আপনি ফরেক্স পছন্দ কেনো করেন ?
ফরেক্স হচ্ছে অনলাইন বিজনেস ।এখানে ঘরে বসে আয় করা সম্ভব এজন্য ফরেক্স আমি বেশি পছন্দ করি । তাছাড়া ফরেক্সে ২৪ ঘন্টার যেকোন সময় ট্রেড করা যায় এবং এর পাশাপাশি অন্য কাজ ও করা যায় ।
কারণ ফরেক্স মার্কেট প্লেসে স্বাধীনভাবে ট্রেডিং করা সম্ভব।
আমি যদি অন্য কারো সাথে শেয়ারে ট্রেডিং করি অথবা অন্য কারো অধীনেই ট্রেডিং করতে যাই সেখানে আমার কিছু সীমাবদ্ধতা থাকে।এসব ক্ষেত্রে আমি স্বাধীনভাবে আমার মনোভাব প্রকাশ করলেও সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটা বলা দুষ্কর। তাই ফরেক্স মার্কেট প্লেস এমন একটি প্লাট ফরম যেখানে আমি নিজের ইনভেস্টে নিজের ইচ্ছামত ট্রেডিং করতে পারব। আর ট্রেডিং এর লস বা প্রফিট যেটা একমাত্র আমার উপরই নির্ভর করবে। প্রফিত বা লস এর কারণে অন্য কোনো ব্যক্তির চাপের মুখে পড়তে হয় না।
আপনি ফরেক্স পছ্ন্দ করেন কেন
আমি ফরেক্স পছন্দ করি কারন।ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন বিসনেস।যা করে আপনি আপনার বেকারতা দুর করতে পারবেন।আমি আগে ফরেক্স সম্পর্কে কিছু জানতাম না এবং ফরেক্স কি ফরেক্স কি করে করতে হয় এটা ও জানতাম না।তার পর আমার বস আমাকে এ সম্পর্কে কিছু ধারণা দেয়।এবং একটি ডেমো একাউন্ট করে দেয় তারপর আমি সেই ডেমো একাউন্ট এ ট্রেড করতে থাকি।আস্তে আস্তে আমি ফরেক্স এ একজন ট্রেডার হয়ে উঠি।আমি তার পর থেকে ফরেক্স এ খুব পছন্দ করি।