বাংলা ফরেক্স ফোরামে আমিও নতুন । নিয়মিত পোস্ট করে থাকি । তবে আমি বোনাসের আশায় পোষ্ট করি না । সত্যি বলতে কি আমি জানতাম ই না যে পোষ্ট করলে বোনাস পাওয়া যায় । পরবর্তীতে যখন দেখলাম পোষ্ট করলে বোনাস পাওয়া যায় তখন আগ্রহ আরো বেড়ে গেলো । ে। আপনাদের কারও যদি যোগ না হয়ে থাকে তবে চিন্তার কোন কারন নেই, দুই-একদিনের মধ্যে বোনাস যোগ হয়ে যাবে। তাই চিন্তার কোন কারন নাই কাজ করো বেসি করে।আর লাভ কর বেসি করে।