ফরেক্সে আমার মোট এখন 1 টা অ্যাকাউন্ট আছে আমি নিয়মিত এই ইটি অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রেড করছি। ফরেক্সে আপনি কয়টা অ্যাকাউন্টে এখন কাজ করছেন তা জানতে চাই?
Printable View
ফরেক্সে আমার মোট এখন 1 টা অ্যাকাউন্ট আছে আমি নিয়মিত এই ইটি অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রেড করছি। ফরেক্সে আপনি কয়টা অ্যাকাউন্টে এখন কাজ করছেন তা জানতে চাই?
দক্ষ ট্রেড্রার দের একটি একাউন্ট থাকাটাই উচিত বলে আমি মনে করি। কারন আপনি এনালাইসিস করে ট্রেড নিকে ডিপোজিট অনুযায়ী ভলিউম নিবেন তাই মাল্টি একাউন্ট এর প্রয়োজন কি। প্রয়োজন হচ্ছে দক্ষতা বৃদ্ধি সাথে ট্রেডিং পরিচালনা করা। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করা। রিস্ক মেনেজমান্ট করে এন্ট্রি নেওয়া।
আমার এতদিন একটাই এ্যাকাউন্ট ছিলো তাও টিকমিলে। বর্তমানে এই ফোরামের জন্য ইনস্টফরেক্সে আর একটা এ্যাকাউন্ট করেছি। তাই বর্তমানে আমার ২ টি এ্যাকাউন্ট হলো ।
আমি জানতাম একজন ব্যক্তি একটা অ্যাকাউন্ট করতে পারে। কিন্তু এখানে পোস্ট দেখে মনে হচ্ছে একাধিক একাউন্ট করা যায়। কিন্তু কিভাবে করা যায় সেটা বুঝতে পারছি না। যদি একাধিক একাউন্ট করা যায় তাহলে কিভাবে করব পরামর্শ দিলে উপকৃত হব।
আমার কাছে মনে হয় একজন ট্রেডারের দুইটা একাউন্ট থাকলে তার ফরেক্স থেকে প্রফিট করার সম্ভাবনা বেশি থাকবে । কারন সে একটা একাউন্টটা লস করলেও অন্য অ্যাকাউন্ট দিয়ে লসটা রিকভার করে ফেলতে পারবে । এছাড়া মাঝে মাঝে যখন বোনাস সব মার্জিন কল এ শেষ করে ফেলি তখন আর ট্রেড করতে পারি না যা খারাপ লাগে ট্রেড না করতে পারলে । তাই চিন্তা করেছি যে আরেক টি রিয়াল একাউন্ট খুলব এবং সেখানে অল্প অল্প ইনভেস্ট করে নিজের অভিজ্ঞতা যেমন বাড়াব তেমনি লাভও করতে পারব ।
ফরেক্স এ বর্তমানে ১টি একাউন্ট আছে কারন আমি নতুন এবং আমি নতুন হিসাবে ইনিস্তা ফরেক্স কে বেছে নিয়েছি এবং আ্মি এর মাধ্যমে ফরেক্স শিখছি আমি যদি থিক করে ফরেক্স শিখতে পারি তবে আমি ফরেক্স এ একাউন্ট এর সঙ্খ্যা বারাব | আমার লক্ষ হল ফরেক্স থেকে আয় করা |ফরেক্সে বেশি একাউন্ট থাকলেই যে লাভ বেশি হবে তা কিন্তু না।ভাল দক্ষ হলে একটা একাউন্ট দিয়েই ভাল লাভ করা সম্ভব।
আমি একসময় বেশ কয়েকটা একাউন্ট ব্যবহার করতাম বিভিন্ন ব্রোকারে । সব গুলো জিরো করে এখন ইনস্টা ফরেক্স এর একটা একাউন্ট ব্যবহার করি। তবে আশা আছে আরো দুয়েকটা একাউন্ট করার। এখন ফান্ড নেই। একটা একাউন্টে শুধু গোল্ড , একটা তে শুধু অয়েল আর অন্য একটাতে শুধু কারেন্সি। দেখা যাক আমার গোল এ আমি পৌছাতে পারি কিনা।
আপনি মনে করলেন ফরেক্স মার্কেট এ যত বেশি একাউন্ট থাকবে ততবেশী আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন তা কিন্তু সঠিক নই। আমি ফরেক্স মার্কেট এ একটা একাউন্ট পরিচালনা করি। ফরেক্স মার্কেটে একাধিক একাউন্ট থাকা মানে এক ধরনের প্রেশার । যেটার কারণে আপনি ঠিকমত কাজ করতে পারবেন না । তাই সবসময় চেষ্টা করুন আপনার একটা একাউন্টকে ভালভাবে পরিচালিত করতে ।
ফরেক্স এ আমার দুটা একউন্ট। একটা হল ফরেক্স ডেমো একাউন্ট আরেকটা হল ফরেক্স রিয়েল একাউন্ট। ডেমো দিয়ে আমি নতুন নতুন কিছু শিখি। আর রিয়েল টা দিয়ে আমি রিয়েল ট্রেড করে টাকা উপার্জন করি। তবে আমি বেশীর ভাগ ই ডেমোটা বেশী ব্যবহার করি। আর রিয়েলটা কম ব্যবহার করি। কেননা, আমি ডেমোতে নতুন নতুন শিখে পরে রিয়েল এ ট্রেড করে টাকা আয় করি।
ফরেক্স মার্কেট করতে হলে একজন ট্রেডারকে কোন না কোন ব্রোকারের দরকার হয়।আর ফরেক্স ব্রোকারের সংখ্যা হাজার হাজার। আপনি ইচ্ছে করলে সব গুলোতেই একাউন্ট করতে পারেন। তবে আমি মনে করি একজন ট্রেডারকে ফরেক্স ট্রেড করতে একটি একাউন্টের বেশি একাউন্ট না থাকাই ভাল।আপনার যদি ভাল ট্রেডিং দক্ষতা থাকে তাহলে আপনার যদি কম একাউন্ট থাকে তাহলেও আপনি লাভ করতে পারবেন।