ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করা যায় কিন্তু ফরেক্স হালাল না হারাম তা বলতে পারছি না । ফরেক্স হালাল না হারাম তা কোন ভাল ওলামার কাজ থেকে জানা যেতে পারে । আমার কাছে মনে হয় ফরেক্স হালাল ব্যবসা ।
Printable View
ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করা যায় কিন্তু ফরেক্স হালাল না হারাম তা বলতে পারছি না । ফরেক্স হালাল না হারাম তা কোন ভাল ওলামার কাজ থেকে জানা যেতে পারে । আমার কাছে মনে হয় ফরেক্স হালাল ব্যবসা ।
আমার জানা মতে কোন ব্যবসা হালাল হতে হলে তাতে লাভ লস থাকতে হবে। আর আমরা জানি ফরেক্স ব্যবসায় লাভ লস উভয়টি হয় তাই আম মনে করি হালাল । তবে আমরা জানি এখানে সুদ নেওয়া এবং না নেওার একটি ব্যবস্থা আছে । আপনি যদি সুদ না নিয়ে এই ব্যবসা করেন তবে আমি মনে করি হালাল হবে । অন্যথায় হারাম ।
ব্যবসা মুসলমানদের জন্য হালাল করা হয়েছে।যে ব্যবসায় লাভ লোকসান আছে ওইটাই বৈধ ব্যবসা।সুতরাং ফরেক্স এও লাভ লোকসান আছে তাইলে এটা হালাল।
সাধারণত মুসলিম ও ইসলাম ধর্মের অণুসারীদেরই হালাল হারাম বিবেচেনা করে চলতে হয় । আর সুদের কার্যক্রম ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ । কিন্ত ফরেক্সে সুদের লেনদেন হয় বলে প্র্রথম দিকে এটা হারামের দৃষ্টিকোণ থেকে দেখা হত । কিন্ত বর্তমানে অনেক ব্রোকার সুদ মুক্ত একাউন্টের অফার দিচ্ছে । তবে এ বিষয়ে বিস্তারিত জানতে হবে কোন বিজ্ঞ আলেমের কাছেই ।
ফরেক্স হালাল ব্যবসা কি না তার বিষয়ে আমাদের উপমহাদেশে অনেক মত রয়েছে। তবে আরব সহ সারা বিশ্বে এটাকে বৈধ বলে থাকে। এ বিষয়ে মূল নীতি হলো পণ্য হালাল হলে কারবার হালাল। আর আমরা সকলেই জানি মুদ্রা সম্পূর্ণ হালাল।
ইসলামের দৃষ্টিতে ফরেক্স ব্যবসায়ের বৈধতা আছে। এখানে এক মিনিটে লাভ লস হতে পারে আপনার ভুলের কারনে। ব্যবসায়েও তো লাভ লস হয়। যেমন আপনি যদি তেলের ব্যবসা করেন তবে এক দিনের মাঝেই দাম কমতে বাড়তে পারে। ব্যপার টা দাম কমা বাড়ার উপরে। তাই এই দৃষ্টিতে হালালই।
ফরেক্স ব্যবসা বিষয়ে উপমহাদেশের আলেমদের প্রশ্ন আছে। তবে আরব বিশ্বের এবং বাকি প্রায় সকল বিশ্বের আলেমদের মতে যদি ট্রেড ইনস্ট্রুমেন্ট হালাল হয় এবং সুদ বিহীন হয় তাহলে কোনো দশ নেই। আর কারেন্সির সাধারণ ব্যবসা যেহেতু বৈধ তাই ফরেক্সও বৈধ।
হ্যা ফরেক্স হালাল। তবে আপনাদের জন্য হালাল তখনি হবে যখন আপনি আপনার ট্রেডং একাউন্ট থেকে অপশন সিলেক্ট কোরে আপনার একাউন্টিকে সোয়াপ মুক্ত করবেন। এতে আপনারি শুবিধা আছে অর তা হোল আপনি যদি আপনার একাউন্টকে সোয়াপমূক্ত করেনন তাহলে আপনার ট্রেড লসে থাকলেও লসের পরিমান কম থাকবে আবার রাভের পরিমান ও কমে যাবে।
ফরেক্স কখনোই হালাল ব্যাবসা হতে পারে না , ফরেক্স ব্যাবসায় কোন খারপ কিছু নেই । এই ফরেক্স ব্যাবসায় যেমন সুদ নেওয়া হয় আবার ঠিক তেমনি সুদ দেওয়াও হয় । ফরেক্স মার্কেট এ যেমন বিনিয়োগ হয় আবার ঠিক তেমনি অর্থ উপার্জন ও হয় । তাই ফরেক্স হালাল ব্যাবসা হতে পারে না ।
আমি মনে করি ফরেক্স ১০০% হালাল ব্যবসায়। ব্যবসায়ে যেমন লাভ হয় তেমনি লসও হয়। ফরেক্সে তেমনি লস আছে এবং লাভ ও হয়। তাই ফরেক্সকে হারাম বলা যাবে না। হ্যাঁ, ফরেক্সে মিনিটে লস ও লাভ হয় কিন্তু ফরেক্সে দক্ষতার সাথে ট্রেড করলে লাভ লস নিয়ত্রন করা যায়। ফরেক্স থেকে যদি আপনি সুদ না নিয়ে থাকেন তাহলে ফরেক্স আপনার কাছে হালাল ব্যবসা।