-
ফরেক্সের প্রতি আমার আন্তরিকতার পরিমান বলা অপেক্ষা রাখে না।আমি ফরেক্সে কাজ করতে পেরে আমও গর্বিত। আমি কখনোই ফরেক্সকে হারাতে চাই না। আমি চাই যতদিন বেঁচে থাকবো ফরেক্সের সাথে থাকবো।আন্তরিকতা সাথে ধৈর্য সহকারে ফরেক্স বিষয়ে আপনাকে যতেষ্ঠ লেখাপড়া করতে হব।তাহলে আপনি ফরেক্সে সফল হবেন।
-
আমি একটা বিষয় লক্ষ্য করেছি তা হচ্ছে কোন কাজে যদি আন্তরিকতা না থাকে তাহলে সেই কাজে কোনদিন সফলতা অর্জন করা যায় না। ফরেক্স থেকে সফলতা অর্জনে জন্য তেমনি আমাদের প্রচুর সময় দিতে হবে। আমরা কোন কিছু পরিশ্রম ছাড়াই অর্জন করতে পারব না। এই পৃথিবীতে কস্ট না করলে কেস্ট সত্যিই যেন মিলে না।
-
এই ফরেক্স মার্কেট এ একজন দক্ষ ট্রেডার হতে চাই । আমি ফরেক্স ট্রেডিং আমার প্রধান পেশা হিসেবে নিতে চাই । আমাদের ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে ধৈযশীল হয়ে ফরেক্স ট্রেডিং ভালো করে অনুশীলন করতে হবে । আমি এখনো বিগেনার লেভেলে আছি, ধীরে ধীরে ফরেক্স-এর ডেমো অনুশীলন করছি এবং ফোরামের সাথে যুক্ত থেকে ফরেক্স সম্পির্কিত বিভিন্ন অজানা বিষয়গুলো নিজের আয়ত্বে নেবার চেষ্টা করছি।
-
ফরেক্স এর প্রতি আপনার আন্তরিকতা কেমন
ফরেক্সে আপনার পেশা হিসেবে গ্রহণ করতে হলে ফরেক্সে প্রতি আন্তরিকতা থাকতে হবে। যেকোনো বিষয়ে আপনার দক্ষতা ও আন্তরিকতা না থাকলে আপনি উক্ত বিষয় সফল হবেন না। ফরেক্স এর ক্ষেত্রে আপনাকে অনেক জানতে হবে অনুসরণ করতে হবে। ফরেক্স এর সকল বিষয় নিয়ম মেনে চলতে হবে ও মানতে হবে। তাই আমরা বলতে পারি ফরেক্সে দক্ষতা অভিজ্ঞতা এবং আন্তরিকতা ব্যতীত কেউ সফল হতে পারে নাই।
-
ফরেক্সের প্রতি আন্তরিকতা যথেষ্ট । কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের প্রতি ফরেক্সের কোন আন্তরিকতা নেই। বিপরীত ভূমিকা রাখে, বিমাতাসূলভ আচরণ করে। অবশ্য এজন্য ফরেক্সকে দায়ী করে লাভ নেই। কারণ ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে, বুঝতে পারলে এবং শিখতে পারলে ফরেক্সের ট্রেন্ড লাইল ধরতে পারলে , উভয়ের যখন মিল হয়ে যাবে। তখন উভয়ের আন্তরিকতা আরো বৃদ্ধি পাবে। এজন্য আমাদের উচিত জেনে এবং নিয়ম মেনে ট্রেড করলে আন্তরিকতার ফল ভাল আসবে । ইনশা আল্লাহ।
-
যেহেতু ফরেক্স থেকে আমরা কম কষ্টে টাকা আয় করতে পারছি সেহেতু এটার গুরুত্ব আমাড় কাছে অনেক বেশি।একজন বেকারের কাছে টাকা অর্জন করা অনেক বেশী কিছু।যারা ফরেক্স বিষয় বুঝার চেষ্টা করে তাদেরকে ফরেক্স শিখার বা শিখানোর জন্য উদ্বুদ্ধ করি।
-
আমি ফরেক্স ট্রেডিং ব্যবসাকে অনেক ভালোবাসি।কারণ যে ব্যবসা করতে বেশি কিছু লাগেনা। আমি মনে করি ফরেক্সকে ভালবাসতে হবে এবং আন্তরিক সহকারে কাজ করতে হবে। আমি ফরেক্স এর প্রতি খুবই আন্তরিক। আপনার আন্তরিকতা কেমন ?
-
নতুবা এই মার্কেট এ আসবেন দেখবেন শেষ মেষ সব ছেড়ে ছুড়ে ফরেক্স ফালতু স্বপ্ন বাজি ইত্যাদি বলে মার্কেট ত্যাগ করবেন। নতুন যারা আসবে তাদের কাছে খালি বদনাম করবেন। ফরেক্স যখন শিখার জন্য বসব, যখন ট্রেড করার জন্য বসব এবং যখন ডেমো ট্রেড অনুশীলন করব প্রতিটি ক্ষেত্রেই কাজগুলোর আন্তরিকভাবে মনোযোগী হয়ে করতে হবে।
-
আমি মাযিয ভাইএর শাথে একমত। কারন মুরখের মত কাজ করলে ত আর ট্রেড করা যাবে না। আপনাকে বুজে শুনে কাজ করতে হবে। আপনাকে প্রচুর পরিস্রম করতে হবে। আন্তরিক হতে হবে। কাজ করতে হবে । পরিস্রম করতে হবে।
-
প্রতিটা কাজতে যেমন ছোট করে দেখা যাবে না তেমনি ফরেক্স কে ও ছোট করে দেখা যাবে না। প্রতিটি কাজের ক্ষেত্রে যেমন আন্তরিকতা রয়েছে তেমনি ফরেক্স এ আন্তরিকতার সাথে কাজ করতে হবে।বিশ্বের সবচেয়ে বড় এবং লাভজনক যে ব্যবসা সে ব্যবসার প্রতি আন্তরিক না হলে কোন দিন ও এখান থেকে লাভ করা যাবে না। তাই আমি অনেক নিষ্ঠার সাথে ট্রেড করি। আত্ম বিশ্বাস নিয়ে কাজ করলে আল্লাহ অবশ্যই আমাদের প্রতি সদয় হবেন।