-
কেন লস হয় তা আমাদের সকলেরই জানা আছে কিন্তু সেগুলো আমরা ফলো করি না। যেমন বেশীর ভাগ লস হয় আগের ক্যাপিটাল রিকভার করার জন্য একটু বেশী লটে অনেকগুলো এ্যান্ট্রি দেয়া । অতিরিক্ত লোভের কারণে কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত ট্রেড করা। মানি ম্যানেজমেন্ট, মার্কেট এ্যানালাইসিস, ট্রেক প্রফিট-স্টপ লস, লট/ভলিউম, মার্কেট ট্রেন্ড ইত্যাদি না শিখে,না বুঝে,না ফলো করে যখন এ্যান্ট্রি দেয়া হয় ঠিক তখন লস হয়। ফরেক্সে আবেগের কোন জায়গা নেই।
-
ফরেক্সে লস হবার অনেক কারণ আছে। ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা বাজার। এখানে বিনিয়োগ ছাড়াও ব্যবসায় করা যায়। ঠিক এটা ভেবে অনেকেই ফরেক্স করতে আসে। অথচ তারা জানে না জে এখানে লাভ করার থেকে লস করা খুবই সহজ। নীচে লস করার কয়েকটি কারণ উল্লেখ করা হল:-
1। দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়াই ফরেক্স ট্রেড করা।
2। এনালাইসিস সম্পর্কে জ্ঞান না থাকা।
3। ওভার ট্রেড করা।
4। লোভের ফাদে পা দেওয়া।
5। ট্রেড করে ধৈর্য ধারণ না করা।
6। ডেমো ট্রেড অনুশীলন না করা। ইত্যাদি
এই সকল কারণে আমরা ট্রেডিং এ লস করে থাকি।
-
ফরেক্স একটি রিক্সি ব্যবসা। এই ফরেক্স এ লাভ লস হবেই এটাই স্বাভাবিক। তবে লসকে নিয়ন্ত্রন করে ফরেক্স থেকে জয়ী হওয়ার জন্য চাই ফরেক্স এর দক্ষতা ও অভিজ্ঞতা। ফরেক্স এ দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে ট্রেড করলে লস হবে না। ফরেক্স এ লস হওয়ার কারন হল না বুঝে ট্রেড করা, লোভ করে ট্রেড করা, বেশী লটে ট্রেড করা, একাধিক পেয়ার এ ট্রেড করা। মার্কেট এনালাইসিস না করার অভাব, মানি ম্যানেজমেন্ট না মেনে চলার কারনে ফরেক্স এ লস করে থাকেন। তাই এই জন্যই ফরেক্স এ লস করে থাকেন।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন কারনে একজন ট্রেডার তার ট্রেডে লস করে। প্রথমত আমার দৃস্টিতে ফরেক্স ট্রেড করতে যে পরিমান দক্ষতা লাগে তা থাকলে।তারাও খুব অল্প দিনের মাঝে উদ্যোগ থেকে অব্বাহতি নিয়ে নেন. তাই আমাদেরকে আরো চেষ্টা করতে হবে ট্রেডিং শিকার জন্য. কারণ পরিপূর্ণ শিখা ছাড়া সফল হব সম্ভব নয়
-
ফরেক্স ট্রেডিং হল পৃথিবীর সবচেয়ে বড় ট্রেডিং মার্কেট । এই মার্কেটে প্রচুর পরিমান ট্রেড হয়ে থাকে । তাই অনেক ট্রেডার প্রতিদিন নতুন করে আসছে। তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং মার্কেটে লস করার অনেকগুলু কারন থাকে তারমদ্দে অন্নতম কয়েকটি কারন হল অজ্ঞতা, ইমোশনাল ট্রেড , না বুজে ট্রেড ,সিগন্যাল অনুসরন করা ইত্যাদি।
-
ফরেক্স এ লস করে করেই আমি ফরেক্স এ এখন টিকে আছি। ফরেক্স এ আসলে প্রথমে আপনাকে লস দিতেই হবে। তারপর আমি এই লস থেকে শিক্ষা অর্জন করে এখন আর লস দিই না। ফরেক্স এ অনেক কারনেই লস হয়ে থাকে। ফরেক্স এ যে কারন গুলোর জন্য লস হয়ে থাকে তা হল, লোভ করা, ধৈর্য্য ও পরিশ্রম এর অভাব, দক্ষতা ও অভিজ্ঞতার অভাব, বেশী বেশী লটে ট্রেড করা, একাধিক পেয়ার এ ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, মানি ম্যানেজমেন্ট না মেনে চলার কারনে ফরেক্স এ লস গুলো করে থাকে।
-
আমরা ট্রেড করার সময় এনালাইসিস ছাড়া ট্রেড করি না ,ভলিউম বেশি দিয়ে ট্রেড করি,বেশি বেশি ট্রেড করি,ধৈর্য দরে ট্রেড করি না,ট্রেড করে বেশি লাব এর আসা করি,তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি । আপনার লসের সম্ভাবনা কমে যাবে। আপনি যি ইমোশনাল হয়ে ট্রেডিং করেন তাহলে আপনার লস যাবো তাই আমার মনে হয় ডেমো ট্রেডিং করে নিজেকে তৈরি করে তারপর রিয়েল মার্কেটে ট্রেডিং করা উচিৎ তাহলে লস এড়ানো সম্ভব।
-
আসলে বেশি লাভের কথা চিন্তা না করে অল্প লাভের কথা চিন্তা করে ট্রেড করা উচিত। কেননা বেশি লাভ এর কথা চিন্তা করতে যেয়ে দেখা যায় বড় লট সাইজ এ লস হলে অনেক বড় লস হয়। পরে আবার ভয়ে ভালো ট্রেড গুলোও নেওয়া সম্ভব হয় না। সুতরাং ছোট ভলিয়ম দিয়েই ট্রেড করা ভালো।
-
লস করার প্রধান কারন বলে আমি মনে করি অভিজ্ঞতা কম থাকা। ধৈর্য না থাকা। এলোপাথাড়ি ট্রেড করা। মার্কেট এনালাইসিস না করা। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনা থাকে। ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার পাশাপাশি সফল হতে হলে আমাদের কে এই ধরনের কাজ গুলো থেকে বিরত থেকে ট্রেড করতে হবে।তাহলে আমরা ট্রেড করে লস থেকে বাচতে পারবো।
-
আপনি যদি ফরেক্সে ভাসা ভাসা ধারনা নিয়ে ট্রেড করতে বসেন তাহলে আপনি নানা প্রকার কারনে লস করতে পারেন।লস হওয়ার সবচেয়ে বড় কারন হচ্ছে যে লস হতে পারে এই চিন্তা মাথায় না রাখা ।