আমি ফরেক্স সম্পর্কে কিছু জানতাম না, তবে দু’ একজনের মুখে শুনেছিলাম মাত্র।এর পর এই ব্যবসা সম্পর্কে আমি যা জেনেছি বা শিথেছি তা ইউটিউব এরং নিজের প্রচেষ্টায়। আমার মনেহয় আমি এখনও অনেক কিছু শিখছি।
Printable View
আমি ফরেক্স সম্পর্কে কিছু জানতাম না, তবে দু’ একজনের মুখে শুনেছিলাম মাত্র।এর পর এই ব্যবসা সম্পর্কে আমি যা জেনেছি বা শিথেছি তা ইউটিউব এরং নিজের প্রচেষ্টায়। আমার মনেহয় আমি এখনও অনেক কিছু শিখছি।
আমি মুলত আমার এক বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স ব্যবসা সম্পর্কে ধারণা নিয়েছি। বিশেষ করে এখন পর্যন্ত আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান নিয়ে থাকি। এছাড়া ইউটিউ, বিভিন্ন ধরনের ওয়েব সাইট এবং ফরেক্স বাংলা ফোরামের মাধ্যমে ফরেক্স এর গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করতে পারছি। কারণ আমার বিশ্বাস ফরেক্স এমন একটি বাজার যেখানে জ্ঞানের কোন শেষ নেই বরং যত বেশি সময় দেওয়া যাবে তত বেশি আপনি এই বাজার সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
আমি মুলত ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রথমে কিছুই জানতাম না। আমি জানতে পেরেছি আমারই এক ফ্রেন্ড এর মাধ্যমে। আমার ফ্রেন্ড অনেক আগে থেকেই ট্রেডিং এ কাজ করে। এবং সে ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক দক্ষ। এখন সে আমাকে এই সব বিষয়ে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ধন্যবাদ
আমি আমার ভাইয়ের কাছ থেকে ফরেক্স ট্রেডিং শিখেছি। আমার ভাই অনেক দক্ষ এবং প্রফেশনাল একজন ট্রেডার, যে কিনা মার্কেটকে এক্সপ্রেইন করার অর্থাৎ* ব্যাখ্যা করার ক্ষমতা রাখে। সে আমাকে খুব সহজে মার্কেটের আগামী মুভমেন্ট এবং ভবিষ্যৎ* সম্পর্কে অবগত করে থাকেন, তাঁর ট্রেডিং একিউরিসি ও অভিজ্ঞতা আমাকে এই ব্যবসাটা বুঝতে অনেক সহায়তা করে। তাই সমস্ত প্রশংসা সেই মহান {আল্লাহর} যিনি তাঁকে এই জ্ঞান দান করেছেন।
আপনি যেকোনো খান থেকেই ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবেন।আমি ফরেক্স মার্কেট সম্পর্কে আমার এক ভাই থেকে শুনেছি।এবং তারপর আমি তার কাচ থেকে আমি ফরেক্স মার্কেট শিখেছি।আপনি ছাইলে কারো কাচ থেকে ফরেক্স শিখতে পারেন।আবার আপনি ছাইলে ইন্টারনেট এর মাধ্যমে ফরেক্স শিখতে পারেন।তবে হাতে নাতে যদি ফরেক্স শিখতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন।
আমার একটা ফ্রেন্ড আছে সে ফরেক্স সম্পরকে অনেক অভিজ্ঞ।সে অনেক ঙ্কিছু করতে পারে।তার কাছ থেকে এসব কিছু দেখে আমরো ইচ্ছা জাগল যে এটা আমি ও একবার ট্রাই করি।সেই থেকে শুরু হল ফরেক্স জাত্রা।বন্ধু + অনলানে থেকে হেল্প নেওয়া শুরু করে দি।আস্তে আস্তে জাত্রা শুরু করি।
আসলে আমি ফরেক্স সম্পর্কে কিছু কিছু জানতাম কেননা ফরেক্স ব্যবসা আমার এক ভাই ও দুই মামা করত তাদের কাছ থেকে কিছু কিছু জানতাম কিন্তু পুরোপরি জানতাম না । তবে ফরেক্স বিজনেস করার আমার খুব ইচছা ছিল তাই এক ভাইর পরামর্শে আমি একটি কোচিংএ ভর্তি হই এবং ফরেক্স শিক্ষা করি । এখন মোটামুটি ফরিক্স সম্পর্কে কিছুটা অভিজগ্তা হয়েছে।
ফরেক্সে কাজ শেখানোর লোকের অভাব নাই। অনেক কম্পিউটারের দোকানে ও কাজ শেখার সুযোগ রয়েছে।তবে
আমি ফরেক্স সম্পর্কে টোটালিই কোন কিছু জানতাম না । বরং ফরেক্স ব্যবসা সম্পর্কে আমার হাতে খড়ি এক বড় ভাইয়ের কাছ থেকে । আমি যে বড় ভাইয়েরর কাছ থেকে ফরেক্স শিখছি তিনি ফরেক্স বিষয়ের উপর অনেকবেশী অভি জ্ঞএকজন মানুষ । তার কাছে ফরেক্স সম্পর্কে প্রায় ৪ বছরের অভিজ্ঞতা আছে । আর এই অভিজ্ঞার বলেই সে এখন ফরেক্স মার্কেট হতে প্রচুর টাকা ইনিকাম করছে। সে অনেক মানুষ কে ফরেক্সে কাজ শেখান। আর আমিও তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছি।তিনিই আমার ফরেক্সের শিক্ষা গুরু।তার কাছ থেকেই আমার সকল কাজ শেখা ফরেক্স বিষয়ের।এমন কি ফরেক্স ফোরামে একাউন্ট কিভাবে খুলতে হয় তাও আমি তার কাজ থেকে জানতে পেরেছি এবং সেই আমাকে হেল্প করছে একাউন্ট ওপেন করার কাজে
আসসালামু আলাইকুম আমি আমার এক কলিগের থেকে জানতে পারলাম ফরেক্স ট্রেডিং সম্পর্কে এবং সে আমাকে ভালোভাবে বুঝিয়ে দিলো এবং পুনরায় সে আমাকে রেস্তরেশন করতে সহায়তা করছে। আজ আমি অ্যাকাউন্ট খুলে ফরেস্ট সম্পর্কে কাজ জানলাম এবং কাজ শুরু করলাম।
আমি ফরেক্স মার্কেটে এসেছি একটি আউটসোর্সিং সংস্থা এর মাধ্যমে। আমি তাদের মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারি এবং এর সুবিধা অসুবিধা জানতে পারি। ফরেক্সের সুবিধার কারনে ফরেক্স ব্যবসাকে মি পছন্দ কর। এরপর থেকে আমি ফরেক্স শিখি এবং বর্তমানে আমি একজন ফরেক্স ট্রেডার।