-
জীবনে কেউ কখনও ক্ষতিগ্রস্থ হতে চায় না। ফরেক্স মার্কেটও সবাই লাভ এর আসায় আসে। কেও এখানে লসের আসায় আসে না। তাই যখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে। আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যই ট্রেড করা থেকে বিরত থাকুণ। এটা সত্য যে ফরেক্স এর ট্রেড করলে বেশি ভাগ ট্রেড লস হয়। তবে চিন্তার কোন কারন নাই কারন প্রথম দিকে ফরেক্স এ ট্রেড করলে লস করবেন আস্তে আস্তে ফরেক্স শিখতে হবে ফরেক্স এ লস না করলে ফরেক্স শিখা যায় না।
-
ফরেক্স ট্রেডিং এ কেউ লস করতে চাই না । যখন আমি সঠিক এনালাইসিস করে ভালো কোন এন্ট্রি পয়েন্ট পাবনা তখন আমি ট্রেড এন্ট্রি নিব না । ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে সঠিক এনালাইসিস করে সঠিক এন্ট্রি টা নিতে হবে । কনফিউজিং সময়ে ট্রেড না করে রিলাক্স হয়ে বসে মার্কেটের খেলা দেখুন। কারন অযথা টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। এবং সুযোগের অপেক্ষা করুন ।
-
ফরেক্সে সবার উদ্দেশ্য থাকে এখানে ট্রেড করার মাধ্যমে লাভবান হবে । কেউ চায় না যে লস করুক । এই ধরনের পরিস্থিতি যদি ট্রেড করি তবে অনেক লস তাহলে আমি অবশ্যই সেদিন আর ট্রেড করব না । কারণ লস হওয়ার চেয়ে ট্রেড না করাই উত্তম । ফরেক্স ট্রেডিং নিয়ে অনেক ভাল কিছু পরিকল্পনা রয়েছে আমার জানি না কতদূর সফল হতে পারব । আশা করি ভাল একটি পজিশনে যাব । ধীরে ধীরে চেষ্টা করে যাচ্ছি সফলতা অর্জন করার জন্য ।
-
অবশ্যই আমি এখানে লস করতে চাই না। এখানে আমি লাভ করতে চাই। আবার ট্রেড না করলে লাভ করা যাবেনা। তাই লাভ করতে হলে ট্রেড করতে হবে। কিন্তু ট্রেড উলটাপালটা করলে হবেনা। উলটাপালটা ট্রেড মানেই আপনি লস ঘরে তুললেন। আর আপনি নিশ্চয়ই এখানে লস করতে আসেননি। তাই প্রতিটা ট্রেড নেয়ার আগেই ভেবে চিনতে ট্রেড নিন। ঠিক করুন কি করতে চান।
-
ভাই ফরেক্স থেকে আয় করাটা হল একটি যার যার নিজের উপর নির্ভর করে থাকে। কেউই চায় না যে আমি কোন কিছুতে লস করি। অনেক চেষ্টা করার পর ও যদি ফরেক্স এ লস করে তাহলে আমি বলব যে হাল ছেড়ে দিলে চলবে না। এভাবে লস করতে করতে শিখতে শিখতে একদিন না একদিন লাভ করা শুরু হবেই। তাই আমাদেরকে ভয় বা ভেঙ্গে পরলে চলবে না। বার বার চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে সাফলতা পাওয়া যাবে। ধন্যবাদ।
-
ফরেক্সে সবার উদ্দেশ্য থাকে এখানে ট্রেড করার মাধ্যমে লাভবান হবে । কেউ চায় না যে লস করুক । এই ধরনের পরিস্থিতি যদি ট্রেড করি তবে অনেক লস তাহলে আমি অবশ্যই সেদিন আর ট্রেড করব না । কারণ লস হওয়ার চেয়ে ট্রেড না করাই উত্তম।ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে সঠিক এনালাইসিস করে সঠিক এন্ট্রি টা নিতে হবে । আমি যত খন না সঠিক ট্রেডিং পজিশন পাচ্ছি আমি তত খন কোন ট্রেড এন্ট্রি নিব না।
-
ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্বই ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহোলে আয় করবেন কিভাবে। পকেটের টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই।
-
আমি বলবো এরকম কনফিউজিং সময়ে ট্রেড না করে রিলাক্স হয়ে বসে মার্কেটের খেলা দেখুন। কারণ পকেটের টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই। আর যদি না বুঝে ট্রেড করে তবে সে ক্ষতির সম্মুখিন হতে পারে যেকোন সময়। অনেক সময় আমরা দেখেছি নাবুঝা ট্রেড কিছু সময় প্রফিট দিতেও পারে তবে সহজ কথা হচ্ছে একটি ভুল ট্রেড সব অর্জনকে শুন্যের কোঠায় নামিয়ে নিবে।
-
ফরেক্স নিয়ে আমার যা ভাবনা তা হল ফরেক্স বিষয়ে আমি অভিজ্ঞতা অর্জন করতে চায়। ফরেক্স মার্কেটে টিকে থাকতে চাই, এর জন্য যত কষ্ট সহ্য করতে হবে আমি প্রস্তুত। বর্তমান আমি ফরেক্স চাকরির পাশাপাশি পার্টটাইম হিসেবে করে থাকি। একটা নির্দিষ্ট সময় পর আমি ফরেক্স থেকে লাভবান হলে ফরেক্স কে ফুল টাইম পেশা হিসেবে গ্রহণ করা।
-
ফরেক্স মার্কেট সবাই লাভ এর আসাই আসে। কেও এখানে লসের আসাই আসে না।তাই জোখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অশ্বই ট্রেড করা থেকে বিরত থাকুণ।সময় ট্রেড না করে মার্কেটের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে ।তাই প্রতিটা ট্রেড নেয়ার আগেই ভেবে চিনতে ট্রেড নিন। ঠিক করুন কি করতে চান।