মানি ম্যানেজমেন্ট করতে হলে অবশ্যই আমাদের ফরেক্স সর্ম্পকে একটা স্বচ্ছ জ্ঞান থাকতে হবে। এজন্য প্রতিটি ট্রেডারকে নিচ থেকে শিখে আসতে হবে। এজন্য ডেমোতে কম ব্যালেন্স নিয়ে সিরিয়াসভাবে ট্রেড করতে হবে।
Printable View
মানি ম্যানেজমেন্ট করতে হলে অবশ্যই আমাদের ফরেক্স সর্ম্পকে একটা স্বচ্ছ জ্ঞান থাকতে হবে। এজন্য প্রতিটি ট্রেডারকে নিচ থেকে শিখে আসতে হবে। এজন্য ডেমোতে কম ব্যালেন্স নিয়ে সিরিয়াসভাবে ট্রেড করতে হবে।
ফরেক্স এর ক্ষেত্রে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । কেনন ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে ফরেক্সের বিভিন্ন বিষয়ের উপরেই । ফরেক্সে আমরা শুধু টাকা বিনিয়োগ করলেই হবে না বরং টাকাটাকে খুব সচেতনভাবে ব্যবস্থাপনা করতে হবে যাকে বলা হয়| মানিম্যানেজমেন্ট হলো আপনি কতটুকু রিস্ক নিয়ে কতটুকু রিওয়ার্ড পেতে চান তার একটি ফর্মূলা প্রয়োগ করা। যেমন : আপনার যদি ১০০ ডলারের একাউন্ট হয় তাহলে ১% রিস্ক নিয়ে ১:২ রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ট্রেড করতে চান তাহলে আপনার রিস্ক অর্থাত স্টপলস হবে ১ ডলার আর রিওয়ার্ড অর্থাত টিপি হবে ২ ডলার। একজন ভাল ট্রেডার ২% রিস্ক নিয়ে ট্রেড করে এতে করে তার ৫০ টা লস করার পর অ্যাকাউন্ট ০ হবে আর আপনি যদি ১০ % রিস্ক নিয়ে ট্রেড করেন তা হলে আপনি যদি পরপর ১০টা ট্রেড লস করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে যাবে আমি একটানা ২০ টা ট্রেড ও লস করি তারপর ও আমার অ্যাকাউন্ট ০ হয় নাই ২ % রিস্ক নিয়ে কাজ করার জন্য
মানি ম্যানেজমেন্ট হলো ফরেক্সের প্রাণ। অনেকগুলো কারণে ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মূলধন রক্ষা করে নিয়মিত প্রফিট অর্জনে সহায়তা করতে পারে। প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত। নিম্নের মানি ম্যানেজমেন্টের কতিপয় উপকারিতা তুলে ধরা হলো-
১। মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
২। গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
৩। আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
৪। প্রোপার এবং ইম্প্রোপার ট্রেডিং তৈরিতে সাহায্য করবে।
৫। আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
৬। একাউন্ট ফায়ারিং থেকে আপনাকে সেভ করবে।
৭। লং এবং শর্ট টাইম ভিত্তিক ভিন্ন ভিন্ন ধারনায় ট্রেড করতে সাহায্য করবে।
৮। আপনি কখন থেকে এই ফর্মুলায় ট্রেড করবেন তা নিশিত করবে।
৯। আপনার ফরেক্স আল্টিমেট গোল কি হতে পারে তার সঠিক ব্যবস্থাপনা দিবে।
১০। মার্কেটে লং লাইভ হওয়ার মত স্টেবিলিটিতে সাহায্য করবে।
আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।
মানিম্যানেজমেন্ট আমাদের সফলতা এনে দিতে পারে। আমরা জানি না মাকের্ট আমাদের পক্ষে আসবে না বিপক্ষে আসবে। তাই মানিম্যানেজমেন্ট পুরাপুরি মেনে চলতে হবে। লস কমিয়ে প্রফিটে বেশি ট্রেড ঝুলাতে হবে। তাহলে আমাদের সব কিছু ঠিক থাকবে। রিক্র রেশিও হতে হকে ১:৩ এবং ১% রিক্র নিতে হবে এর বেশি নয়। তবে ইউটিউবে অনেক ভিডিও পাবেন মানিম্যানেজমেন্ট এর উপর এগুলো দেখতে পারেন। তবে সব কিছু আপনি ডেমোতে টেষ্টে করে নিবেন বিষয়টা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন কি না।
ভাল মানিম্যানেজমেন্ট জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অনেক ফরেক্সে ডেমো ট্রেড করে নিজের অভিজ্ঞতা বা দক্ষতাকে বাড়িয়ে নিতে হবে কারন ভাল দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া আপনি কখনই ভাল করে ফরেক্স ট্রেডিংয়ের সময় মানিম্যানেজমেন্ট করতে পারবেন না এ লাভবান হতে হলে মানি ম্যানেজমেন্ট আর সাহার্য নেয়া অনেক জরুরি
মানি ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি । কারণ সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে না পারলে ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে আপনি বেশি মূলধন উপার্জন করতে সক্ষম হবেন না । আর এই মানি ম্যানেজমেন্ট শেখার জন্য প্রয়োজন হল নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে বৃদ্ধি করা । এজন্য অবশ্যই আপনাকে ফরেক্স এর পেছনে সময় দিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং ধৈর্যের সাথে ফরেক্স এর সাথে লেগে থাকে কাজ করতে হবে ।
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করেন তাহলে আপনার মূলধন হারাতে হবে খুব সহজেই।আর ফরেক্স ট্রেডিং এ ভালো মানি ম্যানেজমেন্ট শিখতে হলে অবশ্যই আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানা। আমি মনে করি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো করে জানতে পারলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানা যাবে। মানি ম্যানেজমেন্ট ই ফরেক্স এর প্রাণ।মানি ম্যানেজমেন্ট না বুঝলে আপনি ফরেক্স বুঝতে পারবেন না।মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি ট্রেড করলে লস করবেন।ভাল মানি ম্যানেজমেন্ট শিখতে হলে ডেমো ট্রেড এ প্র্যাকটিস করুন।ডেমোতে যেহুতু লাভ লস এর ভয় নাই সেহুতু যত ডেমো প্র্যাকটিস করবেন আপনার কনফিডেন্স ততই বাড়বে।মানি ম্যানেজমেন্ট এ আপনার ব্যালেন্সটাকে দুই ভাগ করতে পারেন।একভাগ দিয়ে ট্রেড করুন আর একভাগ লস রিকভারের জন্য রেখে দিন।ভাল মানি ম্যানেজমেন্ট শিখতে হলে ডেমো ট্রেড এর বিকল্প নাই।
মানি ম্যানেজমেন্ট হল সঠিক ভাবে অর্থের ব্যবস্থাপনা করা । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন সে অর্থের অবশ্যই সঠিক মানিম্যানেজমেন্ট করতে হবে । কেননা আমি অনেক ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই । আর আমি অবশ্যই গুরুত্ব দিব মানিম্যানেজমেন্ট কৈশল শেখার দিকে । কারণ আপনি যদি কৈশল না জেনে টাকা বিনিয়োগ করেন তবে সেটা হবে নিজেকে লুজার বানানোর মতই ।
ফরেক্সে আমরা শুধু টাকা বিনিয়োগ করলেই হবে না বরং টাকাটাকে খুব সচেতনভাবে ব্যবস্থাপনা করতে হবে যাকে বলা হয়| মানিম্যানেজমেন্ট হলো আপনি কতটুকু রিস্ক নিয়ে কতটুকু রিওয়ার্ড পেতে চান তার একটি ফর্মূলা প্রয়োগ করা। যেমন : আপনার যদি ১০০ ডলারের একাউন্ট হয় তাহলে ১% রিস্ক নিয়ে ১:২ রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ট্রেড করতে চান তাহলে আপনার রিস্ক অর্থাত স্টপলস হবে ১ ডলার আর রিওয়ার্ড অর্থাত টিপি হবে ২ ডলার। একজন ভাল ট্রেডার ২% রিস্ক নিয়ে ট্রেড করে এতে করে তার ৫০ টা লস করার পর অ্যাকাউন্ট ০ হবে আর আপনি যদি ১০ % রিস্ক নিয়ে ট্রেড করেন তা হলে আপনি যদি পরপর ১০টা ট্রেড লস করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে যাবে।
ভাল মানিম্যানেজমেন্ট জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অনেক ফরেক্সে ডেমো ট্রেড করে নিজের অভিজ্ঞতা বা দক্ষতাকে বাড়িয়ে নিতে হবে কারন ভাল দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া আপনি কখনই ভাল করে ফরেক্স ট্রেডিংয়ের সময় মানিম্যানেজমেন্ট করতে পারবেন না।ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট সিসিস্টেম অনুরন করে ট্রেডিং করতে হবে কারন মানি ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা যায়না,তাই যা ডিপোজিট করি তা থেকে ১০% বা২০% হারে রিস্ক নিয়ে ট্রেড করতে হবে,এর বেশি নয়।ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট এর উপর ১০০ ভাগ সফলতা নির্ভর করে।কোন ট্রেডার যদি ট্রেড পরিচানার জন্য মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারে তাহলে তার লসের সম্ভনা কম থাকে এবং প্রচুুর প্রফিট করতে পারে।অনেকে বলে মানি ম্যানেজমেন্ট মানে মোট একাউন্ট থেকে ১০ ভাগ রিক্স নেওয়াকে বুঝায়।