-
সফল ট্রেডার হতে গেলে আপনাকে অনেক কিছু মানতে হবে। আর সবকিছু মানতে না পারলে আপনি কখনোই সফল হতে পারবেন না। বিশেষ করে ফরেক্স এ ট্রেড করার মত সব সময় অবস্থা থাকে না। আমরা জোর করে মার্কেট থেকে প্রফিট নিতে চাই। অর্থাৎ ট্রেড আমাদের বিপরীত দিকে যায় তারপরও আমরা ট্রেড ক্লোজ করি না। পরিশেষে দেখো যায় একাউন্ট ই আর টিকে নেই।
-
প্রতটা ট্রেডারই চাই যে তারা সফল হবে কিন্ত অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্যি যে এখানে অধিকাংশ ট্রেডারই ব্যার্থ হন কারণ হল :
১. অতি লোভ করার কারণেই এখানে অনেকে ব্যার্থ হন *
২. ধৈর্য ধরতে পারাটা সাফল হওয়ার মূল লক্ষণ কিন্ত এখানে বেশিরভাগ ট্রেডারই অল্প সময়ে ধৈর্য হারিয়ে ফেলে *
৩. মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করার ফলে লস হয় *
৪. সফল হতে হলে মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা রাখতে হয় কিন্ত বেশির ভাগ ট্রেডারই অল্প অভিজ্ঞতাসম্পন্ন *
৫. যথার্থ অ্যানালাইসিস না করে ট্রেড করার ফলে লস হয় *
সফল হতে হলে মার্কেট রুলস মেনে চলুন এবং অভিজ্ঞতা অর্জন করুন
-
একজন সফল ট্রেডার অনেক টাকা আয় করতে পারে । এই জন্য সবাই ফরেক্স এ সফল ট্রেডার হতে চায় । তবে আমি মনে করি সফল ট্রেডার হওয়া এতো সহজ কথা নয় । তবে অনেক চেষ্টা করলে সফল ট্রেডার হওয়া সম্ভব । সফল ট্রেডার হতে হলে ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি জানা প্রয়োজন ।
-
আমাদের এটা মনে রাখা উচিত যে কোন ব্যবসা করতে গেলে বছরের পর বছর সাফল্যের জন্য পরিশ্রম করতে হয় ।আমরা যদি ধেরয ধরে কয়েক মাস ফরামে পোস্ট করি ।তাহলে আমাদের ব্যালেন্স ১০০০ ডলার করা যাবে । আর অন্য দিকে ডেমো ট্রেডিং করে ফরেক্স ভাল করে আয়ত্ত করব ।এক সময় আমরা ভাল আয় করতে পারব ।আমি এ লক্ষ্যকে উদ্দেশ্য করেই এগিয়ে যাচ্ছি ।
-
সফল ট্রেডার হওয়া খুবই পরিশ্রমের ব্যপার। সফল ট্রেডার হতে হলে আপনাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে। মার্কেট সম্পর্কে ধারনা নিতে হবে। মার্কেট এনালাইসিস করা শিখতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। তাহলে একদিন আপনি সফল ট্রেডার হতে পারবেন।
-
একজন সফল ট্রেডার হওয়ার জন্য ফরেক্স বিষয়ে সঠিক ধারণা থাকার বিশেষ প্রয়োজন রয়েছে। ফরেক্স বিষয়ে সঠিক ধারণা থাকলে এই মাধ্যমে কাজ করে সফলতা অর্জন করা সম্ভব। এবং একজন সফল ট্রেডার হয়ে ওঠা যায়..... ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তা না হলে লস হয়ে যাবে । অবশ্যই মার্কেটের নিয়ম মেনে ও অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে তাহলে সফল ট্রেডার হওয়া যাবে । ফরেক্স মার্কেটে সফল হতে হলে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য হারালে আপনিও হেরে যাবেন । অনেক পরিশ্রম করতে হবে।না জেনে বুঝে ট্রেড না করে ভালভাবে ট্রেড সম্পরকে জেনে,কিভাবে ট্রেড করতে হবে তা শিখে নিয়ে ধৈর্য নিয়ে ট্রেড শিখতে হবে।একজন সফল ট্রেডার এর সফলতার গোপন মন্ত্র হল অভিজ্ঞতা,জা ছাড়া সফল হওয়া যাবে না।
-
সবাই সফল হতে চায়। কিন্তু এর মধ্যে কেউ সফল হতে পারে আবার কেউ হতাশা নিয়ে ফিরে যায়। আমিও তাই ফরেক্সে প্রবেশ করেছি সফলতা অর্জন করার জন্য। জানার এবং অভিজ্ঞতা কম থাকায় বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে।তাই আমি চাই কী কী পদক্ষেপ গ্রহণ করলে এবং কীভাবে ট্রেড করলে নিজেকে দক্ষ ও সফল ট্রেডার হিসেবে পরিচিত করতে পারবো সেই সম্পর্কে জানতে চাই । ধন্যবাদ।
-
প্রতটা ট্রেডারই চাই যে তারা সফল হবে কিন্ত অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্যি যে এখানে অধিকাংশ ট্রেডারই ব্যার্থ হন কারণ হল :
১. অতি লোভ করার কারণেই এখানে অনেকে ব্যার্থ হন *
২. ধৈর্য ধরতে পারাটা সাফল হওয়ার মূল লক্ষণ কিন্ত এখানে বেশিরভাগ ট্রেডারই অল্প সময়ে ধৈর্য হারিয়ে ফেলে *
৩. মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করার ফলে লস হয় *
৪. সফল হতে হলে মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা রাখতে হয় কিন্ত বেশির ভাগ ট্রেডারই অল্প অভিজ্ঞতাসম্পন্ন *
৫. যথার্থ অ্যানালাইসিস না করে ট্রেড করার ফলে লস হয় *
-
ফরেক্স মার্কেটে যদি কেউ সফল ট্রেডার হতে চায় তাকে ফরেক্স মার্কেটে ধৈর্যবান হয়ে ফরেক্স ট্রেডিং করতে হবে,যাতে ফরেক্স মার্কেটে লস কম হয় এবং প্রতি বার ট্রেডিং করার পুর্বে ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে ফরেক্স মার্কেট এনালাইসিস করার পরে স্টপ লস ব্যাবহার করে ফরেক্স ট্রেডিং করতে হবে।