-
আপনি ফরেক্র পাশাপাশি আর একটা ভালো জব করতে পারেন। ফরেক্র আপনাকে মাঝেমাঝে হতাশ করতে পারে তখন আপনি মানুষিক চাপে ভুল ট্রেড নেওয়ার ঝুকি থাকে। এ অবস্তায় আপনার যদি আর একটা ভালো জব থাকে তা হলে মানুষিক চাপ মুক্ত থাকতে পারবেন। ট্রেডেও মন দিয়ে করতে পারেন। আমার মতে তাই এটাকে প্রধান পেশা নেওয়া উচিৎ নয়। তবে ফরেক্র ট্রেডারকে কায়িক শ্রম বিমুখ করে তোলে।
-
ফরেক্স এ যেহেতু অনেক আয়ের সুযোগ রয়েছে সেহেতু ফরেক্স এর উপর নির্ভর করে চলা যায়। কিন্তু একটি সমস্যা আছে মনে করুন আপনি এক মাসে কোন আয় করতে পারলেন না অপরন্তু আরও লস করে বসলেন কারন মার্কেট প্রতিমাসে আপনার পক্ষে থাকবে এমনটি নয়। তাহলে সে মাসে আপনার চলাটা অনেক কষ্টকর হয়ে যাবে। তাই ফরেক্স এর উপর পুরোপুরি র্নিভর করে চলাটা ঠিক না। তবে যারা অনেক অর্ভিজ্ঞ তারা প্রতি মাসে অনেক আয় করতে পারে, ফলে ফরেক্স এর উপর নির্ভর করে চলতে হলে অনেক অভিজ্ঞ হতে হবে।
-
ফরেক্সে ইনকামের বহুবিধ পথ রয়েছে। এখানে এসে অনেক্*ই ট্রেড করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে।আপনি যদি ফরেক্সের উপর নির্ভরশীল হতে চান তাহলে আপনাকে ফরেক্স ভাল করে বুঝতেহবে, নিয়মিত স্টাডি করতেহবে ,ধৈর্য ধরে ফরেক্সে ট্রেড করতে হবে তবেই আপনি প্রফিট করে ফরেক্সের উপর নির্ভরশীল হয়ে সমাজে চলতে পারবেন।
-
আমরা অনেকে না বুঝে ফরেক্স মার্কেট এ ট্রেড করি, যার ফলে ভাল ইনকাম দূরে থাক , যেটা ইনভেস্ত করি তাও হারিয়ে ফেলি । ফরেক্স থেকে আই করা সম্ভব যদি এ সম্পর্কে ভাল জ্ঞান থাকে । ফরেক্স এর উপর নির্ভরশীল হতে চাইলে অবশ্যই এ সম্পকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।তারপর এখান থেকেই আমরা সফলতা পাব এবং এর উপর পুরপুরি নির্ভর হতে পারব।
-
প্রাথমিক ভাবে ফরেক্স এর উপর নির্ভর করা একদম বোকামী অন্তত ৮/১০ বছর অভিজ্ঞতা না হলে ফরেক্স এর উপর নির্ভর করা ঠিক নয়। কারণ ফরেক্স এ শুধু লাভ হয় তা নয় অনেক লসও হয় যা আপনাকে রিকভার করতে হবে আবার ভাল পরিমানে একটা ডিপোজিট থাকতে হয় যাতে আপনি আপনার নিজস্ব খরচ চালিয়েও আপনি ট্রেড কে চালিয়ে নিতে পারবেন। আসলে এই সব ব্যপার গুলো দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকলে পারবেন না। তাই আগে ভালভাবে শিখে অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনার ফরেক্স কে ফুলটাইম হিসাবে নিতে হবে। আর না হলে সব সময় সাইড ইনকাম হিসাবে নিতে পারেন।
-
আপনি যদি ভালো ট্রেডিং জানেন তাহলে ফরেক্স ট্রেড করে জিবিকা চালাতে পারেন। তবে আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে।ফরেক্স রিস্ক বিসনিজ তাই এখানে পুরাপুরি দক্ষ হয়া ছাড়া বিকল্প নাই। তবে যদি আপনার পুরাপুরি কনপিডেন্স থাকে বা ৫-৭ বছরের অভিগ্গতা থাকে তা হলে আপনি ফরেক্স এর উপর নিবরশীল হতে পারেন।
-
আমি বলবো ফরেক্স মার্কেট এ মুনাফা আয়ের কোন সীমা নাই । আপনি যত খুশি তত মুনাফা আয় করতে পারেন । এই জন্য আপনার প্রয়োজন ফরেক্স এ ভালো দক্ষতা । আপনি যদি ফরেক্স এর উপর নির্ভরশীল হতে চান তাহলে আপনার ফরেক্স এ ভালো দক্ষতা অর্জন করতে হবে । আপনার চেষ্টা থাকলেই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন । ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করে আপনি আপনার আর্থিক চাহিদা মেটাতে সক্ষম হবেন ।
-
হ্যা আপনি ফরেক্স ইনকামের উপর নির্ভরশীর হতে পারেন তবে এজন্য আপনাকে আগে কঠোর পরিশ্রম ও ধৈর্য্য সহকারে মার্কেটে অবস্থান করতে হবে। বিশেষ করে ডেমো ট্রেডিং দ্বারা আপনি যখন মার্কেটের বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানেতে ও বুঝতে সক্ষম হতে পারবেন তখন অবশ্যই কিছু ইনকামের মত পথ খোজে পাবেন। আর এভাবে ধীরে ধীরে ফরেক্স মার্কেটে যদি দীর্ঘ ১/২ বছর লেগে থাকতে পারেন তাহলে আপনি মার্কেটের খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে দক্ষ হতে পারবেন। বিশেষ নিউজ, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিসগুলো অধিক গুরুত্বসহকারে জানতে হবে। আর যখন আপনি মার্কেটের মোটামুটি ভাল ধারণা অর্জন সক্ষম হতে পারবেন তখন অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড ভাল ইনকাম করতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
টাকা ইনকাম করার জন্য ফরেক্স একটি অন্যতম সাইট।আমরা ফরেক্সকে ফুল টাইম কাজ হিসাবে কাজ করতে পারি।।আর যারা অন্য কাজের সাথে জড়িয়ে আছে তারা ফরেক্স এ অবসার টাইমে কাজ করতে পারে।
-
ফরেক্স এ যদি সফলতা পাওয়া যায় তাহলে সে ফরেক্স করতে পারে এটা স্বাভাবিক। ফরেক্স করে অনেক অর্থ আয় করা সম্ভব এটা মানতে হবে। যদি ১০০০ হাজার ডলার ব্যালেন্স নিয়ে ট্রেড শুরু করা যায় তাহলে সে অবশ্যই লাভবান হতে পারবে।