-
আপনার কথার সাথে আমি একমত আছি । আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন,,,, তারা অনেকেই প্রথম পর্যায়ে ডেমো ট্রেডিং দিয়ে শুরু করে আন্দাজে ট্রেড করে ভালো প্রফিট অর্জন করে মনে করি যে আমাদের এবার রিয়েল ট্রেডিং এর সময় চলে আসছে । আমরা একপর্যায়ে তাই করি,,, রিয়েল ট্রেডিং শুরু করি এবং আমাদের ট্রেডিং এর উপর যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা না থাকায় আমরা রিয়েল ট্রেডিং শুরু করে আন্দাজে ট্রেড করে আমাদের একাউন্ট খালি করে ফেলি আর আফসোস করি । এটাই সাভাবিক,,, আন্দাজে ট্রেড করলে যা হয় আর কি,,, তাই আমাদের উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপর ট্রেড ওপেন করা এবং ভালো প্রফিট অর্জন করা,,, ধন্যবাদ ।
-
যারা ট্রেড করে তারা ফরেক্সকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু আমাদের বুঝতে হবে যে ফরেক্স আন্দাজে করার জিনিস নয়। আন্দাজে ফরেক্সে ট্রেড করলে এখানে শুধু লসই খেতে হবে। লাভের মুখ আর দেখতে হবেনা। তাই আমাদের অবশ্যই আন্দাজে ট্রেড করা পরিহার করতে হবে।
-
আন্দাজে ফরেক্স ট্রেড করা আর জুয়া খেলার মধ্যে কোন তফাৎ নেই । এমনকি আমি না জেনে ফরেক্স ট্রেড করার চেয়ে জুয়াকেই বেশী প্রাধান্য দিব কারণ জুয়াতে কমপক্ষে এটি জানা যায় যে আমি যার পক্ষে বাজি ধরেছি তার ক্ষমতা বিপরীত পক্ষের তুলনায় কম না বেশী । তাই আমি বিশেষ করে নতুন ট্রেডারদের উদ্দেশে বলতে চাই যে না জেনে ট্রেড ওপেন করার চেয়ে ট্রেড থেকে বিরত থাকা অনেক ভাল । যদি একান্তই ইচ্ছা হয় তাহলে ডেমোতে কম ব্যলেন্স নিয়ে ট্রেড করুন কিন্তু রিয়াল একাউন্টের যা ক্যাপিটাল আছে তা বৃথা নষ্ট করবেন না ।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক সহজ মনে হলেও আসলে ফরেক্স ট্রেডিং এতটা সহজ না।ফনেক্স ট্রেডিং ভালোভাবে বুঝেশুুনে তার পর ব্যবসা শুুরু করতে হবে।অযথা না বুঝে আন্দাজে যদি আপনি ফরেক্স ট্রেডিং ব্যবসা করেন তাহলে লস খাবেন।
-
ভাই ফরেক্স মার্কেট কোন জুয়ার বোর্ড নয় , যেখানে আন্দাজে ট্রেড করবেন আর লাভ করতে পারবেন । ফরেক্স মার্কেট হল একটা বিশাল ট্রেডিং প্লাটফর্ম । এখানে যদি আপনি লাভ করতে চান সেই ক্ষেত্রে আন্দাজে ট্রেড করে কখনই লাভ করতে পারবেন না । লাভ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট ভালোভাবে বুঝে , আনাল্যসিস করে ট্রেড করতে হবে । ভাই ফরেক্স ট্রেডিং আর জুয়াকে মেলাতে যাবেন না । ফরেক্স ট্রেডিং হল একটা ব্যবসা আর জুয়া তো জুয়াই ।
-
আন্দাজে ট্রেড করা মানেই ফরেক্স এ লুজার হওয়া, যারা ফরেক্স এ এলোমেলো ট্রেড এন্ট্রি দেয়, তারা স্থায়ীভাবে ফরেক্স এ সফল হয় না। আমি ডেমোতে অনেক এলোমেলো ট্রেড করেছি কিন্তু তাতে আমি লাভ করতে পারি নি। তাই এলোমেলো ট্রেডিং এ কখনোই সফল হওয়া যায় না।
-
ফরেক্স থেকে বড় অর্থোপার্জনের জন্য আমাদের সকলের উচ্চ উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং এটিই মূল কারণ যে এতগুলি ব্যবসায়ী বিশ্বের সমস্ত অঞ্চল থেকে এই ব্যবসা করছেন। তবে কয়েক জনই শেষ পর্যন্ত এটি ঘটতে পারে এবং অন্যরা ব্যর্থ হয়। সর্বাধিক ব্যবসায়ীরা পয়সা উপার্জন করতে চান তবে কঠোর পরিশ্রমের সাথে এটি শিখতে চান না এবং লোভী বোধ করেন না।
-
আন্দাজে ট্রেড করা কোনো ভাবেই কোনো ভালো ট্রেডারের কাজ হতে পারেনা । সাধারণতো ফরেক্স মার্কেটে যারা একদমই নতুন তারাই কেবল আন্দাজে ট্রেড করে থাকেন । আন্দাজে ট্রেড করাটা আমার মতে অনেকটা নিজের পায়ে কুড়াল মারার মতো । নতুনরা এই ব্যাপর গুলো এড়িয়ে চলা দরকার ।
-
প্রথমত ফরেক্স মাকেটটে ট্রেড করাটাকে খুবই সহজ মনে হয়।আমার ও প্রথমে ফরেক্স মাকেটে ট্রেড করে লাভ করাটা খুবই সহজ মনে হয়েছিল।কিন্তু ফরেক্স কোন ছেলেখেলা অথবা পুতুল খেলা না।যে আপনি আন্দাজে ট্রেড করে ফেলবেন।ফরেক্স মার্কেটে আন্দাজে ট্রেড করে অাপনি লাভ করে ফেলবেন এরকম যদি আপনি কখনও ভেবে থাবেন তাহলে লাভ তো দূরের কথা আপনি যে কোন সময় আপনার নিশ্চিত একাউন্ট জিরো হয়ে যাবে।ধন্যবাদ
-
আন্দাজে ট্রেড করে ফরেক্স এ হয়ত দুই একদিন লাভ করা যেতে পারে। কিন্তু দীর্ঘসময় ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে বুঝে শুনে ট্রেড করতে হবে। আর যারা আন্দাজে ট্রেড করে লাভ করে তারা কোন এক সময় দেখা যায় তাদের একাউন্ট ও টিকিয়ে রাখতে পারে না।