-
অবশ্যই আমি ফরেক্স এ ট্রেড করতে আগ্রহী। লাভ লস যাই হোক।আমি জানি যে ফরেক্স ট্রেড এ লাভ করা অনেক কঠিন।ফরেক্স মার্কেট শিখার জন্য অনেক শ্রম দিয়েছি এবং অনেক কিছু শিখেছি। আরও শিখব এবং ভবিষ্যতে একজন দক্ষ ফরেক্স ট্রেডার হয়ে জীবনকে পাল্টে দেব। আমি ফরেক্স করব কারন আমি চাই ফরেক্স করে নিজে কে স্বাবলম্বী করার জন্য। আমি জানি ফরেক্স করে সবাই লাভ করতে পারে না কারন ফরেক্স অনেক রিস্ক একটা বেবসা,তাই এতে লাভ ও অনেক আবার লস ও অনেক।আমি ফরেক্স করে নিজে কে একটা ভাল জায়গায় নিয়ে যেতে চাই।
-
আমার ফরেক্স মার্কেটে আসার ইচ্ছা অনেকদিন থেকেই যা এখন আমার আশা পূরণ হয়েছে । আামি এই মার্কেটে এসে নিজের জীবনকে উন্নতি করতে পেরেছি । নিজেকে স্বাবলম্বী করতে পেরেছি বলে আমি খুবই ধন্য । আপনারা সকলে এই ব্যবসায় মনোনিবেশ করেন অবশ্যই সফলকাম হতে পারবেন ।
-
আপনার ট্রেড নিয়ে প্লান গুলো দেখে খুব ভালো লাগলো। আই থিংক এধরনের প্ল্যান অন্যকেও উতসাহিত করবে। প্রথমেই আপনার সার্বিক সফলতা কামনা করি এই সেক্টরে। আমার নিজের ক্ষেত্রে বলতে গেলে এই সেক্টরে আমিও বেশ সফল হতে চাই। পাশাপাশি আমার ইচ্ছা আছে এটাকে যেন সমাজে বেশ সম্মান জনক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে চেষতা করা।
-
আমার নিজের ক্ষেত্রে বলতে গেলে এই সেক্টরে আমিও বেশ সফল হতে চাই। পাশাপাশি আমার ইচ্ছা আছে এটাকে যেন সমাজে বেশ সম্মান জনক পর্যায়ে নিয়ে যাওয়া। আমি জানি ফরেক্স করে সবাই লাভ করতে পারে না কারন ফরেক্স অনেক রিস্ক একটা বেবসা,তাই এতে লাভ ও অনেক আবার লস ও অনেক।
-
ফরেক্স এ এসেই ট্রেড করবেন এটা কিন্তু ঠিক নই।ফরেক্স না আপনি যে কাজই করতে যান না কেন আপনি একবারে সাফলতা পাবেন না।আপনকে যথেষ্ট পরিশ্রম করতে হবে।মার্কেট সম্বন্ধে আপনাকে ভালভাবে জানতে হবে এবং ট্রেড করতে হবে।তবে ফরেক্স এ আপনি বার বার লাভ করবেন তা কিন্তু না লসও হতে পারে।
-
আমি আসলেই ফরেক্স ট্রেড করতে চাই কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে আমার অনেক ভাল লাগে কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে ভাল লাগে এই কারনে যে আপনি এটা ঘরে বসেই করতে পারবেন আপনার কথাও যেতে হবে না শুধু আপনি কম্পিউটার জানা থাকলেই চলবে বলে মনে করি। ফরেক্স কে যখন ফুল টাইম জব হিসাবে বেছে নিয়েছি তখন তো এর থেকে কোন বড় আশা করব এটাই স্বাভাবিক।আসলে আমি চাই ফরেক্স করার পরে আমার কোন চাকরি করা না লাগে,নিজেকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে পরিবারের হাল ধরতে চাই।এলাকার যুবসমাজ কে ফরেক্স করতে আগ্যহী বানাতে চাই যাতে তারাই তাদের বেকারতা দূর করতে পারে।
-
আমি ফরেক্স ট্রেড করছি। আমার বড় কোন ইচ্ছা নেই। ফরেক্স থেকে সামান্য কিছু আয় হলেই চলবে। এটা আমার সেকেন্ডারি পেশা। ঘরে বসে করতে পারছি, কোন ঝামেলা হচ্ছে না। বেশি সময় দেওয়া লাগছে না। মাসে ২০০ ডলার আয় করতে পারলেই আমার টার্গেট পুরুন হবে। ফরেক্স কে যখন ফুল টাইম জব হিসাবে বেছে নিয়েছি তখন তো এর থেকে কোন বড় আশা করব এটাই স্বাভাবিক।আসলে আমি চাই ফরেক্স করার পরে আমার কোন চাকরি করা না লাগে,নিজেকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে পরিবারের হাল ধরতে চাই।এলাকার যুবসমাজ কে ফরেক্স করতে আগ্যহী বানাতে চাই যাতে তারাই তাদের বেকারতা দূর করতে পারে।
-
আমি মনে করি যে, ফরেক্সে ট্রেড করতে আসা সকল ট্রেডারেরই একটাআশা আকাংখা রয়েছে।যেমনআমি ফরেক্সে ট্রেডিং করে নিজেকে একজন যোগ্য পার্ট টাইম ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। যাতে যেকোন পেশার পাশাপাশি ফরেক্সে ট্রেড করে অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করা সম্ভব হতে পারে। আমি ফরেক্স ট্রেড করছি। আমার বড় কোন ইচ্ছা নেই। ফরেক্স থেকে সামান্য কিছু আয় হলেই চলবে। এটা আমার সেকেন্ডারি পেশা। ঘরে বসে করতে পারছি, কোন ঝামেলা হচ্ছে না। বেশি সময় দেওয়া লাগছে না। মাসে ২০০ ডলার আয় করতে পারলেই আমার টার্গেট পুরুন হবে।
-
আসলে সবাই এরকম উদ্দেশ্য নিয়েই নিজেকে তৈরী করে যাতে করে ভবিষ্যতে সে বড় একজন ট্রেডার হতে পারে । মুলত মুনফা অর্জন ও নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতির এক ও অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা সবাই ফরেক্স করে থাকি । আর ফরেক্স করার মাধ্যমে আমরা নিজেদেরকে তখনেই সফল করতে পারব যখন আমরা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারব ।
-
আমি ফরেক্স মার্কেটের নতুন একজন ট্রেডার। আমি ফরেক্স মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করছি এবং পাশাপাশি ডেমো অ্যাকাউন্ট এ চর্চা করছি। আমি ফরেক্স মার্কেটে কাজ করব এই মন মানসিকতা নিয়েই আমি প্রায় অনেকদিন যাবত ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করছি। আমি শুনছি যে ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে ফরেক্স মার্কেটের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে গভীর ধারণা নেওয়ার জন্য।