-
ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে কারেন্সি পেয়ারগুলির প্রাইস কখনো ঊর্ধ্বগতিতে থাকে আবার কখনো নিম্নগতিতে থাকে। প্রাইস বৃদ্ধি পেতে পেতে অথবা কমতে কমতে কোথায় গিয়ে থামবে তা বলা মুশকিল। যদি বলা যেত তাহলে হয়ত ফরেক্স মার্কেটে সবাই লাভ করতো। কেউ লস করত না। কখনো কখনো মার্কেট বিপরীতে চলে গেলে লস হতে পারে। অতিরিক্ত লসের কারণে মুলধন শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অতিরিক্ত ঝুঁকি এড়াতে আমি টেক প্রফিট এবং স্টপ দুইটাই ব্যবহার করে থাকি। টেক প্রফিট হল আপনি কত পিপস লাভে ট্রেড ক্লোজ করতে চান সেই এক্সচেঞ্জ ভ্যালুটি টেক প্রফিট অপশনে উল্লেখ করে দিলে আপনার ট্রেড ধরা কারেন্সি পেয়ারের প্রাইস ওই ভ্যালু অতিক্রম করলে প্রফিট হয়ে ট্রেড সয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। এটার সুবিধা হল সারাদিন আপনাকে ট্রেড নিয়ে বসে থাকতে হলো না। তবে টেক প্রফিটের পাশাপাশি অতিরিক্ত ঝুঁকি এড়াতে অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত। কারণ মার্কেট যখন তখন আপনার ট্রেড ধরার বিপরীতে মুভ করতে পারে। যার কারণে অনেক সময় লস হয়ে মুলধন শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মুলধন শূন্য হয়ে গেলে তা রিকভারি করা খুবই যন্ত্রণাদায়ক। অতিরিক্ত ঝুঁকি এড়াতে অল্প পরিমাণ লসে ট্রেড ক্লোজ করার প্রক্রিয়াই হল স্টপ লস। এর জন্য আপনি কত লসে ট্রেড ক্লোজ করতে চান তার একটা এক্সেচেঞ্জ ভ্যালু স্টপ লস অপশনে সেট করে দিলে ট্রেড অল্প পরিমাণ লসে ক্লোজ হয়ে যাবে। ফলে অল্প পরিমাণ লস হলেও আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে সুরক্ষিত থাকবে।
-
ফরেক্স হল এমন একটি লাভজনক ব্যবসা যেখানে স্টপ লস এবং টেইক প্রোফিট নেয়া যায় । স্টপ লস এবং টেইক প্রোফিট এর মাধ্যমে আমরা অনেক লাভবান হতে পারি ।ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,তাই আমাদের ট্রেডিং করতে হলে আমাদের স্টপ লস আর টেক প্রফিট করে তাই আমাদের ভাল ভাবে ট্রেডিং করে প্রফিট করতে হলে আমাদের স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে তাহলে প্রফিট হবে।
-
আসলে আমরা যদি ফরেক্স মার্কেটে আমাদের মূলধন টি সুরক্ষিত রাখতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা উচিত। আমি ফরেক্স ট্রেডিংযে যে জিনিসটাকে সবসময় ভয় পাই তা হল লসকে আর আমি এই লসের সম্ভাবনাকে ফরেক্স ট্রেডিংয়ে কুমিযে আনার জন্য সবসময় ট্রেডে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করে থাকি।
-
অধিকাংশ ট্রেডেই টেক প্রফিট লাগিয়ে থাকি তবে স্টপ লস খুবই কম সময় ব্যাবহার করা হয় কারন আমি ফরেক্সে সব সময় ট্রেড করার পূর্বে ভাল ভাবে মার্কেট অ্যানারাইসিস করে নেই এবং খুবই কম পিপসে ট্রেড ক্লোজ করে দেই যার ফলে লসের অনেক বেশি ঝুকি থাকে। হয়ত অনেক সময় টেক প্রফিট ব্যবহার করা হয় না। কিন্তু আমি কখনো স্টপ লস ব্যবহার করতে ভুল করি না। কারন- স্টপ লস ব্যবহার করলে মার্কেটে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটলে আমি বড় ধরনের লসের হাত হতে রক্ষা পেতে পারি।
-
আমি ফরেক্স ট্রেডিংযে যে জিনিসটাকে সবসময় ভায় পাই তা হল লসকে আর আমি এই লসের সম্ভাবনাকে ফরেক্স ট্রেডিংয়ে কুমিযে আনার জন্য সবসময় ট্রেডে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করে থাকি। ফরেক্সে ট্রেড করার সময় অধিকাংশ ট্রেডেই টেক প্রফিট ব্যবহার করি। তবে আমি স্টপ লস ব্যবহার করিনা। স্টপ লস ব্যবহারের ফলে আমি যদি মার্কেটে নাও থাকি তবুও আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে যদি মার্কেট আমার সেট করা প্রাইসের কাছে পৌছায়। এক্ষেত্রে আমি মার্কেটে না থেকেই আমার কাঙ্খিত লাভ টা পেয়ে যেতে পারি। এছাড়া এই দুটি অপশনের যথার্থ ব্যবহারে কারণে আপনার একাউন্ট অনেক বেশি নিরাপদ থাকবে অর্থ্যাৎ অনাকাক্ঙিত র্দঘটনা হতে রক্ষা করবে।
-
হ্যা ভাই, আমি প্রতিটি ট্রেড এ স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে থাকি। কারন আমি কোন প্রকার অনেক ঝুকি নিতে চাই না তাই আমি প্রতিটি ট্রেড এ স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে ঝুকি মুক্ত ট্রেড করি। এতে আমার মানি ম্যানেজমেন্ট করতে পারি এবং আমি ফরেক্স এ টিকে থেকে অনেক দিন পযর্ন্ত ফরেক্স এ ট্রেড করে ফরেক্স থেকে আয় করতে পারব।
-
স্টপলস ব্যবহারের কারনে আমরা অ্যাকাউন্টে লস ম্যানেজ করে থাকি। আর টেকপ্রফিট ব্যবহারের মাধ্যমে প্রফিট নিশ্চিত হয়ে যায়। ফরেক্স মার্কেট গতিশীল এবং ২৪ ঘন্টায় খোলা থাকে। কিন্তি একজন ব্যক্তি দিনের ২৪ ঘন্টা মার্কেটের সামনে বসে ট্রেড পরিচালনা করতে পারবে না। এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট থেকে আমার কাংখিত আয় করতে পারি। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট এর আইন মেনে ট্রেড করতে হবে।
-
আমি ফরেক্সে এই যতদিন যাবত ট্রেড করছি কখনই স্টপ লস ব্যাবহার করে ট্রেড করিনি তবে আমি সব ট্রেডেই টেক প্রফিট ব্যাবহার করেছি কারন সব সময় মার্কেটে আমার থাকা হয় না যার ফলে কাঙ্খিত প্রফিট যেন কখনই মিস না হয় সেই কারনে আমি টেক প্রফিট ব্যাবহার করে থাকি।
-
আমি সব সময় ফরেক্স ট্রেডিংয়ের সময় স্টপ লস এবং টেক প্রপিট এই অপশন দুটি ব্যবহার করে ট্রেডে ঝুকি কুমিয়ে থাকি।আপনি কি আমার মত টেক প্রফিট এবং স্টপ লস অপশন দুটির ব্যবহার করেন?
-
আমি সব সময় ফরেক্স ট্রেডিংয়ের সময় স্টপ লস এবং টেক প্রফিট এই অপশন দুটি ব্যবহার করে ট্রেডে ঝুকি কমিয়ে থাকি।আপনি কি আমার মত টেক প্রফিট এবং স্টপ লস অপশন দুটির ব্যবহার করেন?