-
এটা অনেকটা নির্ভর করে ফরেক্সে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপরে। তবে আমি মনে করি শুরুর দিকে আপনি ১০০ ডলার বিনিয়োগ করে দৈনিক ৫-১০ ডলার আয় করার চিন্তা করেন তাহলে সেটা খুব কঠিন নয়। আপনাকে কিছু অর্জন করতে হলে একটা লক্ষ্য নির্ধারন করে নেয় উচিৎ। তাহলে আপনার কর্মপন্থা সেটাকে ঘিরেই আবর্তিত হবে। তেমনি ফরেক্সেও আপনি কতো বিনিয়োগ করে কতো আয় করতে চান তা নির্ধারন করে নেয়া উচিৎ। আপনি যদি ১০০ ডলার বিনিয়োগ করেন তাহলে আমি মনে করি দৈনিক ৫-১০ ডলার আয় করার লক্ষ্যমাত্রা সেট করে নিতে পারেন। আমি মনে করি দৈনিক ৫-১০ ডলার ইনকাম করতে চাইলে খুব বেশি বেগ পেতে হবে না। কিন্ত যখন এর বেশি আয় করতে চাইবেন তখন আপনার ভিতর লোভ চলে আসবে। তবে প্রতিটা ট্রেড ওপেন করার আগে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবং সঠিক মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিতে হবে। তাহলেই আপনি ফরেক্স থেকে ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ।
-
আপনি নিম্নতম এক ডলার দিয়েও কাজ শুরু করতে পারেন। তবে প্রতিদিন ৫ _ ৬ ডলারের আশায় ট্রেড করলে আপনার লস হওয়ার সম্ভবনা রয়েছে। আপনি যদি ভালভাবে ট্রেড অ্যনালাইসিস করতে টারেন তাহলে হয়ত সমরভবনা রয়েছ। তাই আমার মনে হয় আগে ডেমোতে চেক করা যে কত ডলার দিয়ে কত প্রফিট করা যায় একটি ট্রেডিং প্লান দিয়ে। তবে মনে হয় ৫ বা ৬ ডলার প্রফিট করা সম্ভব যদি একজন ট্রেডার ৫০০ ডলার ইভেস্টম্যান্ট করে।
-
ফরেক্স একটা বিজনেস। ফরেক্স কে বিজনেস হিসেবে যারা নিতে পেরেছে তারা ফরেক্স থেকে খুব ইজি ভাবে ফরেক্স থেকে কন্টিনিউ প্রফিট করে যেতে পারে। আর যারা ফরেক্স কে টাকা ইনকামের ম্যাশিন মনে করে তারা ফরেক্স এ কন্টিনিউ প্রফিট করা তো দুরের কথা মুল পুজিটাও হারিয়ে ফেলে। উদাহরণ হিসেবে বলি আপনি ব্যবসা করার জন্য যদি কোন যায়গায় পুজি ইনভেস্ট করেন ধরেন ২০০০০ (বিশ হাজার) আয় করার জন্য, তাহলে সেখানে কত ইনভেস্ট করতে হয়। মিনিমাম ৫ থেকে ১০ লক্ষ টাকা তাই নই কি? ব্যবসার ধরণ ভেদে একটু আলাদা হতে পারে। আয় ২% থেকে ৫%। আর ফরেক্স ও সেরকমি একটা ব্যবসা তবে কেন ফরেক্স থেকে সীমাহীন আয় করার কথা ভাবেন? অল্প ইনভেস্ট করে বেশি প্রফিট কিভাবে আশা করেন? ব্যবসার মত নিন দেখুন কত ইজি ভাবে কন্টিনিউ প্রফিট করতে পারেন। কন্টিনিউ প্রফিট করতে বা ধরে রাখতে হলে ব্যবসার নিয়ম জানতে হবে এবং মানতে হবে। ১০-২০% নিয়ে সন্তুস্ট থাকতে হবে।
-
আমি ফরেক্সে কিছু দিন থেকে এড হয়েছি তাই এখনও ফরেক্স ট্রেড সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না * তাই ফরেক্স মার্কেটে এর সাথে জড়িত পুরাতন বন্ধুদের সাহায্য প্রার্থনা করছি । ফরেক্স মার্কেটে কত ডলার নিয়ে ট্রেড করলে দৈনিক ৫-১০ ডলার পর্যন্ত আয় করা সম্ভব হবে এ বিষয়ে বিস্তারিত জানতে আমাকে আপনারা সহযোগিতা করবেন আমি আশা করছি আপনাদের কাছে ।
-
আপনি আপনার ব্রোকার হাউজের কাছ থেকে ঐ ডিপোজিটের উপর ৫৫ শতাংশ ডিপোজিট বোনাস পাবেন যার মানে দাড়ায় আপনি আর ও ৫৫ ডলার বোনাস নিয়ে মোট ১৫৫ ডলার দিয়ে ট্রেড করতে পারছেন। এখন আপনি যদি ফরেক্সে ভাল দক্ষতা অর্জন করে থাকেন তাহলে আপনি আপনার সেই ট্রেডিং দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট বিশ্লেষন করে ট্রেড করলে। আসলে ফোরেক্স মার্কেটে ট্রেডেং ডিপেন্ড করে আমদের মার্কেট অ্যানালাইসিস এবং নির্দিষ্ট কোন স্ট্রাটেজি বিল্ডাপের উপর ।
-
কত ডলার দিয়ে ট্রেড কররে দৈনিক ৫-১০ ডলার আয় ক&#
আমি জনি আমার প্রশ্নটা সলভ করতে পারবেন তারাই যারা ফরেক্স মার্কেটে সফল হয়েছেন আমি আশা করি তাদের মুল্যবান পোস্ট এ আমার উত্তরটা আমি পাব এবং সবাই উপকৃত হবে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
একজন দক্ষ ট্র্রেডার সামান্য ডলার দিয়েও অনেক প্রফিট অর্জন করতে পারে । কিন্তু তারপর ও একটা পরিমাপ থাকা দরকার । কমপক্ষে ৫০ ডলার যদি একজন দক্ষ ট্রেডারের এ্যাকাউন্টে থাকে তাহলে অবশ্যই সে প্রতিদিন ৫-১০ ডলার আয় করতে পারে । ফরেক্সে ট্রেড করতে হলে ফরেক্স মার্কেটের উটা-নামার বিষয়টি বুঝে ট্রেড করলে আপনি ৫-১০ ডলার উপার্জন করতে পারেন প্রতিদিন। ১০০ ডরার দিয়ে কাজ শুরু করলে দিনে কম করে হলেও ১০ এর উপর আয় করা যাবে।
-
আসলে এটা অনেক খিছুর উপর নির্ভর করে যেমন-মার্কেটের কি অবস্থা,আপ ট্রেন চলছে নাকি ডাউন ট্রেন চলছে সেটাও বুঝতে হবে। কারণ উল্টাপাল্টা ট্রেড করলে নিজেরই ক্ষতি হবে।সর্বোপরি সেটা নির্ভর করে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে।
-
ফরেক্সে চাইলে আপনি ৫০ ডলারের একাউন্ট দিয়েও ডেইলি ৫-১০ ডলার আয় করতে পারবেন, কিন্তু তখন সেটা রিস্কি হয়ে যাবে। তবে ১০০-১৫০ ডলারের একাউন্টে ঠিকমতো ট্রেড করলে ডেইলি ৫-১০ ডলার আয় করা সম্ভব। এক্ষেত্রে লট ব্যবহারে সাবধান থাকতে হবে, ঝুকি বুঝে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে 50 থেকে 100 ডলার ডিপোজিট থাকলে। প্রতিদিন 5 থেকে 10 ডলার আয় করা সম্ভব ফরেক্স মার্কেট থেকে। তবে মার্কেট মুভমেন্ট এর উপর অনেক কিছু ডিপেন্ড করে সেই ক্ষেত্রে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে।