-
শুরুতে আমাদের অল্প নিয়ে ভাবতে হবে।আগে প্রথম ফরেক্স নিয়ে বুঝতে হবে।তারপর বেশির চিন্তা করতে হবে।ফরেক্স এ যারা নতুন তাদের ক্ষতির সম্ভাবনা বেশি।কারন,তারা না বুঝে কাজ করে বেসি লোভ এর জন্য।ফরেক্স এ সব সুমাই মাথা থান্ডা রেখে কাজ করতে হবে।তাহলে উন্নতি হবে।মাথা গরম করলে লসের দিকে নিয়ে যাবে।
-
ফরেক্সে আমরা নতুন অবস্থায় খুব কম আশা করবো।কারন এতে আমাদের লোভ সংবরন হবে আর লস হলে খুব কম হবে।তাই প্রথমে আমাদের খুব কম আশা করাই ভালো।
-
ফরেক্স মার্কেট থেকে সহজে আয় করা যায় তবে আমাকে অনেক বেশি করে জারতে এনালাইসিস করা জানতে হবে।ফরেক্স মার্কেটে থেকে আয় করতে হলে লোভ পরিহার করতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে উপকৃত হব।
-
ফরেক্স থেকে প্রথম অবস্থায় বেশি আয় করা সম্ভব না।প্রথমে আয় এর চেষ্টা না করে ডেমোতে ট্রেড করা উচিত।ডেমোতে ৬ মাস ট্রেড করার পর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করলে লস এর সম্ভনা কম।ফরেক্স এ সফল ট্রেডার হতে হলে প্রথমে আয় করার আশা বাদ দিতে হবে
-
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য অভিজ্ঞতা এবং দক্ষতা অত্যান্ত গুরুত্বপূর্ণ । একজন ট্রেডার এর বৈশিষ্ট হচ্ছে তার নিয়ন্ত্রীত ট্রেড করার কৌশল । কেননা লোভের বসে বা আবেগের বসে ফরেক্স মার্কেটে ট্রেড করলে ব্যলেন্স শূন্য হতে মূহুর্ত সময় লাগবে না । মানি ম্যানেজমেন্ট এবং মার্কেট এ্যনালাইসিস ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই ফরেক্স মার্কেট থেকে প্রথম অবস্থায় কম আশা করাই ভাল ।
-
ফরেক্স থেকে অনেক লাভের লোভকে পরিত্যাগ করা ভাল কারন ফরেক্স ট্রেডিং প্লাটফর্মে এসে নতুন অবস্থায় আপনি যখন অধিক লাভের পিছনে ছুটতে থাকবেন তখন লোভ আপনাকে আপনার সকল ট্রেডিং কেৌশল বা দক্ষতা থেকে দূরে রেখে এক সময় আপনাকে বড় ধরনের লসের দিকে নিয়ে গিয়ে ফেলবে।
-
ফরেক্স ট্রেডিং করে আপনাকে প্রথম এ দক্ষতা অর্জন করতে হবে । প্রথম এ ছোট ছোট আয় করে বড় ধরনের মুনাফা আয় করা শিখতে হবে । ফরেক্স মার্কেট এ অনেক মুনাফা আয় করা সম্ভব তাই প্রথম অবস্থায় অল্প অল্প আয় করে নিজেকে অনেক বেশি দক্ষ করে তুলতে হবে । এই জন্য ফরেক্স মার্কেট এ লোভ কে ত্যাগ করে নিজের ভালো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ আপনি কত তা আয় আশা করবেন এটি নির্ভর করে থাকে আপনার ব্যালেন্স এর উপর,আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী ১০ থেকে ২০ পারসেন্ট আয় আশা করতে পারবেন,বেশি আয় করার চিন্তা করলে আপনি আপনার ব্যালেন্স হারাতে পারেন,তাই ব্যালেন্স বুঝে আয় করতে হবে।
-
বৈদেশিক মুদ্রার একটি খুব ভাল বাজার আমার জন্য আমি যতক্ষণ না এই বাজারে বেঁচে থাকি আমি এই বাজারে বাণিজ্য করতে পছন্দ করি আমি কেবল বাণিজ্য করতে এবং এই বাজারের মাধ্যমে এত জনপ্রিয় হয়ে উঠতে চাই যে কারণেই আমি ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং বেছে নিয়েছিলাম তখন অল্প পরিমাণে বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার আমার দৈনন্দিন জীবনে প্রভাবিত করে যে আমি এই কাজটি আমার বাড়ির সাথে করি তাই আমি আমার পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে সক্ষম হয়েছি
-
ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান আয় আশা করা সম্ভব নয়।একজন সফল ব্যবসায়ী সেটি করেনও না।যিনি করবেন তিনি ভূল করবেন। পকেট খালি করে শুন্য হাতে ফিরতে হবে।আয়ের বিষয়টি নির্ভর করে মার্কেটের অবস্থার উপর।কোন এক মাসে হয়তো লস হচ্ছে।আবার কোন এক মাসে সে লস পুষিয়ে লাভ হচ্ছে।দৈনিক/সাপ্তাহিক/মাসিক আয় হিসাব না করে বাৎসরিক আয়ের হিসাব মাথায় রাখলে ট্রেড্রিং দক্ষতা বাড়বে।এতে সূফল পাওয়া যাবে।