-
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷তারা বেশি লাভের আশায় বড় লটে ট্রেড করে,প্রায়ই নির্ভয়ে ওভার ট্রেডিং করে,মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করে না,লিভারেজ নেয় অনেক বেশি,সেশন দেখে-বুঝে সময় মতো ট্রেড করে না,নিউজ আওয়ারে নিউজ ইমপেক্ট না বুঝেই ট্রেড করতে থাকে,দ্রূত লাভের আশায় স্ক্যালপিং করে...অস্হির হয়ে ট্রেড করে৷
-
ভাই ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডারের লসের মূল কারন হছ্ছে তার নিজের দোষের কারনে । কারন প্রথমত দেখা যায় যে সে মানি ম্যানেজম্যান্ট ছাড়াই ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করে, এরপর দেখা যায় যেটা সেটা হল তার লোভকে নিয়ন্ত্রন করতে সে অক্ষম বলেই কিন্তু সে কোন পজিশন ফলো না করে রেনডোমলীভাবে যেখানে সেখানে ট্রেড নিয়ে লস করে এবং পরিশেষে বলব সে তার অভিজ্ঞতার অভাবে বেশিরভাগ ট্রেডে লস খায়।
-
আমার জানা মতে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে তাদের নিজের দোষের কারণে। প্রথমত কারণ হচ্ছে সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেডিং কার্যপরিচালনা করা, ওভার ট্রেডিং করা, নিউজ সঠিকভাবে ফলোআপ না করা এবং মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করার ফরেক্স বেশির ভাগ ট্রেডার প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে। মোটকথায় বলা যায় ট্রেডাররা অভিজ্ঞতার অভাবেই প্রায় প্রতিটি ট্রেডে লস করে থাকে।
-
আসলে আমি কখনও এটা বুঝতে পারি না। মানুষ এটা কেন বুঝতে পারেন না যে, এত বড় একটা মার্কেট যেখানে বড় বড় ট্রেডাররা পর্যন্ত লস করেন। সেখানে কোন রকমের ট্রেডিং অভিজ্ঞতা ছাড়া কিভাবে ট্রেড করতে আসেন আসলে আমার বোধ্যগম্য হয় না। একটা ব্যপার ফরেক্স মার্কেটের জন্য সত্যি সেটা হলো আপনি যত লাভের জন্য বেশী ট্রেড করার চেষ্টা করবেন তত বেশী লস হবে। প্রথমে ফরেক্স মার্কেটে আসতে হবে শেখার জন্য যখন আস্থা আসবে নিজের উপর তখন আপনি ইনভেষ্ট করে ট্রেড করবেন আশা রাখি ভাল করতে পারবেন।
-
বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে তাদের অভিজ্ঞতার কারণে, নিম্নে কয়েকটি কারণ উল্লেখ্য করা হল:
১। সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট না করার ফলে
২। ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে না বুঝে ট্রেড করা
৩। চার্ট সম্পর্কে না বুঝে ট্রেডিং কার্যপরিচালনা করার ফলে
৪। লোভ এবং ধৈর্য্য হারা হওয়ার ফলে
৫। ওভার ট্রেড করার ফলে
৬। লিভারেজ সম্পর্কে না জেনে ট্রেড করার ফলে।
আর উক্ত কারণগুলো কারণেই বেশির ট্রেডার তাদের ট্রেডিং কার্যপরিচালনা করার ক্ষেত্রে তারা অধিকাংশ সময় ফরেক্স মার্কেটে লস করে থাকে।
-
আমার দেখামতে বেশিরভাগ ট্রেডাররা এই বাজারে লস করে কারণ তারা না বুঝেই ট্রেড করা শুরু করেন, আর অনেকে আছেন সবসময় বিপরীত চিন্তা করে ট্রেড করেন অর্থাৎ বাজার এখন উর্দ্ধদিকে আছে তাহলে তো নিম্নদিকে যাবেই এই ভেবে। আমিও প্রথম প্রথম এইভাবে ট্রেড করতাম কিন্তু ফলাফল সবসময় লসই হতো। তাই এই বাজারে সফলভাবে মুনাফা করতে হলে অবশ্যই বাজার ঠিকমত বিশ্লেষণ করে ট্রেড করা উচিত।
-
এই মার্কেটে বেশির ভাগ ট্রেডারই তাদের নিজের দোষের কারনে লস করে থাকেন। কারন হয়তোবা আপনার মানি ম্যানেজম্যান্ট বলে কিছু ছিলনা, কিংবা আপনি আপনার এনালাইসিসে কোন ঘাটতি রেখেছেন, না হয় আপনি কোন রং পজিশনে ট্রেড ওপেন করে কাজ করেন, আর নাহলে আপনি সঠিক ট্রেন্ড খুজে না পেয়ে ইমোশোনাল ভাবে ট্রেড করলে, কিংবা সেন্টিমেন্টাল ভাবে কাজ করলে ইত্যাদি এসব কারনেই দেখবেন যে বেশির ভাগ ট্রেডার ফরেক্সে লস করে থাকেন।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মার্কেট এখানে ট্রেড করে সহজেই প্রফিট অর্জন করা সম্ভব নয়। তাই আমি মনে করি বেশির ভাগ ট্রেডার লস করে থাকে তাদের দোষের কারণে। কেননা তারা সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনা করতে পারে না, মার্কেট এনালাইসিস সম্পর্কে বুঝে না, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, ধৈর্য্য ধারণ করে ট্রেড করতে পারে না এবং ট্রেন্ডের পজিশন অনুযায়ী তারা ট্রেডে এন্ট্রি নিতে পারে। আর এই দক্ষতা ও অভিজ্ঞতার অভাবেই বেশির ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে।
-
না জেনে না বুঝে বেশি বেশি লাভের আশা করার কারনে ভালভাবে এ্যানালাইসিস্ না থাকার কারনে আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে তাই আমরা মনে করি অনেক ধৈর্য না থাকলে আমাদের লস হবে এবং ফরেক্স যে ভাবে জানলে আমরা ভালভাবে শিখবো শেভাবেই বুঝেশুনে ট্রেড করলে আমরা লচের সম্মুখীন হব না।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মার্কেট এখানে ট্রেড করে সহজেই প্রফিট অর্জন করা সম্ভব নয়। তাই আমি মনে করি বেশির ভাগ ট্রেডার লস করে থাকে তাদের দোষের কারণে। কেননা তারা সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনা করতে পারে না, মার্কেট এনালাইসিস সম্পর্কে বুঝে না, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, ধৈর্য্য ধারণ করে ট্রেড করতে পারে না