ব্যবসা , ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।
Printable View
ব্যবসা , ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।
এটা এক ধরনের ব্যবসায় যেখানে অনেক বড় সম্ভাবনা রয়েছে এবং অনেক লোকের সম্পৃক্ততা রয়েছে। এটা দিয়ে ও যে কেউ নিজেকে সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন।
ফরেক্স আমার কাছে পেশা কারন আমি সবসময় ফরেক্স ট্রেড করি আসলে প্রত্যেকের উচিত ফরেক্সকে ব্যা্বসা না ভেবে পেশা করা তা হলে জিবনে অবশ্যই সফলতা আসবে।
আমি মনে করি আপনার যদি ফরেক্স বিষয়ে ভাল জ্ঞান থাকে তাহলে আপনি বৃদ্ধ বয়সেও ফরেক্স এ কাজ করে ভাল কিছু করতে পারেন । ফরেক্স এ কাজ করতে গেলে কোন বয়সের কোন বেধাবেদ নায় । আপনি বৃদ্ধ বয়সে ঘরে বসে ফরেক্স মার্কেট এ ট্রেড করে ভাল লাভ করতে পারেন । তবে বৃদ্ধ বয়সে মাথার ব্রেইন একটু কমে যায় যা ফরেক্স মার্কেট এ প্রভাব ফেলতে পারে ।
যদিও ফরেক্স ব্যবসা। তারপরও অনেকে ফরেক্স ট্রেডকে ব্যবসা, পেশা ও নেশা বলেন। প্রকৃত অর্থে যেহেতু, ফরেক্স ট্রেডে লাভ ও লোকসান দুইই আছে, তাই একে ব্যবসা। তবে আমার মতে যেহেতু, এই ব্যবসায় ঝুঁকি আছে, তাই যথাযথ জ্ঞান, অভিজ্ঞতা ও ধৈর্য সহকারে এই ব্যবসা করা উচিত।
ফরেক্স হচ্ছে অনলাইনের মাধ্যমে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মূদ্রার কেনা বেচা করা যেমন ইউরো দিয়ে ডলার কিনা বা টাকা দিয়ে ডলার কিনা যদি টাকার দাম বাড়ে তাহলে বেশী করে ডলার কিনে রাখলেন আবার জখন ডলারের দাম বাড়বে তখন বিক্রি করে দিলেন তাতে আপনার জা লাভ থাকে। এভাবে ব্যবসা চালিয়ে জেতে হবে। ফ্রেক্স কে আপনি যে ভাবেই নেন দুটোই ঠিক।
ফরেক্স কে আমার ভাল লাগার মুল কারন আমি এখানে নিজের সুবিধা মত কাজ করতে পারি, এখানে আমি কার কাছে দায়বদ্ধ নই, যদি আমি লাভ করি তাহলে সরাসরি এ লাভের ভাগ আমি পেয়ে জাব আর যদি আমি লস করি তাহলে সেই দায় ভার ও আমার কারন আমি আমার নিজের বিচার বুদ্ধির মাদ্দমেই সিদ্ধান্তটি নিয়েছিলাম।
ফরেক্স কে আমার ভাল লাগার মুল কারন আমি এখানে নিজের সুবিধা মত কাজ করতে পারি,
ফরেক্স আমার কাছে ব্যবসা না তবে আমার কাছে পেশা এটা করতে আমার অনেক ভাল লাগে ।আর যদি কেউ পেশা হিসেবে নিএ থাকে তা হলে তাকে অনেক দক্ষ হতে হবে।
ফরেক্স িএকটি ব্যবসায় কারন এখানে মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় আবার ব্যবসায় ও তো এক ধরনের পেশা । প্রশ্নে লিখা *উচিত ছিল ফরেক্স ব্যবসায় না কি চাকুরি।