আগে সমায় নিয়ে এনালাইসিস করুন, মানিমানেজমেন্ত করে তেরেদ কেমন হতে পারে একটি ধারনা করুন। যদি দেখেন তেরেদ টা আপানার জন্ন ভাল হবে তারপর শুরু করতে পারেন। এভাবে সব কাজে একটি প্লান করে এগিয়ে গেলে সফল হওয়া অনেক সহজ।
পরিকল্পনা বিহীন কোন কাজ সম্পন্ন হয় না। পরিকল্পনা বা প্ল্যান না থাকলে কোন কাজেই সফলতা পাওয়া যায় না। যার প্লানিং যত ভালো হবে সে ততবেশি কার্যকর হবে ফরেক্স মার্কেটে।এখানে সুন্দর ও কার্যকরী একটি ট্রেডিং প্লান আপনার জীবনকে সারা জীবন সাফল্য বয়ে নিয়ে যাবে। আমি এখনো সঠিক কোনো ট্রেডিং প্ল্যান তৈরি করতে পারিনি তবে অনেক চেষ্টা করছি যাতে একটা সঠিক প্লানিংয়ের মাধ্যমে ট্রেড করা শিখতে পারি আর এটা করতে পারলে ফরেক্স আমার জন্য পারমানেন্ট জব হয়ে যাবে। তাই পরিকল্পনা করে ট্রেডিং করতে হবে।
হ্যাঁ কোন কাজ প্লানিং ছাড়া করলে কাজটিতে সফলতা পাওয়া অনেক কঠিন । ঠিক তেমনি ফরেক্স এ ট্রেড করার সময় আপনাকে আনালিসিস করে প্লানিং ঠিক করতে হবে। আপনি প্লানিং ছাড়া যখনি ট্রেড করবেন তখনি আপনার লস হওয়ার সম্ভবনা থেকে যাবে। ফরেক্স এ ট্রেডিং প্লানিং ঠিক করতে হলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে। পরিকল্পনা মাফিক ট্রেড করলে সফলতা আসবেই