-
ফরেক্স মার্কেটে প্রফিট করা মোটেও ভাগ্যের ব্যাপার নয়। ফরেক্স মার্কেট থেকে প্রফেট করতে হলে ফরেক্স ট্রেডিং ভালমত শিখতে হবে। একজন ভাল মানের ট্রেডারের কাছে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা শুধু সময়ের ব্যাপার। ফরেক্স ট্রেডিং হল একটি ব্যবসা আর যেহেতু ব্যবসা তাই লাভ ও লস দুটিই হবে। তবে এ মার্কেটে ট্রেড করা অনেক রিস্কি। তাই এ মার্কেটে ট্রেড করতে ভালমত জেনে তারপর আসতে হবে। তবে এ মার্কেট থেকে লাভ করা হল অভিজ্ঞতার ব্যাপার মোটেই ভাগ্যের ব্যাপার নয়।
-
না ভাই প্রফিট মোটেই ভাগ্যের উপর নির্ভর করে না।প্রফিটের জন্য আপনাকে ফরেক্স ভালো করে শিখতে আপনাকে ভালো এনালাইসিস করা জনাতে হবে। আপনি যদি ভালো এনালাসিস করতে পারেন তবে অবশ্যই ফরেক্স এ প্রফিট করতে পারবেন।
-
প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয় ইহা কিছু টেকনিকের ব্যবপার। ভাল কিছু জেনে ফরেক্স সম্পর্কে ভাল আইডিয়া এনে ট্রেড করেন প্রফিট অবশ্যই করতে পারবেন যদি আপনি বেশি লোভি না হন। মনে রাখা ভাল যে, ফরেক্স এর জন্য লোভ একদম বাজে অভ্যাস যা ট্রেডারকে ধব্বংসের দিকে নিয়ে যেতে সাহায্য করে।
-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
আমি মনে করি প্রফিট করা কখনোই নিজের ভাগ্যের ব্যাপার না ।এটা নিজের চেষ্টা,পরিশ্রম, বুদ্ধি, আর ধৈয্য এর ব্যাপার। প্রফিট করতে হলে নিজেকে যেমন পরিশ্রমি হতে হএ তেমন ধৈয্যও ধরতে হবে। আর সেইখানে নিজের বুদ্ধি তো আছেই। তাই প্রফিত করার জন্য আমার মতে আগে নিজেকে ভাল মত তৈকি করে নিতে হবে। তারপর প্রফিট এর আশা করতে হবে। তা নাহলে সম্ভব না। তাই পরিশ্রম এর বিকল্প নাই।
-
আমার কয়েবার ভুলে ট্রেড পড়ে যাওয়ার পর দেখলাম যখন সাথে ট্রেড বন্ধ করে দেই, ঠিক দিন শেষে মার্কেট আমার ভুল ট্রেডের দিকেই যায় মানে ভুল ট্রেডই যেন আমার প্রফিট হতো এরকম আপসোস লাগে। আবার এই রকম ভুল ট্রেড থেকেও কিন্তু প্রফিট করেছি তাই মনে হচ্ছে তখন যে, আসলে আজকের প্রফিট আমার ভাগ্যের ভাল লিখনের ফলে হয়েছে।
-
সকল ব্যবসায় একটা প্রফিট এর ব্যপার রয়েছে তেমনি এই মার্কেটে প্রফিট রয়েছে । সেই প্রফিট পাওয়ার জন্য কাজ করতে হবে নিজের । আপনি যদি মার্কেট নাবুঝে ট্রেড করেন তাহলে আপনি প্রফিট পাবেন না । এই জন্য দায়ী থাকবেন আপনি নিজেই। তবে অনেক সময় ভাগ্য একটা কাজ করে যেমন দেখাযায় আপনি ট্রেড ধরছেন আপনার অনুকুলে কিন্তু ধরার পরে মার্কেট আপনার অনুকুলে না এসে বিপরিত দিকে যাচ্ছে তখন আপনার কিছুই করার থাকে না ।
-
ভাগ্যের উপর ছেড়ে দিলে চলবে না কারন প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন।
-
ফরেক্স ট্রেডিং হল একটি ব্যবসা আর যেহেতু এটি একটি ব্যবসা তাই এখানে লাভ ও লস দুটিই হবে এটাই স্বাভাবিক। যদি ব্যবসায়ে লাভ লস না থাকে তাহলেতো একে ব্যবসা বলা যাবে না। তবে ফরেক্স ট্রেডিং মার্কেটে প্রফিট করাটা মোটেও ভাগ্যের ব্যাপার না। এ মার্কেটে ব্যবসা করে প্রফিট করতে হলে প্রয়জন ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা। তাই এ মার্কেটে যার যত বেশি জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে সে তত বেশি সফল। তবে এখানে প্রত্যেক ট্রেডার অথ্যাৎ নতুন ও অভিজ্ঞ সবাই কম বেশি লস করে কিন্তুু নতুনদের তুলনায় অভিজ্ঞ ট্রেডাররা অনেক কম লস করে।