- 
	
	
	
	
		কোন কাজ অর্জন করার চেয়ে টিকে রাখা খুবই কঠিন। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে সর্ব প্রথম প্রয়োজন হল নির্ভূল ট্রেড। যদি ট্রেডিং এ ভূল করি তাহলে ফরেক্স ব্যবসায় টিকে থাকা কঠিন। একজন ফরেক্স ট্রেডারের প্রথম দায়িত্ব হচ্ছে তার ট্রেডিং একাউন্টের মানি ম্যানেজম্যান্ট সিস্টেম ভালভাবে মেনটেইন করা। যাতে তার চলতি ট্রেডিংটির লস এর ঝুকি কমে যায়।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স থেকে আয় করা সহজ নয় আবার কঠিনও নয় , সাফল্য লাভ করার জন্য যত বেশী দক্ষতা অর্জন করা যায় ততই একটি সুন্দর ও সফল ক্যারিয়ারের শীর্ষে পৌঁছনো যায়।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট হল এমন একটি মার্কেট যেখান থেকে খুব অল্প সময়ে লাভ করা যায় আবার লসও হতে পারে। তাই এই মার্কেটে টিকে থাকতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হবে। ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য দরকার ধৈর্য , নিরলস পরিশ্রম , এবং মানি ম্যানেজমেন্ট ।ধৈর্য ধরে ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে।পরিশ্রম করতে হবে কারন পরিশ্রম করে মার্কেটের খবর রাখতে হবে এবং যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে । এই জন্য পরিশ্রম ছাড়া কোন বিকল্প নাই ।আর বড় ব্যাপার হল মানি ম্যানেজমেন্ট। কারণ মানি ছাড়া ট্রেড করা সম্ভব নয়। আমি কি পরিমান রিস্ক নিতে পারব টা ঠিক করবে এই মানি ম্যানেজমেন্ট ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য আপনার সবার আগে দরকার ধৈর্য, কারন আপনি প্রথমেই এখান থেকে ভালো প্রফিট পাবেন না। আর আপনার থাকতে হবে শেখার মানসিকতা। তারপর আপনার লক্ষ্যস্থল ঠিক থাকতে হবে মানিম্যানেজমেন্ট করা জানতে হবে এবং নিয়মিত ডেমোতে প্রকটিস করতে হবে তাহলেই একদিন আপনি দক্ষ ফরেক্স ট্রেডার হতে পারবেন।
	 
 
- 
	
	
	
	
		প্রথমে আমি বলব ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য প্রয়োজন ধৈর্য। আপনি যদি অল্প দিনে বেশি মুনাফা অর্জন করতে চান তাহলে আপনি ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না।আপনাকে প্রথমে ছোট লটে ট্রেড করতে হবে। নিউজ এর উপর গুরত্ব দিতে হবে। আপনার লক্ষ্যস্থল ঠিক থাকতে হবে।
	 
 
- 
	
	
	
	
		আমার মনে হয় ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য দরকার ধৈর্য , নিরলস পরিশ্রম , এবং মানি ম্যানেজমেন্ট । ধৈর্য থাকতে হবে এই জন্য যে অনেক সময় ধৈর্য না থাকলে ভুল ট্রেড করে বসি । কিছুতা সময় লস এ থাকলেই মাথা নষ্ট হওয়ার অবস্তা হয়। তাই ধৈর্য দরতে হবে। পরিশ্রম করতে হবে কারন পরিশ্রম করে আপনাকে অনেক কবরাখবর রাখতে হবে এবং যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে । এই জন্য পরিশ্রম ছাড়া কোন বিকল্প নাই ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে ভাল মত ফরেক্স শিখা প্রয়জন ফরেক্স মার্কেটের ডেমো একাউন্টে বেশী করে প্রাকটিস করা প্রয়োজন এ সকল বেপারে খেয়াল রাখলে আপনি এই মার্কেট এ টিকে থাকতে পারবেন আর টিকে থাকতে পারলে লাভ এক সময় আসবে বলে আমি মনে করি । এ ছাড়া আমাদের মানি ম্যানেজমেন্ট করে ট্রেড চালু করতে হবে ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সে টিকে থাকতে হলে ভালভাবে কাজ করে যেতে হবে। ভাল সময় দিতে হবে। লস হলে ভেঙ্গে পড়লে চল্বেনা। কাজ করলে আয় করা সম্ভব।
	 
 
- 
	
	
	
	
		ধৈর্য হল প্রথম । এটাা আপনার মাঝে না থাকলে আপনার বিপদ হতে পারে
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স একটি ব্যবসা আর ব্যবসায় টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রমী এবং ধর্যশীল হতে হবে। তা না হলে আপনী ফরেক্স এ টিকে থাকতে পারবেন না। আর নিজের লোভ কে কন্ট্রোল করতে হবে। কারন লোভী ব্যক্তিরা ব্যবসায় টিকে থাকতে পারে না।