-
পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপর । অন্যান্য পেশা বা ব্যবসার মতো ফরেক্স ট্রেডিং ও একটি ব্যবসা যেখান থেকে আপনি অন্য পেশার মতই অর্থ উপার্জন করতে পারবেন । তবে এর অনেক বড় একটা সুবিধা হল অন্যান্য পেশার মতো ফরেক্সে কখনোই কোন সময় নির্দিষ্ট করে দেয়া হয় না । এখানে কোন প্রেসার ছাড়াই আপনি নিজের সুবিধা মত কাজ করতে পারবেন । এছাড়া আপনি ফরেক্সকে ফুলটাইম বা পার্ট টাইম পেশা হিসেবেও নিতে পারবেন । তাই আমি মনে করে পেশা হিসেবে ফরেক্স খুবই চমৎকার ।
-
আমি মনে করি স্বাধীন পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অন্য পেশা হতে আলাদা ।এই পেশায় প্রতষ্ঠিত হতে গেলে একজন ট্রেডারকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ।পাশাপাশি ধৈয্য, প্রখর জ্ঞানের অধীকারী হতে হবে । ভাল ট্রেডিং করতে পারলে শুধু দেশে নয় পৃথিবীতে তার সুনাম হবে ।
-
বাংলা দেশে চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে দারিয়েছে তাই ফরেক্স বাবস্যা ভাল একটি উপায় আমদের ইনকাম করার জন্য।আমদের দেশে ভালো রেফারেল আর মোটা অংকের ঘুষ ছাড়া চাকুড়ি পাওয়াই যায় না । আর ব্যাবস্যা করতে গেলে তো অনেক পুজির দরকার । কিন্তু ফরেক্সে দেখুন আমরা অল্প পুঁজি দিয়ে ট্রেড করতে পারব আবার ভালো উপার্জনও করতে পারব । ইনেস্তাফরেক্স ত অনেক সুবিধা করে দিছে
-
পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং অনেক ভালো। তবে আমি মনে করি একমাত্র উপার্জন পন্থা হিসিবে ফরেক্স কে বেঁছে না নেয়া। কোন জব বা ব্যবসার পাশা পাশী ফরেক্স ট্রেডিং করলে তা সবচে ভালো সবার জন্য।
একমাত্র আয় করার পথ হিশেবে অনেক সময় বিপদ এর সম্মুখীন হতে হয়। আমি অনেকে দেখেছি বাজে পরিস্থিতি তে পড়তে। তাই ভালো পার্ট টাইম হিবেসে ফরেক্স কে বেঁছে নেওয়া।
-
স্বাধীন পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অন্য পেশা হতে আলাদা ।এই পেশায় প্রতষ্ঠিত হতে গেলে একজন ট্রেডারকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ।পাশাপাশি ধৈয্য, প্রখর জ্ঞানের অধীকারী হতে হবে । ভাল ট্রেডিং করতে পারলে শুধু দেশে নয় পৃথিবীতে তার সুনাম হবে ।
-
পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং খুবই লাভজনক একটি পেশা ।আমরা ভালো উপার্জন করি বা একটা ভালো বেতনের চাকুরী করি এটা সবাই চাই কিন্ত আমরা কয়জনের ভাগ্যে ভালো বেতনের চাকুরী জোটে বলুন । চাকুরী তো আজকাল সোনার হরিন হয়ে গেছে । ভালো রেফারেল আর মোটা অংকের ঘুষ ছাড়া চাকুড়ি পাওয়াই যায় না । আর ব্যাবস্যা করতে গেলে তো অনেক পুজির দরকার । কিন্তু ফরেক্সে দেখুন আমরা অল্প পুঁজি দিয়ে ট্রেড করতে পারব আবার ভালো উপার্জনও
-
ফরেক্স একটি আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায় মাধ্যম। সাধারণত ভাবে ব্যবসাকে স্বাধীন পেশা হিসেবে অবহিত করা হয়ে থাকে। এক্ষেত্রে ফরেক্স বাজার কে পেশা হিসেবে নিয়ে কাজ করা সম্ভব। এই মাধ্যমে কাজ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়..... ধন্যবাদ।
-
ফরেক্স ট্রেডিং করার জন্য টানা দশ বারো ঘন্টার প্রয়োজন হয় না। আর ফরেক্স একটি সহজ ব্যবসা কিন্তু সহজ হলেও ফরেক্স রিস্কি এইটা আপনার মানতে হবে। পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং নিতে পারেন কিন্তু অন্য কিছু করার সু্যোগ থাকলে ফরেক্স এর পাশাপাশি সেটাও করা উচিৎ।
-
কলিং হিসাবে ফরেক্স এক্সচেঞ্জিং সম্পূর্ণ উত্পাদনশীল কলিং। আমাদের প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হোক বা একটি উপযুক্ত ক্ষতিপূরণ কাজ হোক তা আমাদের সামগ্রিকভাবে প্রয়োজন, তবুও আসুন আমরা এমন কিছু ব্যক্তির ভাগ্য নিয়ে বলি যাদের দুর্দান্ত বেতন রয়েছে। কর্মীরা আজকাল সোনার হরিণে পরিণত হয়েছে। কোনও শালীন রেফারেল এবং পুরষ্কার ব্যতীত একটি পিলটি অর্জন করা যায় না। আরও কী, একসাথে কাজ করার জন্য আমাদের প্রচুর পুজা দরকার। যাই হোক না কেন, বৈদেশিক মুদ্রার জন্য একটি গ্র্যান্ড নিন আমরা সীমিত পরিমাণের মূলধনের সাথে বিনিময় করতে পারি এবং দুর্দান্ত নগদ অর্জন করতে পারি।
-
ফরেক্স ট্রেডিং একটাস্বাধীনপেশা। টা মনের ইচ্ছেঅনুযায়ী করা যা। স্বাধীন তাই কাজ করার সুবিধা।