আমরা কেনো ওভার ট্রেড করবো সেটা আমার মাথায় আসছে না। কারন ওভার ট্রেডিং এর কিসের দরকার আমরা মার্কেট এনালাইসিস করবো ভালো পজিশন পেলে বুজেশুনে সঠিক লট দিয়ে ট্রেড ওপেন করবো এতে করে ওভার ট্রেডিংয়ের কোনো প্রয়োজন পড়বেনা বলেই আমি মনে করি।
Printable View
আমরা কেনো ওভার ট্রেড করবো সেটা আমার মাথায় আসছে না। কারন ওভার ট্রেডিং এর কিসের দরকার আমরা মার্কেট এনালাইসিস করবো ভালো পজিশন পেলে বুজেশুনে সঠিক লট দিয়ে ট্রেড ওপেন করবো এতে করে ওভার ট্রেডিংয়ের কোনো প্রয়োজন পড়বেনা বলেই আমি মনে করি।
বেশি ট্রেড ওপেন করাটা আসলে অনেক টা লোভের লক্ষন। আপনার সবার আগে একটা প্ল্যান করতে হবে যে আপনি এক সপ্তাহে বা এক মাসে কত লাভ করতে চান সেই হিসেবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা দরকার। মানি ম্যানেজমেন্ট ফলো না করে যদি আপনি বেশি লাভের আশায় বেশি বেশি ট্রেড নেন তাহলে অনেক বেশি রিস্ক হয়ে যাবে আপনার আর আপনার ট্রেড লসের দিকে গিয়ে একাউন্ট জিরো হয়ে যাবার সম্ভবনা আছে
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না। আমরা যদি বেসি ট্রেড অপেন করি তাহলে কী বেসী লাভ হবে না লস হবে। আপনাদের মতামত জানান।
বেশি ট্রেড ওপেন করলে সমস্যা আছে কারন প্রতিবার ট্রেড ওপেন করা হলে কিছু পিপস লসে থাকে আর এভাবে যদি বেশি ট্রেড ওপেন করা হয় তাহলে অনেক পিপস লসে থাকবে আর ব্রোকারের লাভ হবে তাই ত্রেড খুব কম ওপেন করাই ভাল এনালাইসিস করে যদি দেখেন বেশি ট্রেড নেওয়া সম্ভব তাহলে আপনি একের অধিক ট্রেড ওপেন করতে পারেন কিন্তু যদি সকল ট্রেড একসাথে লসে যায় তাহলে একাউন্ট এর অনেক লস হতে পারে সেজন্য কম ট্রেড নিলে ভালো হয় ।
বেশি ট্রেড ওপেন করাতে আপনার লসের পরিমাণটা বেড়ে যাবে কারন মার্কেট সব সময় একই পজিশনে থাকে না, কখনও দেখবেন যে অনেক ভোলেটাইল পজিশনে, কখনও বা একটা রেন্জের মধ্যে চলছে ধীর গতিতে, কখনও আবার অনেক বেশি মুভমেন্ট লক্ষ করা যায় । তাই বেশি ট্রেড ওপেন না করে কম ট্রেড ওপেন করা ভাল তাতে করে ট্রেড ভুল হয় না ।
আমি বেশিরভা্গ সময় লসে পড়ার কারন হচ্ছে ওভার ট্রেড। ট্রেডি দিতে দিতে এমন অবস্থা হয় যেন একাউন্ট ৫০% রিস্ক নিয়ে ফেলি। যার ফলে যত মার্কেট খারাপ যায় তাহলে একসাথে আমার একাউন্ট ৫০% ব্যালেন্স শেষ হয়ে যায়। তাই কম ট্রেড করুন একাউন্ট বাচান।
আপনার যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তবে ওভার ট্রেডিংয়ে আপনার প্রফিট হবে । আর যদি ব্যালেন্স কম থাকে তবে দেখতে দেখতে আপনার এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ
সত্যিকার অর্থে, আপনি যদি আরও বিনিময় এন্ট্রি করেন তবে আপনি যা অর্জন করছেন তা হারাতে পারেন এবং অভিন্ন হয়ে উঠতে পারেন। আপনি যদি সাবধানতার সাথে এবং যথাযথ নিশ্চয়তার সাথে চিন্তা করেন তবে আপনি বিকল্প উন্মুক্ত দেখতে পাবেন এবং সার্থক হতে পারেন। তাছারা বহিরাগত বলেছিলেন যে একটি কৌশল এখন সময়ের সময়ে বারে বারে চিত্র আঁকেনি। এবং আপনি বিকল্প দীর্ঘ সময় ফ্রেম ক্ষেত্রে, আপনি কৌশল আর ভুল সংকেত পাবেন না। আপনি যদি দীর্ঘ সময় ধরে শরীর ব্যবহার করেন তবে আপনাকে কোনও ভয়াবহ বিকল্পের প্রয়োজন হতে পারে না।
বেশি ট্রেড ওপেন করাতে কোনরকম সমস্যা হবে না, তবে একটা বিষয় আপনাকে সবসময় লক্ষ রেখে ট্রেডগুলো ওপেন করতে হবে সেটা হল আপনার ব্যালেন্স এবং ইকুয়িটি যেন নীল না হয়, সেজন্য সেভাবেই লর্ট নির্ধারন করে দিতে হবে আপনার প্রতিটা ট্রেডের মধ্যে। আর না বুঝে অল্প ট্রেড ওপেন করাও ঠিক না। তবে অভিজ্ঞতা বারাতে হলে আপনাকে বেশি ট্রেড করতেই হবে।
ফরেক্স মার্কেটে আমাদের সবচেয় বড় সমস্যা হল লোভ করা।লোভের বসবর্তী হয় আমরা একসাথে অধিক লাভের আশায় অনেক ট্রেড ওপেন করে থাকি।ফলে আমরা অতি দ্রুত ফরেক্স মার্কেটে লস খেয়ে একাউন্ট শূন্য করে ফেলি।কিন্তু আমি জানি ট্রেড কম কম ওপেন করলে আবার লাভ ও খুব কম কম হবে । তুবুও আমার মতে বেশি ট্রেড ওপেন না করাই ভাল । আমি কম কম ট্রেড ওপেন করি ।