-
ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে প্রথম প্রথম লাভ বেশি করতে পারে আবার মুহুর্তে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।কারন যখন আপনি কোন কাজ করতে যাবেন সেই কাজ সম্পর্কে ধারনা না নিয়ে তাহলে দেখবেন যে আপনি ভাল করতেছেন আবার যারা পারবেনা তারা খুব সহজেই নিজেদের হারিয়ে ফেলতেছে।তেমনি ফরেক্স ট্রেডিং মার্কেট এ একদম নতুন ট্রেডার যখন কাজ করে তখন তারা না বুজে কাজ শুরু করে তখন অনেক গুলো ভাল ফলাফল পায় আর পরে ওই লোভে পড়ে সব ব্যালেন্স জিরো করে ফেলে।তাই কাজ করার আগে সেই কাজ সম্পর্কে ভাল্ক ভাবে জ্ঞান অর্জন করে তার পর কাজ করেন তাহলে ফিউচার এ আপনি ফরেক্স ট্রেডিং থেকে ভাল আয় করতে পারবেন।
-
বিষয়টি পুরোপুরি সত্য। ট্রেড শেখার পরে যখন প্রফিট করে একটু ফান্ড বড় হয় তখনি বড় লটে ট্রেড করার মানসিকতা আমাদের সব কিছু কেড়ে নেয়। এ চরম সত্যটি আমি এখন ট্রেড করে বুঝতে পারছি। ফোরামের বোনাস মানি দিয়ে প্রথম মাসে প্রফিট করতে পেরেছি। পরের মাসে অল্পের জন্য ব্যালেন্স জিরো হয়নি।
-
আমি কথাটা সাথে পুরোপুরি একমত নয়। ফরেক্স এর শুরুতে অল্প কিছু প্রফিট করা সম্ভব হলেও অনেক বেশি প্রফিট করা সম্ভব নয়। কেননা এই সময় সবাই অপরিপক্ক থাকে। ফরেক্সের অনেক ট্রাজেডি সম্পর্কে জানে না বা বুঝে না মার্কেটের মুভমেন্ট অত ভালো করে বুঝতে পারেনা এনালাইসিস অনেক ভালোভাবে করতে পারেনা। এসব কিছুর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাই আমি বলবো যদি কেউ বিগেনার ভালো কিছু করে তবে সেটা হবে ঝড়ের মাঝে কাকের কেরামতির মত।
-
প্রথম অবস্থায় অনেক আছেন যারা আন্দাজের ট্রেড করে প্রফিট করতে পারে। কিন্তু এটা আসলে সাময়িক সময়ের জন্য হয়ত প্রফিট বা টিকে থাকতে পারে। কিন্তু লং টার্ম টিকে থাকতে হলে আমাদের আস্তে আসেত্ লাভের চিন্তা করতে হবে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা মাথায় থেকে নামাতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড মানে সারা জীবনের জন্য ট্রেড করা। আমরা দুই একদিন এখানে ট্রেড করব না। এজন্য তারাহুরা করে প্রফিট করে লাভ নেই। আমাদের আস্তে আস্তে এখান থেকে প্রফিট করতে হবে। আর প্রফিট ধরে রাখতে হবে। সারা দিন ধরে প্রফিট করে দিনশেষে সব লস করে দিলে কোন লাভ হবে না।
-
ফরেক্সটি ইন্টারনেটের মধ্যে সেরা চুক্তি, এই ব্যবসাটি পর্যাপ্ত পরিশ্রম সহ অনেক লোকের জীবনকে রূপান্তরিত করে এবং বিশ্বাস করে যে এই ব্যবসায় প্রত্যেকেই আরও ভাল ভবিষ্যতের সুযোগ পাবে, আমাদের পক্ষে অন্য কোথাও এটি পাওয়া খুব কমই সম্ভব এই ব্যবসায়ের প্রতিটি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা সম্ভব this আমাদের এই ব্যবসায় সাফল্য পেতে কোনও শারীরিক
-
আমার ক্ষেত্রেও এমনটি ঘটেছে অর্থাৎ ফরেক্স ব্যবসার শুরুতে আমিও ভাল লাভ করেছিলাম । এমন কি আমার যারা পরিচিত আছে তাদের প্রায় সবার ক্ষেত্রেই এমনটি ঘটে থাকে কিন্তু কেন এমন হয় তা আমি বুঝতে পারি না । একজন ট্রেডার ব্যবসার শুরুতে কিছুই না জেনেও লাভ করে কিন্তু যত সে শিখতে থাকে তত তার লস করা শুরু হয় । আমারও জীবনের প্রথম কয়েকটি ট্রেড সফল হয়েছিল এবং আমি ২০$ ইনভেস্ট করে আমি আমার প্রথম ট্রেড করেছিলাম । সেই ক্যাপিটাল আমি এক সপ্তাহও ধরে রাখতে পারি নাই আর এই খানেই একজন অভিজ্ঞ ট্রেডার সবাইকে ছাড়িয়ে যায় ।
-
ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে সুতরাং আমার বিশ্বাস শুরুতে কম প্রফিট হওয়ার কথা।
-
সবাই ফরেক্স এর শুুরুতে অনেক প্রফিট করে একথাটার সাথে আমিএ একমত।কারণ আমি যখুন ৫ ডলার দিয়ে রিয়েল ট্রেড শুুরু করি তখুন প্রথমেই এক দিনের মাঝে প্রফিত করি ২ ডলার।তখুন আমার অনেক ভালো লাগছিল।
-
ফরেক্সের শুরুতে কেও লাভ করবে নাকি লস করবে সেটা ডিপেন্ড করে তার শেখার উপর। কেও যদি পুরপুরি শিখে তারপর রিয়েল ট্রেডে নামে তাহলে তার লস করার পরিমান টা কম হবে আর যদি কেও ফরেক্স দুই দিন শিখেই রিয়েল ট্রেডে চলে যায় তবে তার পরিনতিটা খুব একটা ভালো হবেই না। আমি মনে করি সে উঠতে বসতে লসের উপর ই থাকবে শুধু । আমি বলবো আগে ফরেক্স শিখুন মিনিমাম ৬ মাস ডেমো করুন এনালাইজ করুন তারপর রিয়েল ট্রেডে আসুন